in ,

Spinner god Yuji chahal

#image_title
rajasthani

আজকেই নামছেন ১৫০তম ম্যাচে, আইপিএলে প্রথম বোলার হিসাবে নজিরের সামনে যুজবেন্দ্র চাহালের।

বুধবার তিনি আইপিএলের ১৫০তম ম্যাচ খেলতে নামবেন। সেই ম্যাচে নজিরের সামনে যুজবেন্দ্র চহাল। এমন নজির আর কোনও বোলারের নেই। প্রথম ভারতীয় হিসাবে নজির গড়তে পারেন চাহাল।
rcb
দীর্ঘ দিন ধরে তিনি খেলছেন আইপিএলে। বুধবার তিনি আইপিএলের ১৫০তম ম্যাচ খেলতে নামবেন। সেই ম্যাচে এর নজিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন যুজবেন্দ্র চহাল। এমন নজির আর কোনও বোলারের নেই।
৩৩ বছরের স্পিনার অতীতে মুম্বই ইন্ডিয়ান্স এবং বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। গত তিন বছর ধরে তিনি রাজস্থান রয়্যালসের সদস্য। বুধবার আর পাঁচ উইকেট নিতে পারলে আইপিএলের প্রথম বোলার হিসাবে ২০০টি উইকেট নেবেন তিনি। এমন প্রতিভা আর কোনো বোলার এর নেই।
এখনও পর্যন্ত ১৪৯টি ম্যাচে ১৯৫টি উইকেট রয়েছে চহালের। এর মধ্যে বেশির ভাগই বেঙ্গালুরুর হয়ে। বিরাট কোহলির দলে থাকাকালীন ১১৩টি ম্যাচে ১৩৯টি উইকেট নিয়েছেন তিনি। রাজস্থানের হয়ে ৩৫টি ম্যাচে ৫৬টি উইকেট নিয়েছেন। রোহিত শর্মার অধীনে তিনি মাত্র একটি ম্যাচই খেলেছিলেন মুম্বইয়ে হয়ে।

#mumbai

Avatar

Written by Manik Giri

Leave a Reply

Avatar

Your email address will not be published. Required fields are marked *

RR vs GT DREAM 11 PREVIEW:   রাজস্থানের বিরুদ্ধে টাইটান্সের ভরসা গিল. …..

RR vs GT SCORE IPL 2024 : মরসুমের সবচেয়ে বড় জয়, রয়্যালসের ডেরায় দাপট গিলের