IPLখেলা

শেষ তিন বলে তিনটা ছক্কা খেয়ে  হাদিক বিপাকে পড়লেন :

রোহিতের সেঞ্চুরি
৬১ বলে আইপিএলের দ্বিতীয় শতরান হাঁকালেন রোহিত শর্মা। তবে দুর্ভাগ্যবশত তিনি মুম্বইকে জেতাতে পারবেন না।

গত ওভারে ১৯ রান উঠেছিল। মনে হচ্ছিল ম্যাচের শেষ ওভার পর্যন্ত লড়াই চলবে। কিন্তু পরের ওভারেই ফের ধাক্কা। ফের সেই পাথিরানা। অনেকে তাঁর বোলিং অ্যাকশনের জন্য তাঁর মধ্যে মালিঙ্গার ছায়া দেখতে পান। সেই মালিঙ্গার উপস্থিতিতেই তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত ছন্দে পাথিরানা। মালিঙ্গার মতোই ঠিকানা লেখা ইয়র্কারে ভাঙলেন রোমারিও শেফার্ডের উইকেট। ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলল মুম্বই।

১৭ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১৫৯/৬। শেষ দুই ওভারে মুম্বইয়ের জয়ের জন্য প্রয়োজন ৪৭ রান। পল্টনদের শেষ ভরসা রোহিত।চাপে মুম্বই
ব্যাট হাতে প্রভাব ফেলতে ব্যর্থ অধিনায়ক হার্দিক। মাত্র দুই রানে পাণ্ড্যকে ফেরালেন মুম্বইয়ের ঘরের ছেলে তুষার। ওভারে মাত্র তিন রান দিয়ে নিলে এক উইকেট। ১৬ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১৩৫/৪। মুম্বইয়ের যে চাপ বাড়ছে, তা বলাই বাহুল্য।

পাথিরানার তৃতীয় সাফল্য
একদিকে যেখানে মুম্বই ব্যাটারদের ছেকাতে হিমশিম খাচ্ছেন সিএসকের বাকি বোলাররা, সেখানে মাথিশা পাথিরানা দুরন্ত ছন্দে বোলিং করছেন। তিলক বর্মাকে ৩১ রানে ফিরিয়ে ম্যাচে নিজের তৃতীয় সাফল্যে পেলেন তিনি। ১৩০ রানে তৃতীয় উইকেচ হারাল পল্টনরা। মুম্বইকে জয়ের হ্যাটট্রিক করতে হলে ৩৭ বলে আরও ৭৭ রান করতে হবে।

ক্যাচ মিস
রবীন্দ্র জাডেজার বলে ১১তম ওভারে স্যুইপ মারতে গিয়ে সঠিক সংযোগ ঘটাতে পারেননি রোহিত শর্মা। ফাইন লেগ থেকে অনেকটা ছুটে এসে বলের নাগালও পেয়ে যান তুষার দেশপাণ্ডে। তবে তিনি নিজেকে সামলাতে পারেননি। বল তাঁর হাতে লেগে বাউন্ডারি পার চলে যায়। শতরানের গণ্ডিও পার করে ফেলে মুম্বই। ১১ ওভার শেষে প্লটনদের স্কোর ১০৮/২। রোহিত ৬৬ রানে ব্যাট করছেন।

Shares:

Related Posts

IPL

RR vs GT DREAM 11 PREVIEW:   রাজস্থানের বিরুদ্ধে টাইটান্সের ভরসা গিল. …..

Edit by......newpost.in Edit by......newpost.in Edit by……newpost.in ধারাবাহিকতা কাকে বলে! যেটা এ মরসুমে রাজস্থান রয়্যালস করে দেখিয়েছে। সঙ্গে যোগ করা ভালো, এখনও অবধি। এ বারের আইপিএলে একমাত্র অপরাজিত দল রাজস্থান রয়্যালস।
খেলা

T20 World Cup 2024:-

টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে বাদ একাধিক মহাতারকা? স্কোয়াডে অনেক চমক! জেনে নিন বিস্তারিত ভাবে। ICC T20 World Cup 2024, Team India Squad: টি-২০ বিশ্বকাপে সেরা দল পাঠাতে চাইছে ভারতীয় ক্রিকেট
IPL

IPL 2024 Video: ‘আওয়ারা, ছাপরি’ হার্দিক! আমদাবাদে তুমুল কটূক্তির মুখে MI অধিনায়ক

আশাবাদী নমন ধীর। তিনি আশাবাদী যে মুম্বই ইন্ডিয়ান্স এ বারের আইপিএলের ফাইনাল খেলতে পারবে। চলতি আইপিএলে নিজেদের প্রথম তিনটি ম্যাচে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। তার পরেও আশা ছাড়ছেন না রোহিত শর্মা,
খেলা

Major League Cricket: আইপিএলের পরে এমএলসিতে-ও খেলবেন অজি অধিনায়ক প্যাট কামিন্স, চুক্তি হল সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের সঙ্গে

অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর লীগ ক্রিকেটের আসন্ন মরসুমে খেলতে চলেছেন বলে জানা গেছে। ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে, কামিন্স আসন্ন