New postOccasion

Bhai Phonta 2024 Tithi: ভাইফোঁটা ২০২৪-র দ্বিতীয়া কখন দেখে নিন সময়, তারিখ

ভাইফোঁটার এই উৎসবে যে শুধু বাঙালিই গা ভাসায় তা নয়। সঙ্গে গা ভাসায় দেশের বহু এলাকার মানুষও। দেশের বহু অংশে এই উৎসব ভাই দুজ নামে খ্যাত। দেখে নেওয়া যাক, এবারের ভাইফোঁটায় দ্বিতীয়া ও প্রতিপদ তিথি কখন পড়েছে?

ভাইফোঁটা কবে পড়েছে?
কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাইফোঁটা উৎসব। মূলত, এপার বাংলায় দ্বিতীয়া তিথিতে পালিত হলেও, পূর্ব বঙ্গের বহু মতে প্রতিপদেও ভাইফোঁটা পালিত হয়। দুই বাংলার ভাইফোঁটার ছড়ার লাইনও আলাদা! ভাইবোনের সম্পর্কের অটুট আনন্দকে উদযাপন করে এই উৎসব। ভাইফোঁটার এই উৎসবে যে শুধু বাঙালিই গা ভাসায় তা নয়। সঙ্গে গা ভাসায় দেশের বহু এলাকার মানুষও। দেশের বহু অংশে এই উৎসব ভাই দুজ নামে খ্যাত। দেখে নেওয়া যাক, এবারের ভাইফোঁটায় দ্বিতীয়া ও প্রতিপদ তিথি কখন পড়েছে?

 

#ভাইফোঁটা

ভাইফোঁটার দ্বিতীয়া তিথি ও প্রতিপদ কখন পড়ছে?

ভাইফোঁটার দ্বিতীয়া তিথি পড়ছে ১৭ কার্তিক অর্থাৎ ৩ নভেম্বর। সেদিন রবিবার। দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ২ নভেম্বর ১৬ কার্তিক থেকে। সন্ধ্যা ৬ টা৫৩ মিনিট ২৪ সেকেন্ড থেকে এই তিথি শুরু হচ্ছে। দ্বিতীয়া তিথি শেষ হবে ৩ নভেম্বর ১৭ কার্তিক। সেদিন রাত্রি ৮ টা ১৫ মিনিট ১২ সেকেন্ড পর্যন্ত দ্বিতীয়া রয়েছে।

প্রতিপদ তিথি ১ নভেম্বর ১৫ কার্তিক সন্ধ্যায় শুরু হচ্ছে। সেদিন সেদিন সন্ধ্যা ৫ টা ৮ মিনিট ৮ সেকেন্ড থেকে প্রতিপদ শুরু হচ্ছে। প্রতিপদ শেষ হচ্ছে ২ নভেম্বর, ১৬ কার্তিক রাত্রি ৬ টা ৫৩ মিনিট ২৩ সেকেন্ডে।

ভাইফোঁটার ছড়া:-

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা’। বহু বাড়িতে এই ছড়া,’ প্রতিপদে ফোঁটা দ্বিতীয়াতে নীতা, আজ হতে ভাই আমার যম দুয়ারে তিতা’ বলে পালন করা হয় ভাইফোঁটা। নীতে শব্দের আভিধানিক অর্থ নিমন্ত্রণ। সেটাই এখানে লোকমুখে হয়ে উঠেছে নিতা।

ভাইফোঁটার নিয়ম:-

এমন দিনে ভাই ছদি ছোট হয়, তাহলে তাকে ধান দুর্বাঘাস দিয়ে আশীর্বাদ করে বোন। ভাইয়ের কপাল বাঁ হাত দিয়ে ফোঁটা দেওয়া হয়। ফোঁটা যখন দেওয়া হবে, তখন ভাইয়ের মুখ উত্তর দিকে বা উত্তর পশ্চিম দিকে হবে। বোনের মুখ উত্তর পূর্ব বা পূর্ব দিকে হবে। ভুলেও মাটিতে বসবেন না কেউই। কোনও আসন পেতে এদিন ভাইফোঁটা দিতে বসতে হবে।

Shares:

Related Posts

New post

Basanti puja, Basant Panchami : ২০২৫ সালে বসন্ত পঞ্চমী কবে পড়ছে? বাসন্তী পূজা ২০২৫

২০২৫ সালে সরস্বতী পুজোর শুভ সময় কখন? কবে পড়ছে বসন্তী পঞ্চমী! দেখে নিন। বাসন্তী পূজো ২০২৫ চৈত্র, আষাঢ়, আশ্বিন এবং মাঘ মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় দিনকে নবরাত্রি
New post

CIBIL বা ক্রেডিট স্কোর বাড়ানোর উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক ।

CIBIL রিপোর্ট হল আপনার ধার নেওয়ার আচরণের একটি রেকর্ড যা আপনার CIBIL স্কোরকে প্রভাবিত করে । ব্যাঙ্ক বা ঋণদানকারী প্রতিষ্ঠানগুলি ঋণ মঞ্জুর করার আগে অবশ্যই ক্রেডিট স্কোর বা CIBIL স্কোর
Occasion

ঝড়ের বেগে ছোটা বুলেট ট্রেন থমকে যাবে ঝড়ে রেলপথে বসবে অত্যাধুনিক যন্ত্র:

সদ্য প্রকাশিত বিজেপির নির্বাচনী ইস্তেহারে দেশ জুড়ে মোট চারটি বুলেট ট্রেন চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মধ্যে পশ্চিম ভারতে মুম্বই থেকে আমেদাবাদ পর্যন্ত রুটের বুলেট ট্রেনের কাজ অনেকটাই এগিয়েছে। এই
New post

যে যে কারনে বৌদিদের প্রতি আকৃষ্ট হয় কম বয়সী ছেলেরা

নিজের থেকে বয়েসে বড় মহিলা বা বৌদিদের প্রেমে পড়ছে এখনকার যুবকরা। বিশেষ করে বৌদিদের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে এবং একটা সম্পর্ক তৈরি করার প্রবণতাও জাগছে তাদের মধ্যে। এখন তো আবার