সিরিয়াল

মহারাজের জীবনের তৃতীয় ব্যক্তির প্রবেশ দেখে বলছেন বিরক্ত দর্শক!

নায়ক নায়িকার গল্পের মধ্যে রসায়ন যখন জমে আসবে তখনই নায়ক নায়িকার মধ্যে ঢুকে পড়বে তৃতীয় পক্ষ। সে হবে নায়কের প্রাক্তন প্রেমিকা অথবা নায়িকার প্রাক্তন প্রেমিক, এই দুটোর কোনটাই যদি না হয় তাহলে দেখা যাবে নায়কের মৃত স্ত্রী কবর থেকে উঠে জ্যান্ত চলে এসেছে ধারাবাহিকে।

আসলে গল্পের মধ্যে তৃতীয় ব্যক্তির ইম্পরট্যান্ট টা অনেক বেশি থাকে কারণ তৃতীয় ব্যক্তি নায়ক-নায়িকাকে ফিল করায় তারা একে অপরের প্রতি কতটা ডেডিকেটেড।

তৃতীয় ব্যক্তি আসার পর নায়ক বা নায়িকার মধ্যে একটা ক্লোজ মোমেন্ট আসে কখনো বা দেখা যায় তৃতীয় ব্যক্তি আসার পর নায়ক বা নায়িকার মধ্যে কেউ ফিল করে, তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে।

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক উড়ানেও চলে এসেছে তৃতীয় ব্যক্তি। নায়ক মহারাজ যখন গ্রামের বাড়িতে যায় সেখানে আলাপ হয় মহারাজের বন্ধু মাধুরীর সাথে। মাধুরী প্রথম থেকেই মহারাজ কী খেতে ভালোবাসে কী খেতে ভালোবাসে না এগুলো নিয়ে বড্ড বেশি নিজের ভাবনা-চিন্তা প্রকাশ করতে শুরু করে মহারাজের স্ত্রী পূজারিণীর কাছে।

মহারাজ যদিও পারত পক্ষে এড়িয়ে চলে মাধুরীকে। সম্প্রতি দেখা যাচ্ছে যে মাধুরী মহারাজদের কলকাতার বাড়িতে এসেছে এবং তারপর কলিংবেল বাজলে মহারাজ এসেছে বলে সে দরজাটা খুলতে যায়।

তখন পূজারিণী তাকে আটকে বলে যে বাড়িতে কোন গেস্ট এলে ক্ষনিকের আসা অতিথিকে দরজা খুলতে নেই কারণ তুমি তো অল্প কিছুদিনের জন্য এসেছো। ধারাবাহিকে মাধুরী আসার পর থেকে ইনসিকিওর ফিল করছে পূজারিণী। অন্যদিকে একজন দর্শক লিখেছেন যে, যত তাড়াতাড়ি হোক এই আপদ টাকে বিদায়

করা হোক।

Shares:

Related Posts

Serial

অনুরাগের পর সর্বোচ্চ টিআরপি দেওয়া সিরিয়াল নিম তাই তাকে দূর্বল ভাবা বোকামি!-নিম ভার্সেস উড়ান টক্কর

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। বরাবর এই ধারাবাহিক টি আর পিতে ভালো ফল করেছে, কিন্তু সম্প্রতি এই ধারাবাহিককে নিয়ে প্রতিপক্ষ চ্যানেলের কিছু ভক্তদের সাথে ঝামেলা বেঁধেছে। প্রতিপক্ষ চ্যানেলের
Serial

রাতে শুটিং সেরে ফেরার পথে গাড়ি দুর্ঘটনা! এখন কেমন আছেন কথা সিরিয়ালের A V?

শুক্রবার রাতে শুটিং সেরে অ্যাপ ক্যাবে বাড়ি ফিরছিলেন সাহেব ভট্টাচার্য। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারে। শুক্রবার শহরের রাজপথে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়ির কাচ ভাঙেন এক বাইক
Serial

NEW POST : অনুরাগের ছোঁয়া, হাড্ডাহাড্ডি লড়াই ফুলকি-পর্ণার

এসে গেল আরও একটি বৃহস্পতিবার। আর দিনটিতেই বাংলা সিরিয়ালের ভাগ্য নির্ধারণ হয়। কোন ধারাবাহিক প্রথম পাঁচ থেকে ছিটকে গেল বা কোন সিরিয়ালের ভাগ্যের চাকা ঘুরল তারই বিচার হয় লক্ষ্মীবারে। নম্বরের
সিরিয়াল

যা প্রমো দিল এতে অতল জলে সুদীপার সংসার নয়, অনুরাগ এবার সত্যিই তলিয়ে যাবে!-অনুরাগের ছোঁয়া

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিক একসময় বঙ্গ সেরা থাকলেও বর্তমানে এই ধারাবাহিকের গল্প দেখে রীতিমত বিরক্ত দর্শক। ধারাবাহিকে যখনই নায়ক-নায়িকার মধ্যে মিল হওয়ার এতটুকু সম্ভাবনা তৈরি হয়