সিরিয়াল

Geeta LLB New Episode:   দিদির কারসাজিতে জিততে পারবে তো নায়িকা….

serial newpostin

মাত্র কদিন হয়েছে শুরু হয়েছে স্টার জলসার নতুন মেগা গীতা এলএলবি। কিন্তু এর মধ্যেই নজর কেড়েছে এই নতুন গল্প। বর্তমানে এই ধারাবাহিকে দেখানো হচ্ছে পদ্ম ওরফে গীতার প্রথম এমন ক্লায়েন্ট যার কেস লড়ে তার জনপ্রিয় হওয়ার স্কোপ আছে, এবং মেয়েদের উপর অত্যাচার করে যারা তাদের শিক্ষা দেওয়ার একটা বড় সুযোগ আছে, তাই গীতা চায় পদ্মর শ্লীলতাহানি করেছে যারা তাদের শাস্তি দিতে

newpost.in

newpost.in

। বড়লোক, প্রভাবশালী ব্যক্তির ছেলে তো বটেই সে, একই সঙ্গে আবার একজন বড় উকিলের আত্মীয়ও বটে। ফলে গীতার প্রতিপক্ষ হয়ে কোর্টে দাঁড়িয়েছে সেই পোড় খাওয়া উকিল। পরে জানা যায় সেই ব্যক্তি আসলে গীতার দিদির শ্বশুর। এবং কালপ্রিট আদতে গীতার দিদির হবু নন্দাই। এমন অবস্থায় গীতা তার প্রতিজ্ঞা থেকে নড়ে না। কিন্তু বাদ সাধে তার দিদি।

#serial

serial

গীতার দিদি যখন জানতে পারে তাদের বাড়ির পরিচারিকা পদ্মর সঙ্গে তার হবু নন্দাই অসভ্যতা করেছে তখন শ্বশুরবাড়ির সম্মান বাঁচাতে নতুন ফন্দি আঁটে সে। ঠিক করে ছেলেটির সঙ্গে পদ্মের বিয়ে দেবে। কিন্তু গীতা জানতে পেরে সেটা আটকায়। সে স্পষ্ট জানিয়ে দেয় অন্যায়ের সঙ্গে সে আপোস করবে না। দোষীকে শাস্তি দেবেই। যে শ্লীলতাহানি করেছে তার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না পদ্মের।

একদিকে অন্যায়ের হয়ে লড়াই, অন্যদিকে প্রথম বড় কেস জয়ের হাতছানি, সঙ্গে দিদির ষড়যন্ত্র। সবটা টপকে কী অবশেষে গীতা জিততে পারবে? পৌঁছতে পারবে লক্ষ্যে? উত্তর সময়ই দেবে।

কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ শেষ হওয়ার পর তার জায়গায় এসেছে এই নতুন মেগা। স্টার জলসার পর্দায় সন্ধ্যা সাড়ে ছয়টায় সম্প্রচারিত হয় গীতা এলএলবি।

Edit by: newpost.in

Shares:

Related Posts

সিরিয়াল

যা প্রমো দিল এতে অতল জলে সুদীপার সংসার নয়, অনুরাগ এবার সত্যিই তলিয়ে যাবে!-অনুরাগের ছোঁয়া

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিক একসময় বঙ্গ সেরা থাকলেও বর্তমানে এই ধারাবাহিকের গল্প দেখে রীতিমত বিরক্ত দর্শক। ধারাবাহিকে যখনই নায়ক-নায়িকার মধ্যে মিল হওয়ার এতটুকু সম্ভাবনা তৈরি হয়
বিনোদন

বাবা হলে বুঝবি, বলতেন বাবা-মা…’ মেয়ে নবন্যার জন্মদিনে আবেগঘন পোস্ট জিতের

‘নিঃস্বার্থ সম্পর্ক কোনও ম্যাজিকের থেকে কম নয়…’ মেয়ের জন্মদিনে স্যোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট জিতের। টলিউড সুপারস্টার মেয়ে এবার ১২ বছর পূর্ণ করল। ছোট্ট নবন্যার জন্মের সঙ্গে সঙ্গে কীভাবে বদলে গিয়েছিল
Serial

এক ধাক্কায় অনেক টিআরপি কমবে অনুরাগের! সূর্য ইরার বিয়ের কথা শুনে বলছেন দর্শক!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে দেখা যাচ্ছে যে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সূর্য এবং ইরা একে অপরকে বিয়ে করলো। অন্যদিকে লাবণ্য সূর্যকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিলো কিন্তু সেই
Serial

গৌরি এল-র পর জি বাংলায় আবারও অতিলৌকিক মেগা অষ্টমী! নজর কাড়লো খলনায়ক ⁉️

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক এক্কা দোক্কা তে নায়ক চরিত্রে কাজ করেছিলেন জনপ্রিয় অভিনেতা সপ্তর্ষি মৌলিক, যদিও এই কাজটি তার প্রথম নয় এর আগে শ্রীময়ী ধারাবাহিকটি করেছিলেন তিনি এবং সেই ধারাবাহিকে