Businessesভাইরাল

ভেঙে গুঁড়িয়ে দিয়েছে নাগার্জুনার স্থাপনার একাংশ, মুখ খুললেন অভিনেতা

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার নাগার্জুনার ‘এন কনভেনশন সেন্টার’ ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে হায়দরাবাদের ডিজাস্টার রেসপন্স অ্যান্ড অ্যাসেটস মনিটরিং প্রোটেকশন (এইচওয়াইডিআরএএ)। গত ২৩ আগস্ট কনভেনশন সেন্টারের একাংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, নাগার্জুনার ‘এন কনভেনশন সেন্টারটি’ ১০ একর জায়গার নিয়ে গড়ে উঠেছে। অভিযোগ রয়েছে, থিমিডকুন্তা লেকের ১.১২ একর জমি ভরাট এবং বাফার জোন থেকে ২ একর জমি দখল করে সেন্টারটি নির্মাণ করেছেন নাগার্জুনা। অবৈধ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ অভিনেতার সেন্টার ভেঙে ফেলার পদক্ষেপ নেয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কনভেনশন সেন্টারের কিছু অংশ ভাঙার পর হাই কোর্টের নির্দেশে তা আপাতত স্থগিত রয়েছে।

এ বিষয়ে নাগাজুর্না তার মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছেন। তাতে এ অভিনেতা লেখেন, “আদালতের স্টে অর্ডার থাকার পরও ‘এন কনভেনশন’ সেন্টার ভাঙার কাজটি খুবই বেদনাদায়ক। আমি কোনো অন্যায় করিনি। তাই সুনাম রক্ষার জন্য এই বিবৃতি দিচ্ছি।”

অবৈধ জমিতে কনভেনশন সেন্টার তৈরি করা হয়নি। এ তথ্য উল্লেখ করে নাগার্জুনা লেখেন, ‘আমি অবৈধ কোনো জমির ওপরে কোনোরকম ভবন তৈরি করিনি। এটা ব্যক্তিগত জমিতে তৈরি করা হয়েছে। এটি না ভাঙার জন্য আদালতের স্টে অর্ডার রয়েছে। এটি পরিষ্কার করে বলতে চাই, ভুল তথ্যের ভিত্তিতে এটি ভাঙা হয়েছে। এটি যে ভেঙে ফেলা হবে তারও কোনো নোটিস আজ (২৪ আগস্ট) সকালে আমাকে দেওয়া হয়নি।’

মানুষের কাছে ভুল তথ্য ছড়ানো হচ্ছে জানিয়ে নাগার্জুনা লেখেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে দেশের আইন মান্য করি। এটি ভাঙার বিষয়ে রায় স্থগিত রয়েছে। আদালতের রায় যদি আমার বিরুদ্ধে যেত, তবে আমি এটি ভেঙে ফেলার পদক্ষেপ নিতাম। আমার বিরুদ্ধে ভুল তথ্য মানুষের কাছে ছড়ানো হচ্ছে।’

Shares:

Related Posts

ভাইরাল

“যৌনাঙ্গে ইঁদুর ছেড়ে দিয়ে…!” আরজি কর কাণ্ডে বিস্ফোরক শুভশ্রী-শ্রাবন্তী

আরজি কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের উপর নারকীয় অত্যাচার চালিয়ে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ঘটনার পর পেরিয়ে গিয়েছে প্রায় ১১ টি দিন। অথচ এখনো বিচার অধরা। নির্যাতিতার বিচার চেয়ে
ভাইরাল

দীর্ঘ ২০ বছর পর মল্লিকাকে কাছে পেয়ে কী করলেন ইমরান হাশমি

২০০৪ থেকে ২০২৪। 'মার্ডার'-এর পর দীর্ঘ ২০ বছর কেটে গেছে।  আনন্দ পণ্ডিতের মেয়ের রিসেপশনে একসঙ্গে দেখা গেল ইমরান হাশমি-মল্লিকা শেরাওয়াত। পাপারাৎজির ক্যামেরার সামনে একে অপরের সঙ্গে পোজও দিলেন। মল্লিকার কোমরে
নিউজ

১ লা বৈশাখে আবহাওয়া কেমন থাকবে? 

রবিবার পয়লা বৈশাখ। আজ বাঙালি কেনাকাটিতেই ব্যস্ত থাকবে। গত দুদিন সেরম বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে (South Bengal)। বেড়েছে তাপমাত্রাও। আবহাওয়া দপ্তরের (Weather Department) পূর্বাভাস অনুযায়ী, এবার বদলাবে আবহাওয়া। আরও বাড়বে গরম।
Businesses

পেমেন্টস ব্যাংকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ম মেনে চলার গুরুত্ব বাড়িয়ে

আইন মেনে চলা জরুরি ৷ পেটিএম পেমেন্টস ব্যাংকের (পিপিবিএল) বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে আরবিআই ৷ তার এই পদক্ষেপ নিয়ম মেনে চলার গুরুত্বের দিকে ফিনটেক সংস্থাগুলির দৃষ্টি আকর্ষণ করেছে বলে জানালেন কেন্দ্রীয়