টলিউডবিনোদন

ভারতবর্ষ-কে ভুলবশত ‘বর্শে’ লিখে ফেলেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। আর তাতেই বিপত্তি

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে দিবসকে ভুলবশত ‘দিবেস’ আর ভারতবর্ষ-কে ভুলবশত ‘বর্শে’ লিখে ফেলেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। আর তাতেই বিপত্তি📌

সাধারণ মানুষ নয়,মধুমিতাকে ট্রোল করে বসেন অভিনেতা ঋদ্ধি সেন। সোশ্যাল মিডিয়া বানান ভুল ধরে তাঁকে অশিক্ষিত বলে আক্রণ করেন ঋদ্ধি📌

Serial

আর এমন আক্রণের পাল্টা জবাব দিতে ছাড়েননি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানান, “আর আমি আপনার শিক্ষা নিয়ে কোনও প্রশ্ন তুলব না ঋদ্ধি। কারণ, আমি সত্যিই আপনার বাবা-মাকে শ্রদ্ধা করি, রেশমি আন্টি খুব ভালো, আমার মা হয়েছিলেন BSB- (বোঝে না সে বোঝেনা-তে)। তাই আপনার শিক্ষা নিয়ে কথা বললে, আপব্রিংগিং (বড় হওয়া) কথা চলে আসে। তাই আপনি যতদূর গিয়েছেন, আমি ততটা নামতে চাই না।”

এছাড়াও ভিডিও শেয়ার করে জানান,”যাঁদের মনে হচ্ছে আমি দিবেস লিখেছি, আর ভারতবর্ষ বানান ভুল লিখেছি, কারণ আমি অশিক্ষিত, তাঁদের বলি, মোবাইলে টাইপ করার অপশান থাকে, সকলে তো আর বাংলায় টাইপ করতে অভ্যস্ত নয়। সকলে এবিসিডি-র মতো করে বাংলা টাইপ করতে পারেন না।

আর অনেকেই হত দেখে থাকবেন, এই অপশানে শ, ষ, পাশাপাশি থাকে। আবার যাঁরা দেখেছেন, তাঁরা নিশ্চয় এটাও দেখেছে, যে ভুলটা ইস্টাগ্রামে চটজলদি ঠিক হয়ে গেছে। তবে ফেসবুকে হয়নি। কারণ আমি নিজেই ফেসবুক খুব করি। তাই ইনস্টাগ্রামের ভুলটা খেয়াল করেছি, সঙ্গে সঙ্গেই মনে হয়েছে, এটা তো ভুল হয়ে গেছে, তাই ঠিক করে দিয়েছি।

তবে ফেসবুকের পোস্টটা দেখিনি। আর এটা তো আমি হাতে লিখিনি, টাইপ করেছি। তাই এটা টাইপো হয়েছে। তাতে যদি কারোর মনে হয় আমি অশিক্ষিত, তাহলে তাঁদের বলি, কী মানসিকতা থেকে পোস্ট করা হয়েছে সেটা জাজ করুন।

তবে আমি খুশি, কৃতজ্ঞ যে আমার জন্য আপনারা নিজের জীবনের এতটা মুহূর্ত, সময় নষ্ট করেছেন। তাই এটা টাইপো কি টাইপো নয়, সেটা ভাবার জন্য একটু বুদ্ধি খরচ করতে ইচ্ছে করেনি।

আর আপনাদের স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা, কারণ আপনাদেরও তো ট্রো*ল করার স্বাধীনতা রয়েছে। তাই চালিয়ে যান।”

Shares:

Related Posts

টলিউড

Kanchan-Sreemoyee: বিয়ের বছর ঘোরার আগেই এসেছে সন্তান, এবার দীক্ষা নিচ্ছেন কাঞ্চন-শ্রীময়ী, সংসার ছাড়ছেন নাকি?

প্রেমটা বহুদিনের তবে বিয়ে করেছেন মাত্র ১ বছর। আবার বিয়ের বছর ঘোরার আগেই বাবা-মা হয়ে গিয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। ছোট্ট কৃষভির বয়স এখন মাত্র আড়াই। এরই মাঝে নতুন
বিনোদন

বাবা হলে বুঝবি, বলতেন বাবা-মা…’ মেয়ে নবন্যার জন্মদিনে আবেগঘন পোস্ট জিতের

‘নিঃস্বার্থ সম্পর্ক কোনও ম্যাজিকের থেকে কম নয়…’ মেয়ের জন্মদিনে স্যোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট জিতের। টলিউড সুপারস্টার মেয়ে এবার ১২ বছর পূর্ণ করল। ছোট্ট নবন্যার জন্মের সঙ্গে সঙ্গে কীভাবে বদলে গিয়েছিল
Serial

নিম ফুলে বারবার সেম কাহিনী দেখানো হয় এর প্রতিবাদ করে লিখলেন এক দর্শক!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধুর থেকে প্রতিপক্ষ ধারাবাহিক অনেক বেশি ভালো হয় এমন দাবি করে নিম ফুলের মধুর কিছু সমালোচনা করেন একজন দর্শক এর আগে একবার দেখানো
বিনোদন

TV in Local Train: বাংলার লোকাল ট্রেনে টিভি, মন ভালো করা বিনোদন! চলছে কার্টুন, আর কী কী থাকছে?

একঘেয়ে সফর আর নয়। লোকাল ট্রেনে চলছে টিভি। চলছে কার্টুন। শৈশবে ফিরছেন অফিসযাত্রীরা। 1/5ব্যান্ডেল থেকে হাওড়া লোকাল ট্রেন। রোজকার কর্মস্থলে যাওয়া। কিংবা কলকাতায় অফিস সেরে ক্লান্ত শরীরে ব্যান্ডেলগামী লোকাল ট্রেনে