নিউজপশ্চিমবঙ্গ

Modi vs Mamata in ramnavami 2024 in West Bengal:

রামনবমী বন্ধ করার জন্য অনেক  ষড়যন্ত্র করেছিল TMC এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী,মমতার একটি আর্জির পরই বালুরঘাটে দাবি করলেন মোদী………।
Modi and Mamata controversy over ramnavami
পশ্চিমবঙ্গে যাতে রামনবমী পালন না করা যায়, সেজন্য ষড়যন্ত্র করেছিল TMC সরকার। কিন্তু তাতে কোনো কিছু করতে পারেনি তৃণমূল কংগ্রেস,বরং আদালত রামনবমী পালনের অনুমতি দিয়েছে। এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে তিনি বললেন, ‘আগামিকাল পুরোপুরি শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে রামনবমীর শোভাযাত্রা বের করা হবে।’ আর মোদীর সেই হুংকারের কিছুক্ষণ আগেই জলপাইগুড়ির জনসভা থেকে হাতজোড় করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি জানান যে রামনবমীতে যেন রাজ্যে কোনও অশান্তি বা ঝামেলা না পাকানো হয়। জনগণের কাছে শান্তি বজায় রাখার আর্জি জানান মমতা।
Modi Sarkar

মোদী কী বলেছেন?

বালুরঘাটে বাংলার বিজেপির সভাপতি তথা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে এসে অযোধ্যার রামমন্দিরের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিন্দুত্ববাদের তাস খেলে মোদী বলেন, ‘আজ মহাষ্টমী। আর আগামিকাল পুরো দেশ রামনবমী পালন করতে চলেছে। আর এবার রামনবমী হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্পুর্ণ কারণ এটা প্রথম রামনবমী, যখন অযোধ্যার রামমন্দিরে রামলালা বিরাজমান আছেন।’

Ramlala

সেইসঙ্গে মমতা সরকারকে আক্রমণ করে তিনি বলেন, ‘আমি জানি যে প্রতিবারের মতো এবারও এখানে রামনবমী উৎসবকে আটকানোর চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস। যাবতীয় অনেক ষড়যন্ত্র করেছিল তারা। কিন্তু সবসময় সত্যেরই জয় হয় তারা বোধহয় এই কথাটা ভুলে গেছে। তাই আদালত থেকে অনুমতি এসে গিয়েছে। আর আগামিকাল পুরো শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে রামনবমীর শোভাযাত্রা বের করা হবে।’

আর মোদী যেদিন তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন, তার আগেরদিনই হাওড়ায় শর্তসাপেক্ষে দু’দিন রামনবমীর মিছিল করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর মিছিলের রুট নিয়ে যে মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলার শুনানিতে সোমবার বিচারপতি জয় সেনগুপ্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মিছিলে কোনওভাবেই অস্ত্র ব্যবহার করা যাবে না।সেইসঙ্গে বিচারপতি মন্তব্য করেন যে ২০০ জনের মিছিল যদি রাজ্য পুলিশ সামলাতে না পারে, তাহলে বলার মতো কোনও ভাষা নেই।

মমতা কী আর্জি জানিয়েছেন?

জলপাইগুড়ির সভা থেকে মমতা বলেন, ‘আমি বলে যাই, অনেক জায়গায় বিজেপির দাঙ্গা করার পরিকল্পনা আছে। কেউ দয়া করে পা দেবেন না। সবধর্মই আমাদের ধর্ম। সব উৎসবই আমাদের উৎসব। বিজেপি এটা নিয়ে বাড়াবাড়ি করে। কারণ অনেকদিন আগেই ১৯ এপ্রিল নির্বাচন হবে বলে জানিয়ে দিয়েছে তাই তারা ১৭ তারিখ হিংসার পরিকল্পনা করেছে।’ সেইসঙ্গে সংখ্যালঘু এবং সংখ্যাগুরুদের কাছে আর্জি জানান, কেউ যেন প্ররোচনায় পা দেন। ভোটে জিততে বিজেপি ইচ্ছা করে হিংসা ছড়াতে চাইছে বলে অভিযোগ করেন মমতা।

Shares:

Related Posts

পশ্চিমবঙ্গ

Nabanna Abhijan: নবান্ন অভিযান ঘিরে তুলকালাম! পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ উগরে দিলেন বিক্ষোভকারীরা

আরজি কর কাণ্ডের প্রতিবাদে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান (Nabanna Abhijan) ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিক্ষোভকারীদের। একইসঙ্গে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ।
নিউজ

ভোটের আগে রাজ্যে আসছে আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী : Lok Sabha Election 2024

Lok Sabha Election: প্রথম দফা ভোটের (Lok Sabha Election 2024) আগে রাজ্যে আসছে আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, অবাধ ও স্বচ্ছ ভোটের জন্য স্বরাষ্ট্র মন্ত্রককে বাংলায় আরও বাহিনী
নিউজ

WB  কবে বর্ষণ নামবে দেখতে হলে নীচে Click করুন:

মধ্য অসমের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তর-পশ্চিম বিহার থেকে একটি অক্ষরেখা বিস্তৃত আছে সেই ঘূর্ণাবর্ত পর্যন্ত। তার ফলে শনিবারও উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশীয় জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০
নিউজ

শুভেন্দু অধিকারী বনাম মুখ্যমন্ত্রী

স্কুলে-স্কুলে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া খাতা, 'নির্বাচনী বিধিভঙ্গ,' ছবি পোস্ট করে নিশানা শুভেন্দুর অধিকারী। ছাত্রছাত্রীদের বিনামূল্যে খাতা দিচ্ছে স্কুল শিক্ষা দফতর। কিন্তু সেই খাতার সামনের মলাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি' কেন