Serialসিরিয়াল

অনুরাগের পর সর্বোচ্চ টিআরপি দেওয়া সিরিয়াল নিম তাই তাকে দূর্বল ভাবা বোকামি!-নিম ভার্সেস উড়ান টক্কর

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। বরাবর এই ধারাবাহিক টি আর পিতে ভালো ফল করেছে, কিন্তু সম্প্রতি এই ধারাবাহিককে নিয়ে প্রতিপক্ষ চ্যানেলের কিছু ভক্তদের সাথে ঝামেলা বেঁধেছে। প্রতিপক্ষ চ্যানেলের ধারাবাহিকের

ভক্তদের বক্তব্য নিম ফুলের মধু অত্যন্ত দুর্বল প্রতিপক্ষ এবং খুব সহজেই তাকে কুপোকাত করা যায় যদি ঠিকঠাক মতো প্রেজেন্টেশন এবং গল্পকে এগিয়ে রাখা সম্ভব হয়। এর উত্তরে নিম ফুলের মধুর একজন বক্তব্য লিখেছেন যে চিরকাল কেউ স্লট ধরে রাখতে পারেনা কিন্তু এখন‌ও অবধি নিমফুল টিআরপিতে যেভাবে নিজের অবদান দিয়ে গেছে তাতে কিছুতেই তাকে দুর্বল প্রতিপক্ষ বলা যায় না।

ঝগড়ার সূত্রপাত হয় এক দর্শকের বক্তব্যকে কেন্দ্র করে। সোশ্যাল মিডিয়ায় একজন বক্তব্য প্রকাশ করে লেখেন যে তুমি আশে পাশে থাকলে ধারাবাহিকটি থাকলে নিম ফুলের মধুকে হারিয়ে দিত তিনি সেটা পুরো শিওর।কারণ তুমি আশে পাশে থাকলে একদিনের টিআরপি এসেছিল ৭.১।

পারো মারা যাওয়ার পর বেশিরভাগ মানুষ এই ধারাবাহিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া টি আর পি এভারেজ ফাইভ প্লাস হয়ে যায়। এক‌ই সাথে ঐ দর্শক আর‌ও বলেন যে, বাংলা মিডিয়ামের প্রযোজনা সংস্থা ঠিকভাবে স্লট সাজালেই সেই সময় নিম ফুল হেরে যেত, কারণ প্রথম সপ্তাহেই স্লট পেয়েছিল বাংলা মিডিয়াম। তাই তিনি মনে করেন নিমফুল অত্যন্ত দুর্বল প্রতিপক্ষ উড়ান একে হারিয়ে দেবে।

এই বক্তব্যের প্রতিবাদ করে একজন নিম ফ্যান লেখেন,“নিম নাকি দূর্বল প্রতিপক্ষ প্রথম সপ্তাহেই এসে ধূলোকনা কে স্লট হারা করল,ধূলোর সাথে নিম এর ৪সপ্তাহ লড়াই হয়েছে যার মধ্যে ৩ সপ্তাহে নিম স্লট লিডার তারপর এলো বাংলা মিডিয়াম যেটা গুনে গুনে ৫বার স্লট পেয়েছে ৩বার একক দুইবার জয়েন্ট,যদিও বাংলা মিডিয়াম এর গল্প সুন্দর ছিল,
হ্যা বাংলা মিডিয়াম থাকা কালিন নিম টপার হতে পারনি কারন তখন জগদ্ধাত্রী আর অনুর মধ্যে হাড্ডাহাড্ডি টক্বর হতো তবুও ৪,৫ বার বাদ দিয়ে সবসময় টপ ৫এর মধ্যে থেকেছে অনেকবার টপ ২ তখন জলশা ফ্যান রাও নিম কে নিয়ে হাসাহাসি করতো টপার হতে পারে না কারন সেই স্লট এ মিঠাই ৫৬ বার বেঙ্গল টপার হয়েছে তারপর আসে তুমি আশেপাশে আর তখন অনুরাগের ছোঁয়ার টিআরপি কমতে থাকে আর নিম টপার হয় বর্তমানে ১৭ বার বেঙ্গল টপার এর তকমা নিয়ে চলছে এরপর উড়ান এলে ৫+ দিয়ে শুরূ করে বর্তমানে ৬+ দিলেও তার বিপরীতে ৭+ দিয়ে বেঙ্গল টপার হয় বর্তমানে অনুরাগের পর সর্বোচ্চ টিআরপি দেওয়া সিরিয়াল নিম তাই তাকে দূর্বল ভাবা বোকামি ছাড়া কিছুই না এমনিও প্রতিপক্ষ কে দূর্বল ভাবা বোকামি

জলশার এইটা ভালো দিক না বাজে দিক জানি না তবে সিরিয়াল কে সময় দেই নাহলে জি এর মতো হলে নিম এতদিনে ৭-৮ টা প্রতিপক্ষ পেত আর এখন স্লট হারালেও সেটা টানা স্লট হারাবে না কারন নিম ঘুড়ে দাড়াতে জানে আর যখন অনু র বিপরীতে মিঠি এল তখন অনেক জন ট্রল করছিলো মিঠি পারবে না কিন্তু সেই মিঠি অনুর আর হোটেলের অল টাইম স্লট লিডার এর তকমা ভেঙেছে যার ফলশরুপ এখন প্রোডাকশন কে লিপ আনতে হচ্ছে সর্বশেষে একটায় কথা কেউ সারাজীবন স্লট লিড থাকে না নিম এখনো সসম্মানে ১বছর ১০ মাস চলছে আর চলবে”

Shares:

Related Posts

Serial

TRP List: কথা-র বাজিমাত! এগিয়ে এল গীতা এলএলবি-ও, ফুলকি-নিম ফুলের মধু কি পারল

আরজি করের মর্মান্তিক ঘটনার ছাপ অল্প হলেও, পড়েছে টিআরপি তালিকায়। দেখুন কে কাকে টক্কর দিয়ে এগিয়ে এল? সপ্তাহের বৃহস্পতিবার দিনটি আসা মানেই ধারাবাহিকের রেজাল্ট আউট। কে কাকে টেক্কা দিয়ে ১
সিরিয়াল

Anurager Chhowa Promo Latest Episode:  অর্জুন-দীপার বিয়ে দেখাতেই চটে লাল দর্শকরা….

অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি এখন বেশ টানটান একটি পর্যায় দাঁড়িয়ে আছে। আর হবে নাই বা কেন, যে জুটিকে নিয়ে গল্প শুরু হয়েছিল তাদের ভাঙন দেখানো হল যে। ইতিমধ্যেই জুনিয়র ইরার সঙ্গে
সিরিয়াল

মহারাজের জীবনের তৃতীয় ব্যক্তির প্রবেশ দেখে বলছেন বিরক্ত দর্শক!

নায়ক নায়িকার গল্পের মধ্যে রসায়ন যখন জমে আসবে তখনই নায়ক নায়িকার মধ্যে ঢুকে পড়বে তৃতীয় পক্ষ। সে হবে নায়কের প্রাক্তন প্রেমিকা অথবা নায়িকার প্রাক্তন প্রেমিক, এই দুটোর কোনটাই যদি না
Serial

চুরি- ডাকাতি খুন- জখম থেকে শ্লীলতাহানি, সব সমস্যার সমাধান করতে আসছে গীতা এলএলবি

ছোট পর্দায় নতুন ধারাবাহিকের আনাগোনা লেগেই রয়েছে। দিন কয়েক হল শুরু হয়েছে বেশ কিছু নতুন ধারাবাহিক। এবার উকিল ম্যাডাম গীতার জার্নি নিয়ে হাজির হচ্ছে স্টার জলসা। পঞ্চমীতেই স্টার জলসার মহা