খেলাভাইরাল

ভারতের টি২০ দল ঘোষিত, ৪৩১ দিন পর ভারতের জার্সিতে নামবেন শামি

মহম্মদ শামি

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারত। দলে ফিরেছেন মহম্মদ শামি। ৪৩১ দিন পরে ইডেন গার্ডেন্সে প্রত্যাবর্তন হবে বাংলার পেসারের।

নজর ছিল মহম্মদ শামির দিকে। ভারতীয় দলে তিনি ফিরতে পারবেন কি না সে দিকেই নজর রেখেছিলেন সকলে। শেষ পর্যন্ত ফিরলেন শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ জনের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারত। শেষ বার ২০২৩ সালের ১৯ নভেম্বর ভারতের জার্সিতে খেলেছিলেন শামি। ৪৩১ দিন পরে ইডেন গার্ডেন্সে প্রত্যাবর্তন হতে পারে বাংলার পেসারের।

ইংল্যান্ডের বিরুদ্ধে ২২ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত। কলকাতার ইডেন গার্ডেন্সে হবে সেই খেলা। সেখানেই প্রথম একাদশে দেখা যেতে পারে শামিকে। চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন শামি। বাংলার হয়ে রঞ্জি, সৈয়দ মুস্তাক আলি টি২০ ও বিজয় হজারে ট্রফি খেলেছেন তিনি। এ বার ভারতের কুড়ি-বিশের দলে ফিরলেন তিনি।

মহম্মদ শামি
মহম্মদ শামি

ফিটনেস নিয়ে আর সমস্যা নেই শামির। আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামার জন্য প্রস্তুত দেশের অন্যতম সেরা জোরে বোলার। ফিটনেস সমস্যার কারণে শেষ পর্যন্ত বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় যেতে পারেননি শামি। গোড়ালির চোট সারিয়ে বাংলার হয়ে রঞ্জি ট্রফি-সহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় খেললেও ফিটনেস নিয়ে সমস্যা ছিল তাঁর। পাঁচ দিনের ম্যাচ খেলার ধকল নেওয়ার মতো অবস্থায় ছিলেন না তিনি। তা ছাড়া বাংলার হয়ে খেলতে নেমে হাঁটুতে হালকা চোটও পেয়েছিলেন। তাই শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় শামিকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ড কর্তারা এবং জাতীয় নির্বাচকেরা তাড়াহুড়ো না করে শামিকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সময় তরতাজা ভাবে পেতে চেয়েছিলেন। সেই প্রতিযোগিতার দল ঘোষণার আগে শামি এনসিএর ছাড়পত্র পেয়ে যাওয়ায় স্বস্তি পেয়েছেন অজিত আগরকরেরা। তাই তাঁকে ইংল্যান্ড সিরিজ়ের দলে নেওয়া হয়েছে।

শামির ফেরার মতোই চমক ঋষভ পন্থের দলে না থাকা। প্রথম উইকেটরক্ষক হিসাবে নেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে। তিনি ফর্মে রয়েছেন। দ্বিতীয় উইকেটরক্ষক ধ্রুব জুরেল। জিতেশ শর্মার বদলে নেওয়া হয়েছে তাঁকে। রমনদীপ সিংহের বদলে টি-টোয়েন্টি দলে ফিরেছেন নীতীশ রেড্ডি। নেই শিবম দুবে। চোটের কারণে বাদ পড়েছেন রিয়ান পরাগ।

Shares:

Related Posts

ভাইরাল

আজকের দিনের সবথেকে সেরা পাঁচটি চুটকি

দিনের সবথেকে সেরা ৫ টি জোকস! নিজে পড়ুন নিজেও হাসুন এবং অপরকে ও হাসান। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে হয়ে যান চুটকি-চ্যাম্প। Viral Jokes: দিনের ক্লান্তি কাটিয়ে ফেলুন মনখুলে হেসে। সারা দিনের কাজের
IPL

KKR: রোহিত নয়, মুম্বইয়ের আরেক তারকা ক্রিকেটারকে নেতৃত্বের প্রস্তাব দিল কেকেআর?

আগের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব খুইয়েছেন রোহিত শর্মা। তাঁর বদলে অধিনায়ক করা হয় হার্দিক পাণ্ডিয়াকে।‌ প্রাক্তন এবং বর্তমানের মনোমালিন্যের প্রভাব পড়ে দলের পারফরমেন্সে। প্লে অফ দূর অস্ত, লাস্টবয় হয় মুম্বই।
পশ্চিমবঙ্গ

প্রবল গরমের পরে বৃষ্টি নামতে চলেছে পশ্চিমবঙ্গে :

দিনদশেকের মধ্যে কি কোনও ঘূর্ণিঝড় আছড়ে পড়বে? ভারতীয় মৌসম ভবনের তরফে মে'র প্রথম দু'সপ্তাহের যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে ঘূর্ণিঝড়ের কোনও সম্ভাবনা আছে বলে আপাতত জানানো হয়নি। আপাতত দুটি
IPL

MI vs CSK DREAM 11 PREVIEW:

রবিবাসরীয় সন্ধ্যায় আরব সাগরের তীরে আইপিএলের দুই সফলতম দলের দ্বৈরথ। রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ৫ বার করে আইপিএল খেতাব জিতেছে।যদিও দুজনের