নিউজপশ্চিমবঙ্গ

ভোটের আগে রাজ্যে আসছে আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী : Lok Sabha Election 2024

Lok Sabha Election: প্রথম দফা ভোটের (Lok Sabha Election 2024) আগে রাজ্যে আসছে আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, অবাধ ও স্বচ্ছ ভোটের জন্য স্বরাষ্ট্র মন্ত্রককে বাংলায় আরও বাহিনী পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন (Election Commission of India) এই ১০০ কোম্পানি বাহিনীর মধ্য়ে রয়েছে ৫৫ কোম্পানি সিআরপিএফ ও ৪৫ কোম্পানি বিএসএফ। রাজ্যে এই মুহূর্তে রয়েছে ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নতুন বাহিনী আসায়, সব মিলিয়ে ১৯ এপ্রিল প্রথম দফা ভোটের আগেই রাজ্যে থাকছে ২৭৭ কোম্পানি বাহিনী।

আবারও বেফাঁস উদয়ন গুহ (Udayan Guha)। দিনহাটায় (Dinhata) তৃণমূলের (TMC) কর্মিসভায় ফের বিতর্কিত মন্তব্য করলেন উদয়ন গুহ। তাঁর কথায়, সরকারি সুবিধা নিলে ভোট দিতে হবে তৃণমূলকেই। তৃণমূলকে ভোট না দিলে জুটবে ‘দুয়ারে প্রহার’ (Duare Prohar) প্রকল্প। উদয়ন গুহর এই মন্তব্যের পরই রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। যদিও পাল্টা ‘সাফাই’ গেয়েছেন উদয়ন গুহ। তবে তাঁকে ও ঘাসফুল শিবিরকে তীক্ষ্ম সমালোচনায় বিঁধতে ছাড়েনি প্রতিপক্ষ পদ্ম ব্রিগেড।

রবিবার দিনহাটা (Dinhata) শহরের ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের (TMC) এক কর্মিসভার আয়োজন করা হয়। পুরভোটকে (Municipal Election 2022) সামনে রেখে এই কর্মিসভার আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেখানেই দলীয় কর্মীদের একপ্রকার হুমকি দিতে শোনা যায় উদয়ন গুহকে (Udayan Guha)। তিনি বলেন,”রাজ্য সরকার মায়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। মায়েদের তো কিছু বলা যায় না, তবে পুরুষদের জন্য বেসরকারিভাবে পুরসভার নারায়ণের ভান্ডার রয়েছে। নারায়ণের ভান্ডারের সুযোগ নিয়ে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে, তাহলে তাদের জন্য নতুন একটি প্রকল্প চালু করা হবে হবে। তা হল দুয়ারে প্রহার (Duare Prohar)। সেটা যেন মাথায় থাকে।” পুর নির্বাচনের আগে তৃণমূল নেতা উদয়ন গুহর এই মন্তব্যকে ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানউতর শুরু হয়ে গিয়েছে।

যদিও Zee ২৪ ঘণ্টার তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে উদয়ন গুহ (Udayan Guha) দাবি করেন, “সেভাবে আমি বলিনি। আমি আমার কর্মীদের বলেছি। অনেকেই নারায়ণ ভান্ডারের সুযোগ নিয়েছে। এখন নারায়ণ ভান্ডার বলে তো সরকারি কোনও সুবিধা নেই। কিন্তু সরকারি সুযোগ সুবিধা, পুরসভার সুযোগ সুবিধা কর্মীদের দিয়েছি। আমাদের কর্মীদের বলেছি, যাঁরা বছরের পর বছর দলের কাছ থেকে সুবিধা নিয়েছেন, পুরসভার কাছ থেকে সুবিধা নিয়েছেন, পুরভোটের (Municipal Election 2022) সময় যদি তাঁরা বিশ্বাসঘাতকতা করেন, তবে তাঁদের জন্য আরেকটা নতুন প্রকল্প চালু হতে পারে, সেটা হচ্ছে দুয়ারে প্রহার (Duare Prohar)। আমি আমার কর্মীদের বলেছি। আর সেটা আমি উল্লেখও করে দিয়েছিলাম। এটার মধ্যে বাইরের লোকের তো কিছ

অন্যদিকে উদয়ন গুহর এই বিতর্কিত মন্তব্যের পরই পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি (BJP) নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন. “উদয়ন গুহকে (Udayan Guha) অনেক ধন্যবাদ। কারণ এই সহজ, সরল সত্যটা ঠিক তৃণমূলী লাইনে মানুষের সামনে উপস্থিত করেছেন। এটাই তৃণমূল কংগ্রেস। ১১ বছর রাজত্ব করার পরেও তারা পশ্চিমবঙ্গ সরকার হয়ে উঠতে পারেনি, তৃণমূল কংগ্রেস সরকার হয়ে থেকে গিয়েছে। তারা মনে করে এখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখানে কোনও মুখ্যমন্ত্রী নেই, যিনি আছেন, তিনি রাজতন্ত্রের প্রতিভূ হয়ে আছেন। তাই যাঁরা যাঁরাই তাঁর অনুদান নেবেন, কৃপাধন্য হবেন, তাঁদের ভোট দিতে হবে। তাঁদের আনুগত্য দেখাতে হবে। আনুগত্য-ই প্রথম ও আনুগত্য-ই শেষ। এভাবেই পশ্চিমবঙ্গে বিধানসভায় ভোট হয়েছে। সমস্ত ভোটেই তৃণমূলীরা দরজায় দরজায় গিয়ে বলেন, যদি আমাদের ভোট না দাও, তাহলে সরকারি সমস্ত প্রকল্প থেকে তোমরা বঞ্চিত

Shares:

Related Posts

দেশ ও বিদেশ

সৌর ঝড় ২০২৫

    পৃথিবী-চাঁদ-মঙ্গল একসঙ্গে উত্তাল হয় ভয়াবহ সৌরঝড়ে, ২০২৫ সালে কি পৃথিবী ধ্বংস হতে চলেছে ? পৃথিবীর বুকে শনি বা রবিবার আছড়ে পড়তে পারে ভয়াবহ সৌরঝড়, এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন
IPL

PBKS vs RR Dream 11 top team:

চোট পেয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলছেন না শিখর ধবন। পাঞ্জাব কিংসের নেতৃত্বে স্যাম কারান। টস জিতে ফিল্ডিং করছে রাজস্থান রয়্যালস। আইপিএল (IPL 2024) এখনও মাঝপর্বও পেরোয়নি। মুল্লাপুরের বাইশ গজ নিয়ে
সোনার দাম এই মাসে ক্রমশই কমছে সোনার দাম গত কয়েকদিনে বেশ কমেছিল আজও অনেকটাই কমেছে সোনার দাম মূল্যবান ধাতু হল সোনা যতই সোনা কেনা হবে সম্পদ ততই বাড়তে থাকে এই কারণে বরাবরই সোনার চাহিদা বেশি থাকে অনেকেই সোনার দামের Gold Price উপর নির্ভর করে সোনা কেনেন আসুন কলকাতায় সোনার দাম কত সেটি আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক কলকাতায় সোনার দাম Gold Price in Kolkata কলকাতায় বৃহস্পতিবার দিন প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৬৮০ টাকা বুধবার দিন প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৭১০ টাকা WhatsApp এ যুক্ত হন👉 Join Now Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now কলকাতায় বৃহস্পতিবার দিন প্রতি গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম Gold Price ছিল ৭ হাজার ২৮৭ টাকা বুধবার দিন প্রতি গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭ হাজার ৩২০ টাকা ছিল সোজা দাঁত এবং একটি তুষার সাদা হাসি একটি খুব সহজ উপায় Advertisement এতে দ্রুত রক্তনালী পরিষ্কার হবে রক্তচাপ 12080 এর বেশি হবে না Advertisement যদি আপনার রক্তচাপ 14090 এর বেশি হয় তবে আপনাকে 1 চা চামচ খেতে হবে Advertisement বাড়িতে রক্তনালী পরিষ্কার করা এক সেকেন্ডের মধ্যে রক্তনালী পরিষ্কার হবে রক্তচাপ স্বাভাবিক হবে বৃহস্পতিবার দিন ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ছিল ৬৬ হাজার ৮০০ টাকা বুধবার দিন ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ছিল ৬৭ হাজার ১০০ টাকা বৃহস্পতিবার দিন ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম Gold Price ছিল ৭২ হাজার ৮৭০ টাকা বুধবার দিন ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৭৩ হাজার ২০০ টাকা ছিল চলতি অগস্ট মাসে সোনা অনেকটাই সস্তা হয়েছিল এই মাসের শুরুতে অনেকটাই কমেছিল সোনার দাম কলকাতায় গত ৭ই অগস্ট ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৬ হাজার ৩৫০ টাকা ছিল সেদিন ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬ হাজার ৯২৭ টাকা ছিল
নিউজ

Gold Price Today : আরও কমে গেল সোনার দাম! আজ কলকাতায় দাম কত?

সোনার দাম এই মাসে ক্রমশই কমছে। সোনার দাম গত কয়েকদিনে বেশ কমেছিল। আজও অনেকটাই কমেছে সোনার দাম। মূল্যবান ধাতু হল সোনা। যতই সোনা কেনা হবে সম্পদ ততই বাড়তে থাকে। এই
IPL

MI vs PBKS DREAM11 PREDICTION

অতীতেও আইপিএলে খুবই মন্থর শুরু হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গিয়ার শিফ্ট করে ঘুরেও দাঁড়িয়েছে। সে সময় ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে পাঁচ বার আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। এ মরসুমে রোহিতকে