IPLখেলা

Rohit Sharma: কেন মাঠে মাঝেমধ্যেই অদ্ভুত আচরণ করেন রোহিত? মজার উত্তর দিলেন সামি, শ্রেয়সরা

ক্রিকেট মাঠে রোহিত শর্মার কার্যকলাপ নিয়ে বহু চর্চা রয়েছে। মাঝেমধ্যেই বিভিন্ন আঙ্গিকে ধরা দেন ভারতের নেতা। কখনও মজার কথা বলতে শোনা যায় তাঁকে। কখনও বা রেগে গিয়ে গালিগালাজ করতে শোনা যায়। স্ট্যাম্প মাইকেও তাঁর অনেক কথাই ধরা পড়ে। মাঠে নিজেকে আটকে রাখেন না রোহিত। অধিনায়কত্ব করার সময় নিজের আবেগ চেপে রাখতে পারেন না। সে যতই তাঁকে নিয়ে মিম হোক বা তিনি আলোচনার পাত্র হন না কেন। এবার এই নিয়ে এক মজার তথ্য দিলেন মহম্মদ সামি। দীর্ঘদিন তাঁর সঙ্গে খেলছেন বাংলার পেসার। তিনি জানান, রোহিতের প্রত্যাশা পূরণ করতে না পারলেই তিনি মেজাজ হারান। ভেতর থেকে আবেগ বেরিয়ে আসে। সামি বলেন, ‘রোহিতের সবচেয়ে ভাল দিক হল, ও একজন ক্রিকেটারকে স্বাধীনতা দেয়। কিন্তু আপনি যদি ওর প্রত্যাশা পূরণ করতে না পারেন, তাহলে একটু একটু করে ওর আবেগ বেরিয়ে পড়ে। প্রথমে ও বলতে শুরু করে আপনার কী কী করা উচিত ছিল, কী করতে হত। তারপরও আপনি না পারলে, আপনারা স্ক্রিনে যা দেখেন তাই হয়। যা আমরা ও কিছু বলার আগেই বুঝে যাই।’ সিয়েট ক্রিকেট রেটিং আওয়ার্ডে এসে এমন জানান সামি।

বাংলার পেসারের সঙ্গে একমত শ্রেয়স আইয়ার। তিনি বলেন, ‘আমরা বুঝে যাই কখন কী আসতে চলেছে। সেই অনুযায়ী আমরা গ্যাপগুলো নিজেরাই ভরে নিই। তবে আমরা এতবছর রোহিত ভাইয়ের সঙ্গে খেলছি, ওর আবেগ আমরা বুঝি।’ সামি এবং শ্রেয়সের উত্তরের পাল্টা দেন ভারত অধিনায়ক। এটাই আসল রোহিত। তিনি বলেন, ‘আমি মাঠে প্লেয়ারদের থেকে নিজস্বতা চাই। সেটার জন্য প্রথমে আমাকে স্বাভাবিক আচরণ করতে হবে। আমি আসলে এরকমই।’ তাঁর এই উত্তর শুনে হেসে ফেলেন অনুষ্ঠানে উপস্থিত সকলে। বর্তমানে ছুটিতে আছে ভারতীয় ক্রিকেটাররা। পরের মাসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলবেন রোহিতরা।

Shares:

Related Posts

IPL

Spinner god Yuji chahal

আজকেই নামছেন ১৫০তম ম্যাচে, আইপিএলে প্রথম বোলার হিসাবে নজিরের সামনে যুজবেন্দ্র চাহালের। বুধবার তিনি আইপিএলের ১৫০তম ম্যাচ খেলতে নামবেন। সেই ম্যাচে নজিরের সামনে যুজবেন্দ্র চহাল। এমন নজির আর কোনও বোলারের
IPL

IPL 2024, MI vs RCB: ম্যাক্সওয়েলের শূণ্য   রানে হতবাক Kohli! ভাইরাল প্রতিক্রিয়া

অসাধারণ টিম গেমে মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB)। শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএলের শুভারম্ভ স্মরণীয় হয়ে থাকল বিরাট কোহলি (Virat Kohli) বনাম
IPL

‘কেকেআর আমাকে সফল নেতা তৈরি করেছে’, দাবি গৌতম গম্ভীরের

নতুন স্পনসর, নতুন জার্সি, নতুন অ্যাপের উদ্বোধন এবং নতুন মেন্টরের হাত ধরে আসন্ন আইপিএলের স্টার্টিং ব্লকে কলকাতা নাইট রাইডার্স। গত 10 বছর আইপিএল ট্রফি নেই নাইটদের ক্যাবিনেটে। আর তাই পার্পল
IPL

টি-২০ বিশ্বকাপে সুযোগ পেতে দলকে ডুবিয়ে নিজের জন্য খেলেছেন পন্ত ?

টি-২০ ক্রিকেটে ঘাড়ের উপর ২৬৬ রানের বোঝা নিয়ে ব্যাট করতে নামলে যে কোনও দলের চাপে পড়ে যাওয়াই স্বাভাবিক। এমন বিরাট টার্গেট তাড়া করতে হলে শুরু থেকে ব্যাট চালানো ছাড়া উপায়