in

“যৌনাঙ্গে ইঁদুর ছেড়ে দিয়ে…!” আরজি কর কাণ্ডে বিস্ফোরক শুভশ্রী-শ্রাবন্তী

#image_title

আরজি কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের উপর নারকীয় অত্যাচার চালিয়ে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ঘটনার পর পেরিয়ে গিয়েছে প্রায় ১১ টি দিন। অথচ এখনো বিচার অধরা। নির্যাতিতার বিচার চেয়ে দফায় দফায় চলছে প্রতিবাদ। এই মর্মে টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) একটি পোস্ট করেন। একই পোস্ট করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীও (Srabanti Chatterjee)।

ধর্ষণের উপযুক্ত শাস্তি কী? এই নিয়ে ভারতে আজও নানা মতবিরোধ রয়েছে। কিন্তু শুভশ্রী এবং শ্রাবন্তীর দাবী একটাই। ধর্ষণের শাস্তি হওয়া উচিত গরুড় পুরাণ মতে। যেখানে ধর্ষককে একটি ইঁদুর ভর্তি খাঁচার মধ্যে ভরে ফেলার নিদান দেওয়া আছে। সেই ইঁদুর ধর্ষকের যৌনাঙ্গ কামড়ে খেয়ে ফেলবে। এমনই একটি পোস্ট সোশ্যাল মিডিয়াতে করেছেন শ্রাবন্তী এবং শুভশ্রী।

ছবিতে দেখা যাচ্ছে একটা বড় খাঁচার মধ্যে একটা মানুষ রয়েছেন। তিনি সম্পূর্ণ উলঙ্গ। তার যৌনাঙ্গের উপর ছেড়ে দেওয়া হয়েছে ইঁদুর। সেই ইঁদুরের কামড়ে রক্তে ভেসে যাচ্ছে পুরুষটির যৌনাঙ্গ। ধর্ষণের এমন শাস্তিই চেয়েছেন শুভশ্রী। অন্যদিকে এই ছবি শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, “কত জনের মনে হয় ধর্ষণের শাস্তি এরকমটা হওয়া উচিৎ? গরুড় পুরাণের কিন্তু এরকম শাস্তিরই উল্লেখ আছে।”

শ্রাবন্তীর মতে, “যদি ধর্ষকের জন্য এরকম শাস্তির নিদান থাকে তাহলেই হয়তো ধর্ষণ করা নিয়ে মানুষের মনে ভয়ের সঞ্চার হবে।” আরজি কর কাণ্ডে পথে নেমেছেন সকলেই। সাধারণ থেকে তারকা বাদ নেই কেউই– সবারই একটাই স্বর– ‘নির্যাতিতার বিচার চাই। বিচার চাই। ধর্ষকের শাস্তি চাই।”

উল্লেখ্য, শ্রাবন্তী এবং শুভশ্রী দুজনেই তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমেছেন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও বিচার চেয়ে সক্রিয় রয়েছেন তারা। শুভশ্রী এর আগে ধর্ষকদের নিয়ে তার লেখা একটি কবিতাও শেয়ার করেন। যদিও তার স্বামী তথা তৃণমূল সাংসদ রাজ চক্রবর্তীকে টেনে তাকে ট্রোল করা হয়। প্রশ্ন ওঠে রাজ কি এবার তাহলে তৃণমূল শাসকদলের পদ ছেড়ে দেবেন?

 

Avatar

Written by NewPost

Leave a Reply

Avatar

Your email address will not be published. Required fields are marked *

‘স্ত্রী২’ সিনেমার ‘সরকাটা’ আসলে কে?

সোনার দাম এই মাসে ক্রমশই কমছে সোনার দাম গত কয়েকদিনে বেশ কমেছিল আজও অনেকটাই কমেছে সোনার দাম মূল্যবান ধাতু হল সোনা যতই সোনা কেনা হবে সম্পদ ততই বাড়তে থাকে এই কারণে বরাবরই সোনার চাহিদা বেশি থাকে অনেকেই সোনার দামের Gold Price উপর নির্ভর করে সোনা কেনেন আসুন কলকাতায় সোনার দাম কত সেটি আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক কলকাতায় সোনার দাম Gold Price in Kolkata কলকাতায় বৃহস্পতিবার দিন প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৬৮০ টাকা বুধবার দিন প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৭১০ টাকা WhatsApp এ যুক্ত হন👉 Join Now Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now কলকাতায় বৃহস্পতিবার দিন প্রতি গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম Gold Price ছিল ৭ হাজার ২৮৭ টাকা বুধবার দিন প্রতি গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭ হাজার ৩২০ টাকা ছিল সোজা দাঁত এবং একটি তুষার সাদা হাসি একটি খুব সহজ উপায় Advertisement এতে দ্রুত রক্তনালী পরিষ্কার হবে রক্তচাপ 12080 এর বেশি হবে না Advertisement যদি আপনার রক্তচাপ 14090 এর বেশি হয় তবে আপনাকে 1 চা চামচ খেতে হবে Advertisement বাড়িতে রক্তনালী পরিষ্কার করা এক সেকেন্ডের মধ্যে রক্তনালী পরিষ্কার হবে রক্তচাপ স্বাভাবিক হবে বৃহস্পতিবার দিন ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ছিল ৬৬ হাজার ৮০০ টাকা বুধবার দিন ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ছিল ৬৭ হাজার ১০০ টাকা বৃহস্পতিবার দিন ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম Gold Price ছিল ৭২ হাজার ৮৭০ টাকা বুধবার দিন ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৭৩ হাজার ২০০ টাকা ছিল চলতি অগস্ট মাসে সোনা অনেকটাই সস্তা হয়েছিল এই মাসের শুরুতে অনেকটাই কমেছিল সোনার দাম কলকাতায় গত ৭ই অগস্ট ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৬ হাজার ৩৫০ টাকা ছিল সেদিন ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬ হাজার ৯২৭ টাকা ছিল

Gold Price Today : আরও কমে গেল সোনার দাম! আজ কলকাতায় দাম কত?