IPLখেলা

Rohit Sharma: কেন মাঠে মাঝেমধ্যেই অদ্ভুত আচরণ করেন রোহিত? মজার উত্তর দিলেন সামি, শ্রেয়সরা

ক্রিকেট মাঠে রোহিত শর্মার কার্যকলাপ নিয়ে বহু চর্চা রয়েছে। মাঝেমধ্যেই বিভিন্ন আঙ্গিকে ধরা দেন ভারতের নেতা। কখনও মজার কথা বলতে শোনা যায় তাঁকে। কখনও বা রেগে গিয়ে গালিগালাজ করতে শোনা যায়। স্ট্যাম্প মাইকেও তাঁর অনেক কথাই ধরা পড়ে। মাঠে নিজেকে আটকে রাখেন না রোহিত। অধিনায়কত্ব করার সময় নিজের আবেগ চেপে রাখতে পারেন না। সে যতই তাঁকে নিয়ে মিম হোক বা তিনি আলোচনার পাত্র হন না কেন। এবার এই নিয়ে এক মজার তথ্য দিলেন মহম্মদ সামি। দীর্ঘদিন তাঁর সঙ্গে খেলছেন বাংলার পেসার। তিনি জানান, রোহিতের প্রত্যাশা পূরণ করতে না পারলেই তিনি মেজাজ হারান। ভেতর থেকে আবেগ বেরিয়ে আসে। সামি বলেন, ‘রোহিতের সবচেয়ে ভাল দিক হল, ও একজন ক্রিকেটারকে স্বাধীনতা দেয়। কিন্তু আপনি যদি ওর প্রত্যাশা পূরণ করতে না পারেন, তাহলে একটু একটু করে ওর আবেগ বেরিয়ে পড়ে। প্রথমে ও বলতে শুরু করে আপনার কী কী করা উচিত ছিল, কী করতে হত। তারপরও আপনি না পারলে, আপনারা স্ক্রিনে যা দেখেন তাই হয়। যা আমরা ও কিছু বলার আগেই বুঝে যাই।’ সিয়েট ক্রিকেট রেটিং আওয়ার্ডে এসে এমন জানান সামি।

বাংলার পেসারের সঙ্গে একমত শ্রেয়স আইয়ার। তিনি বলেন, ‘আমরা বুঝে যাই কখন কী আসতে চলেছে। সেই অনুযায়ী আমরা গ্যাপগুলো নিজেরাই ভরে নিই। তবে আমরা এতবছর রোহিত ভাইয়ের সঙ্গে খেলছি, ওর আবেগ আমরা বুঝি।’ সামি এবং শ্রেয়সের উত্তরের পাল্টা দেন ভারত অধিনায়ক। এটাই আসল রোহিত। তিনি বলেন, ‘আমি মাঠে প্লেয়ারদের থেকে নিজস্বতা চাই। সেটার জন্য প্রথমে আমাকে স্বাভাবিক আচরণ করতে হবে। আমি আসলে এরকমই।’ তাঁর এই উত্তর শুনে হেসে ফেলেন অনুষ্ঠানে উপস্থিত সকলে। বর্তমানে ছুটিতে আছে ভারতীয় ক্রিকেটাররা। পরের মাসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলবেন রোহিতরা।

Shares:

Related Posts

IPL

T20 World Cup 2024, India Team Squad:

টি-২০ বিশ্বকাপে সেরা দল পাঠাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এবারের ভারতীয় দল কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা। ২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও
IPL

অরেঞ্জ ক্যাপের দৌড়ে  এগোচ্ছেন KKR-এর সল্ট:

আইপিএল ২০২৪-এর অরেঞ্জ ক্যাপের দৌড়ে তরতরিয়ে এগোচ্ছেন কেকেআরের ফিল সল্ট। সোমবার ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলার সুবাদে টুর্নামেন্টের সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় পাঁচ
IPL

PBKS vs SRH IPL PREVIOUS DAY RESULT NEW POST: রিঙ্কু সিং হয়ে উঠতে পারলেন না আশুতোষ-শশাঙ্ক.

পুরো ম্যাচের পরিস্থিতি এক পাশে থাক। শেষ দু ওভারে পঞ্জাব কিংসের লক্ষ্য দাঁড়ায় ৩৯ রান। ক্রিজে শশাঙ্ক সিং। গত ম্যাচে তাঁর ব্যাটেই অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছিল পঞ্জাব কিংস। ১৯ তম
IPL

টি-২০ বিশ্বকাপে সুযোগ পেতে দলকে ডুবিয়ে নিজের জন্য খেলেছেন পন্ত ?

টি-২০ ক্রিকেটে ঘাড়ের উপর ২৬৬ রানের বোঝা নিয়ে ব্যাট করতে নামলে যে কোনও দলের চাপে পড়ে যাওয়াই স্বাভাবিক। এমন বিরাট টার্গেট তাড়া করতে হলে শুরু থেকে ব্যাট চালানো ছাড়া উপায়