নিউজপশ্চিমবঙ্গ

ভোর রাতে ট্রাকের ধাক্কায় মৃত্যু  ৯ জনের:

ভোররাত ৩ টে নাগাদ ভ্যান ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটে গেল রাজস্থানের ঝালোয়ারে। পুলিশ জানিয়েছে ভ্যান আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। গোটা ঘটনায় আতঙ্কের রেশ এলাকায়।

রবিবার ভোররাত ৩ টে নাগাদ ভোপাল-ঝালোয়ার হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে যায়। পুলিশ জানিয়েছে, ১০ জনকে নিয়ে ওই ভ্যান যাচ্ছিল রাস্তা দিয়ে। ভোররাতে ওই ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে যায় ট্রাকের। জানা গিয়েছে বিয়েবাড়ি থেকে ফিরছিল ভ্যানটি। ভ্যানে যাঁরা ছিলেন তাঁরা সকলেই বিয়েবাড়ি থেকে আসছিলেন।

আকলেরা পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার সন্দীপ বিষ্ণোই জানিয়েছেন, মধ্যপ্রদেশে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল ভ্যানটি। ভ্যানে চড়েছিলেন ১০ জন। আর ভোররাতে সেই ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় ট্রাকের। মুহূর্তে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অনেকে। পুলিশ জানিয়েছে, ট্রাক ভুল দিক দিয়ে আসছিল। তার কারণেই এই দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা ট্রাকটি ভোররাতে ওই ভ্যানকে ধাক্কা মারে বলে জানিয়েছে পুলিশ।

এনএইচ ৫২ তে এই দুর্ঘটনার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পরই স্থানীয়রা সেখানে দৌড়ে যান। আহত অবস্থায় অনেককেই হাসপাতালে নিয়ে যান তাঁরা। তবে হাসপাতালে নিয়ে যেতেই ৯ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে ১ জন গুরুতর আহত ছিলেন। তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

Shares:

Related Posts

IPL

PBKS vs MI DREAM11 TOP TEAM:

আশুতোষ শর্মার দুরন্ত লড়াই সত্ত্বেও ১৮৩ রানে অল আউট হয়ে গেল পাঞ্জাব কিংস। ৯ রানে রুদ্ধশ্বাস ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স। মোড় ঘোরানো উইকেটপাঞ্জাবকে জয়ের দোরগোড়ায় এনে দিয়েছেন। কিন্তু ম্যাচ শেষ
পশ্চিমবঙ্গ

BJP Bangla Bandh: বিজেপির ডাকে ১২ ঘণ্টার বাংলা বন‍্‍ধ! জেলায় জেলায় অবরোধ

বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধে প্রভাব পড়ল ট্রেন চলাচলে। বুধবার সকাল থেকেই জেলায় জেলায় একাধিক স্টেশনে লোকাল ও দূর পাল্লার ট্রেন অবরোধ (BJP Bangla Bandh) করেছেন বিজেপির কর্মী ও
দেশ ও বিদেশ

সৌর ঝড় ২০২৫

    পৃথিবী-চাঁদ-মঙ্গল একসঙ্গে উত্তাল হয় ভয়াবহ সৌরঝড়ে, ২০২৫ সালে কি পৃথিবী ধ্বংস হতে চলেছে ? পৃথিবীর বুকে শনি বা রবিবার আছড়ে পড়তে পারে ভয়াবহ সৌরঝড়, এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন
নিউজ

BJP ফ্লেক্সি পুড়িয়ে দেওয়ার অভিযোগ TMC ওপর:

নির্বাচনী প্রচার একেবারে শেষ লগ্নে। জোর কদমে চলছে প্রস্তুতি। আগামীকাল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। প্রথম দফার নির্বাচন হবে ৩ কেন্দ্রে। তার আগে ২ জায়গায় বিজেপির নির্বাচনী কার্যালয়ে পোস্টার ছিঁড়ে