Businessesভাইরাল

ভেঙে গুঁড়িয়ে দিয়েছে নাগার্জুনার স্থাপনার একাংশ, মুখ খুললেন অভিনেতা

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার নাগার্জুনার ‘এন কনভেনশন সেন্টার’ ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে হায়দরাবাদের ডিজাস্টার রেসপন্স অ্যান্ড অ্যাসেটস মনিটরিং প্রোটেকশন (এইচওয়াইডিআরএএ)। গত ২৩ আগস্ট কনভেনশন সেন্টারের একাংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, নাগার্জুনার ‘এন কনভেনশন সেন্টারটি’ ১০ একর জায়গার নিয়ে গড়ে উঠেছে। অভিযোগ রয়েছে, থিমিডকুন্তা লেকের ১.১২ একর জমি ভরাট এবং বাফার জোন থেকে ২ একর জমি দখল করে সেন্টারটি নির্মাণ করেছেন নাগার্জুনা। অবৈধ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ অভিনেতার সেন্টার ভেঙে ফেলার পদক্ষেপ নেয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কনভেনশন সেন্টারের কিছু অংশ ভাঙার পর হাই কোর্টের নির্দেশে তা আপাতত স্থগিত রয়েছে।

এ বিষয়ে নাগাজুর্না তার মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছেন। তাতে এ অভিনেতা লেখেন, “আদালতের স্টে অর্ডার থাকার পরও ‘এন কনভেনশন’ সেন্টার ভাঙার কাজটি খুবই বেদনাদায়ক। আমি কোনো অন্যায় করিনি। তাই সুনাম রক্ষার জন্য এই বিবৃতি দিচ্ছি।”

অবৈধ জমিতে কনভেনশন সেন্টার তৈরি করা হয়নি। এ তথ্য উল্লেখ করে নাগার্জুনা লেখেন, ‘আমি অবৈধ কোনো জমির ওপরে কোনোরকম ভবন তৈরি করিনি। এটা ব্যক্তিগত জমিতে তৈরি করা হয়েছে। এটি না ভাঙার জন্য আদালতের স্টে অর্ডার রয়েছে। এটি পরিষ্কার করে বলতে চাই, ভুল তথ্যের ভিত্তিতে এটি ভাঙা হয়েছে। এটি যে ভেঙে ফেলা হবে তারও কোনো নোটিস আজ (২৪ আগস্ট) সকালে আমাকে দেওয়া হয়নি।’

মানুষের কাছে ভুল তথ্য ছড়ানো হচ্ছে জানিয়ে নাগার্জুনা লেখেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে দেশের আইন মান্য করি। এটি ভাঙার বিষয়ে রায় স্থগিত রয়েছে। আদালতের রায় যদি আমার বিরুদ্ধে যেত, তবে আমি এটি ভেঙে ফেলার পদক্ষেপ নিতাম। আমার বিরুদ্ধে ভুল তথ্য মানুষের কাছে ছড়ানো হচ্ছে।’

Shares:

Related Posts

নিউজ

নির্লজ্জ, বিবেক ও মেরুদণ্ডহীন দেব!” চরম অসন্তুষ্ট নেটিজেনরা

Dev Trolled For Her Silence On RG Kar Case আরজি কর কাণ্ডকে (RG Kar Case) কেন্দ্র করে তোলপাড় গোটা বাংলা। তরুণী চিকিৎসককে নির্মমভাবে হত্যা এবং ধর্ষণের কাণ্ডে শিউরে উঠেছে গোটা
বিনোদন

TV in Local Train: বাংলার লোকাল ট্রেনে টিভি, মন ভালো করা বিনোদন! চলছে কার্টুন, আর কী কী থাকছে?

একঘেয়ে সফর আর নয়। লোকাল ট্রেনে চলছে টিভি। চলছে কার্টুন। শৈশবে ফিরছেন অফিসযাত্রীরা। 1/5ব্যান্ডেল থেকে হাওড়া লোকাল ট্রেন। রোজকার কর্মস্থলে যাওয়া। কিংবা কলকাতায় অফিস সেরে ক্লান্ত শরীরে ব্যান্ডেলগামী লোকাল ট্রেনে
মহম্মদ শামি
খেলা

ভারতের টি২০ দল ঘোষিত, ৪৩১ দিন পর ভারতের জার্সিতে নামবেন শামি

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারত। দলে ফিরেছেন মহম্মদ শামি। ৪৩১ দিন পরে ইডেন গার্ডেন্সে প্রত্যাবর্তন হবে বাংলার পেসারের। নজর ছিল মহম্মদ শামির দিকে। ভারতীয় দলে তিনি ফিরতে
টলিউড

Kanchan-Sreemoyee: বিয়ের বছর ঘোরার আগেই এসেছে সন্তান, এবার দীক্ষা নিচ্ছেন কাঞ্চন-শ্রীময়ী, সংসার ছাড়ছেন নাকি?

প্রেমটা বহুদিনের তবে বিয়ে করেছেন মাত্র ১ বছর। আবার বিয়ের বছর ঘোরার আগেই বাবা-মা হয়ে গিয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। ছোট্ট কৃষভির বয়স এখন মাত্র আড়াই। এরই মাঝে নতুন