নিউজপশ্চিমবঙ্গ

নির্লজ্জ, বিবেক ও মেরুদণ্ডহীন দেব!” চরম অসন্তুষ্ট নেটিজেনরা

Dev Trolled For Her Silence On RG Kar Case

আরজি কর কাণ্ডকে (RG Kar Case) কেন্দ্র করে তোলপাড় গোটা বাংলা। তরুণী চিকিৎসককে নির্মমভাবে হত্যা এবং ধর্ষণের কাণ্ডে শিউরে উঠেছে গোটা বিশ্ব। শাসকের ভূমিকায় অসন্তুষ্ট রাজ্যবাসী। এমতাবস্থায় শাসক ঘনিষ্ঠ অভিনেতা এবং অভিনেত্রীরাও পড়ছেন সাধারণের রোষে। রচনা ব্যানার্জী, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌরভ গাঙ্গুলীর পর এবার দেব (Dev)। তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে।

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করে চরম কটাক্ষের সম্মুখীন হলেন দেব। তাতে দেখা যাচ্ছে মরুভূমির মধ্যে একটি জিমে তিনি ওয়াক্যালেটরে ছুটে শরীর চর্চা করছেন। যদিও অন্যান্য সময়ের মতো দেবের এই ছবি দেখে মোটেই খুশি হননি তার ভক্তরা। বরং তার এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে বেজায় অসন্তুষ্ট তারা।

 

আরজি করের মহিলা চিকিৎসকের সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে তা কার্যত দুঃস্বপ্নের মত। ঘটনার এক সপ্তাহের পরেও এর রেশ কাটছে না সাধারণের মন থেকে। সেখানে দেবের এমন ক্যাজুয়াল পোস্ট দেখে বেশ অবাক হয়েছেন সকলে। কমেন্ট বক্সে কেউ লিখছেন, “বিবেকের সঙ্গে লজ্জা এভাবে বিসর্জন দিলেন?” কেউ লিখছেন, “খাদান বয়কট করব।” আবার কেউ লিখছেন, “নির্বাচনের আগে গরিবের বাড়িতে বসে ভাত খাচ্ছিলেন। এখন চুপ কেন? ওর মুখ থেকে ওর বক্তব্য শুনতে চাই।”

 

এখানেই শেষ নয়। দেবের কাছে উত্তর চেয়ে কেউ লিখছেন, “লজ্জাজনক। আপনার থেকে এই নীরবতা আশা করা যায় না।” কেউ লিখছেন, “আমি আপনার অনুরাগী এটা ভাবলেই লজ্জা হচ্ছে।” দেব কোনও মন্তব্য করেননি। তবে কমেন্ট বক্স অফ করে দেননি তিনি। এত নেগেটিভ কমেন্ট হলেও তিনি কোনও কমেন্ট মুছেও ফেলেননি।

 

উল্লেখ্য, দেব কিন্তু আগেই তার আসন্ন ‘খাদান’ সিনেমার টিজার রিলিজ পিছিয়ে দিয়েছেন। এই অশান্ত পরিস্থিতিতে তিনি ছবির প্রচার করতে রাজি নন। এতে তার প্রোডাকশন হাউসের ক্ষতি হবে। কিন্তু এতেও তার কোনও আপত্তি নেই। এমনটাই জানিয়েছেন অভিনেতা।

Shares:

Related Posts

More Info

এসির সাথে ফ্যান চালালে প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ হয় নাকি অন্য কিছু

কেউ কেউ মনে করেন এসির সাথে ফ্যান চালালে প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ হয়। আবার কারো মতে, এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হতে দীর্ঘ সময় লাগে। ফ্যান উপর থেকে গরম বাতাসকে
পশ্চিমবঙ্গ

আরজি কর: দুর্নীতির তদন্তে প্রশ্ন ১৫ জনকে

আরজি করের দুর্নীতি মামলার তদন্তে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ ১৫ জনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। তাঁদের বেশ কয়েকজনকে নিজাম প্যালেসে ডেকে দীর্ঘসময় ধরে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। রবিবারের অভিযানে বেশ কিছু
নিউজ

১ লা বৈশাখে আবহাওয়া কেমন থাকবে? 

রবিবার পয়লা বৈশাখ। আজ বাঙালি কেনাকাটিতেই ব্যস্ত থাকবে। গত দুদিন সেরম বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে (South Bengal)। বেড়েছে তাপমাত্রাও। আবহাওয়া দপ্তরের (Weather Department) পূর্বাভাস অনুযায়ী, এবার বদলাবে আবহাওয়া। আরও বাড়বে গরম।
Serial

চুরি- ডাকাতি খুন- জখম থেকে শ্লীলতাহানি, সব সমস্যার সমাধান করতে আসছে গীতা এলএলবি

ছোট পর্দায় নতুন ধারাবাহিকের আনাগোনা লেগেই রয়েছে। দিন কয়েক হল শুরু হয়েছে বেশ কিছু নতুন ধারাবাহিক। এবার উকিল ম্যাডাম গীতার জার্নি নিয়ে হাজির হচ্ছে স্টার জলসা। পঞ্চমীতেই স্টার জলসার মহা