নিউজ

বজ্রবিদ্যুৎ-সহ অকাল বর্ষণ, বইবে ঝোড়ো হাওয়াও; বঙ্গে দুর্ভোগ কতদিন?

চৈত্রের শুরুতে পালা করে ধারাপাত বাংলায় । বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার জন্যই এই অকাল বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে । ভূপৃষ্ঠ থেকে সামান্য উপরে অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেখা ৷ যা জলীয় বাষ্পকে উপরে উঠতে সাহায্য করেছে । এই নিম্নচাপ অক্ষরেখাটি ঝাড়খণ্ড থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত । আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পরিস্থিতি চলবে দক্ষিণবঙ্গে । চলতি সপ্তাহের শেষ দিকে উত্তরবঙ্গজুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এমনকি শিলাবৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে ।

এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা গণেশ চন্দ্র দাস বলেছেন, “এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিস্থিতি চলবে । কারণ হল একটি ঘূর্ণাবর্তর উপস্থিতি । যা অবস্থান করছে উত্তর উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত এবং তা আমাদের দক্ষিণবঙ্গের উপরেও রয়েছে । এর ফলে বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে । দক্ষিণবঙ্গে আজ বুধবার 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সব জেলাতেই । বৃহস্পতিবার পর্যন্ত দমকা বাতাস বইবে দক্ষিনবঙ্গে । তবে শুক্রবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে । এরপর উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হবে ।”

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে আজও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । শনিবার কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এই বৃষ্টিপাতের ফলে চাষাবাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুতের সময় বাইরে না থাকার সতর্কতা জারি করা হয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুইই স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে ।

আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 এবং 23 ডিগ্রির আশেপাশে থাকবে ।

Shares:

Related Posts

নিউজ

BJP একাই ৩৫০ আসন জিততে পারে:

এবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পারফরম্যান্সকে ছাপিয়ে যাবে বিজেপি। এমনকী বিজেপির আসন সংখ্যা ৩৫০-তে পৌঁছে যেতে পারে বলে অনুমান করেছেন অর্থনীতিবিদ সুরজিৎ ভাল্লা। আর কংগ্রেস কতগুলি আসনে জিততে পারে? তাও
নিউজ

Rochona Banerjee viral video:

এটা নিয়েও জল্পনা এবং মিম দুটোই তৈরি হবে আবার..., প্রচারে রচনার এই কাজ দেখে মন্তব্য TMC বিধায়কের......…। হুগলি লোকসভা আসনে এবার বিজেপির লকেট চট্টোপাধ্যয়ের বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসাবে ঘোষণা
নিউজ

ইরান থেকে প্রায় ২০০টি ড্রোন ছোড়া হয়েছিল ইজ়রায়েলি ভূখণ্ড লক্ষ্য করে:

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে, কী ভাবে একের পর এক ইরানি ড্রোনকে ধ্বংস করে দিচ্ছে ইজ়রায়েল, আমেরিকার গুলি। দেখে মনে হচ্ছে রাতের আকাশে যেন আতশবাজির খেলা শুরু হয়েছে।
Show Comments (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *