IPLখেলা

বিশ্ব  রেকর্ড গড়লেন PBKS :

ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচে দর্শকদের পয়সা উশুল হয়ে গিয়েছে। ম্যাচের প্রথম বল থেকে টানটান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। শেষ হাসি অবশ্য হেসেছে পঞ্জাব কিংস, তবে তারা ম্যাচ জিতেই ক্ষান্ত থাকেনি, রেকর্ড তৈরি করেছে। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে তারা টি-২০ তে সবথেকে বেশি রান তাড়া করার রেকর্ড তৈরি করেছে।

ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ২৬২ রানের টার্গেট দেওয়ার পর মনে করা হয়েছিল KKR আরও একটা ম্যাচে জিততে চলেছে। কিন্তু তাদের সেগুড়ে বালি। জনি বেয়ারস্টো ফর্মে ফিরলেন ও দলকে জেতালেন। ১০৮ রানের একটা ইনিংস খেলে অপরাজিত রইলেন। বেয়ারস্টো ফর্মে ফেরার জন্য বেছে নিলেন এই একটা ম্যাচকেই আর সেই ম্যাচেই তিনি জিতিয়ে দিলেন দলকে। তবে তাঁরে সঙ্গত দিয়েছেন প্রভসিমরন সিং ও শশাঙ্ক সিং। প্রভসিমরন সিং করেন ৫৪ ও শশাঙ্ক সিং করেন ৬৮।

এক ম্যাচে উঠল ৫২৩। কোনও বোলারই সাফল্য পাননি বল হাতে। স্পিনার হোক বা পেসার সকলেই মার খেয়েছেন। তাই প্রথম ইনিংসে ২৬১ রান করার পরেও KKR বল হাতে লড়াই দিতে পারেনি। পঞ্জাব কিংস তাদের খারাপ সময় কাটিয়ে এই ম্যাচে শুধু কামব্যাকই করল না, বরং আট বল বাকি থাকতে তারা রান তাড়া করে জিতে গেল।

পুরোটাই শুরু হয় প্রভসিমরন সিংকে দিয়ে। মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি করে তিনি শুরুটা করেন। পাওয়ার প্লে-তে পঞ্জাব কিংস এক উইকেট হারিয়ে ৯৩ রান তোলে। এরপর জনি বেয়ারস্টো দলের হাল ধরেন। ইংল্যান্ডের এই প্লেয়ারকে থামানো যায়নি। মাত্র ৪৮ বলে তিনি ১০৮ রানের ইনিংস খেলেন। আটটা চার ও নয়টা ছক্কা মারেন তিনি পুরো ইনিংসে। এরপর শেষের দিকে ছিলেন শশাঙ্ক সিং। ২৮ বলে ৬৮ রান করেন তিনি।

কিংস২৬২কলকাতা নাইট রাইডার্সকলকাতা২০২৪রাজস্থান রয়্য়ালস২২৪কিংস ইলেভেন পঞ্জাবশারজাহ২০২০রাজস্থান রয়্যালস২২৪কলকাতা নাইট রাইডার্সকলকাতা২০২৪মুম্বই ইন্ডিয়ান্স২১৯চেন্নাই সুপার কিংসদিল্লি২০২১

তবে শুধু সর্বোচ্চ রান তা়ড়া করেই জেতায় নয়, এই ম্যাচে সবথেকে বেশি ছয় হল। গোটা ম্যাচে মোট ৪০ ওভারে ছয় হয় ৪২ টি। অর্থাৎ, প্রতি ওভারে একটিরও বেশি ছয়। এরআগে এই সংখ্যাটা ছিল ৩৮। এক ইনিংসে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড তৈরি হল। পঞ্জাব কিংসের ব্যাটিংয়ের সময় মোট ২৪টা ছয় মারল তারা। সব মিলিয়ে KKR-এর হারের ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি দেখা গেল।

ছোট থেকে খবরের প্রতি ভালোবাসাই সাংবাদিক হতে সাহায্য করেছে। ২০১৪ সাল থেকে সাংবাদিকতায় হাতেখড়ি। বড় ময়দানে ২০১৭ সালে। ETV ভারত, মাইক্রোসফট নিউজ ঘুরে এখন এই সময় ডিজিটালের হয়ে চার-ছয় মারছেন, কয়েকটা বাইসাইকেল কিকও হয়েছে। ফুটবল-ক্রিকেট-টেনিস থেকে অ্যাথলেটিক্স সহ খেলার দুনিয়ার সবকিছু দেখা ও তা নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসেন। অবসর সময়ের সঙ্গী বই। আর এক নেশা আবৃত্ত

Shares:

Related Posts

IPL

শেষ তিন বলে তিনটা ছক্কা খেয়ে  হাদিক বিপাকে পড়লেন :

রোহিতের সেঞ্চুরি৬১ বলে আইপিএলের দ্বিতীয় শতরান হাঁকালেন রোহিত শর্মা। তবে দুর্ভাগ্যবশত তিনি মুম্বইকে জেতাতে পারবেন না। গত ওভারে ১৯ রান উঠেছিল। মনে হচ্ছিল ম্যাচের শেষ ওভার পর্যন্ত লড়াই চলবে। কিন্তু
খেলা

T20 World Cup 2024:-

টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে বাদ একাধিক মহাতারকা? স্কোয়াডে অনেক চমক! জেনে নিন বিস্তারিত ভাবে। ICC T20 World Cup 2024, Team India Squad: টি-২০ বিশ্বকাপে সেরা দল পাঠাতে চাইছে ভারতীয় ক্রিকেট
খেলা

যশস্বী, শুভমন নয়! রোহিতের সঙ্গে ওপেন করবেন এই নির্বাসিত প্লেয়ার, ভুল শোধরাবে BCCI

2024 সালের T20 বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিনই বাকি রয়েছে। রোহিত শর্মার অধিনায়কত্বে খেলবে ভারতীয় দল। তবে টিম ইন্ডিয়ার হয়ে কোন কোন খেলোয়াড় মাঠে নামবেন তা এখনও পর্যন্ত
IPL

Ipl 2024,LSG vs DC Dream11 Top team:

পাওয়ার প্লেতে নিজের তৃতীয় ওভারের শুরুটা দুরন্ত এক বাউন্সারের মাধ্যমে করেছিলেন খলিল। প্রথম বলেই তীক্ষ্ণ বাউন্সারে দেবদূত পাড়িক্কালকে ব্যাকফুটে পাঠিয়ে দেন তিনি। ঠিক পরের ফুল লেংথ বলেই এলবি হন পাড়িক্কাল।