নিউজ

অতিবৃষ্টিতে বন্যা  UAE-তে, মরুদেশে জলে ডুবল বিমানবন্দর

বিগত বেশ কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রলয় দেখা দিয়েছে। অতিবৃষ্টির জেরে ভেসে যাচ্ছে একের পর এক শহর। বন্যার তোড়ে রাস্তা ডুবে গিয়েছে। বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাইতে বিমান চলাচল বন্ধ করা হয়েছিল বেশ কিছুক্ষণের জন্য। এর জেরে একাধিক বিমানের গতিপথ বদল করা হয়। বাতিল হয় বহু উড়ান।  

এদিকে দুবাই ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহির অন্যান্য শহরগুলিতেও বাসিন্দাদের নিজেদের বাড়িতেই থাকার অনুরোধ করেছে প্রশাসন। এই আবহে ওয়ার্ক ফ্রম হোম নীতি গ্রহণ করেছে বহু সংস্থা। স্কুলগুলি অনলাইনে ক্লাস নিচ্ছে। খলিজ টাইমসের রিপোর্টে দাবি করা হয়েছে, সেদেশের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুবাই, আবুধাবি এবং শারজায় অতিভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা আছে।  

 প্রসঙ্গত, শুষ্ক জলবায়ু ও গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের জন্য পরিচিত সংযুক্ত আরব আমিরশাহি সহ উপসাগরীয় দেশগুলি। তবে সেই মরুদেশেই দেখা দিয়েছে বন্যা। ভাইরাল ভিডিয়ো ও ছবিতে দেখা গিয়েছে, অতিবৃষ্টির জেরে দুবাইয়ের একাধিক শপিং মল পর্যন্ত জলে ডুবেছে। এদিকে দুবাইয়ের একটি শপিং মলের ছাদ ধসে পড়েছে বলে দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়া পোস্টে।  

সংযুক্ত আরব আমিরশাহির পাশাপাশি, বাহরাইন ও ওমানেও প্রবল বৃষ্টি হচ্ছে। এই কারণে তৈরি হয়েছে বন্যা। যার জেরে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক কেন্দ্রগুলি অচল হয়ে পড়েছে। এর আগে রবি এবং সোমে ওমানে অতিবৃষ্টি এবং বন্যার জেরে ১৮ জনের মৃত্যু হয়েছিল। এদিকে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরশাহির আল আইন ও সৌদি আরবের ক্লাব আল হিলালের। সেই ফুটবল ম্যাচটি স্থগিত করা হয় বাজে আবহাওয়ার জেরে।  

Shares:

Related Posts

নিউজ

ভোটের আগে রাজ্যে আসছে আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী : Lok Sabha Election 2024

Lok Sabha Election: প্রথম দফা ভোটের (Lok Sabha Election 2024) আগে রাজ্যে আসছে আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, অবাধ ও স্বচ্ছ ভোটের জন্য স্বরাষ্ট্র মন্ত্রককে বাংলায় আরও বাহিনী
নিউজ

দক্ষিণবঙ্গে জেলায়  রাতের তাপমাত্রা  স্বাভাবিকের থেকে  ৫ ডিগ্রি পর্যন্ত বেশী

৪০ ছুঁই ছুঁই কলকাতার পারদ। তাপপ্রবাহের কবলে পড়ল ৪ জেলা। আজ তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও ৩ জেলা। আগামিকাল পশ্চিমাঞ্চলের সব জেলায় তাপপ্রবাহ বইবে। আজ উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর তাপপ্রবাহের
নিউজ

WB  কবে বর্ষণ নামবে দেখতে হলে নীচে Click করুন:

মধ্য অসমের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তর-পশ্চিম বিহার থেকে একটি অক্ষরেখা বিস্তৃত আছে সেই ঘূর্ণাবর্ত পর্যন্ত। তার ফলে শনিবারও উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশীয় জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০
নিউজ

BJP একাই ৩৫০ আসন জিততে পারে:

এবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পারফরম্যান্সকে ছাপিয়ে যাবে বিজেপি। এমনকী বিজেপির আসন সংখ্যা ৩৫০-তে পৌঁছে যেতে পারে বলে অনুমান করেছেন অর্থনীতিবিদ সুরজিৎ ভাল্লা। আর কংগ্রেস কতগুলি আসনে জিততে পারে? তাও