নিউজ

বজ্রবিদ্যুৎ-সহ অকাল বর্ষণ, বইবে ঝোড়ো হাওয়াও; বঙ্গে দুর্ভোগ কতদিন?

চৈত্রের শুরুতে পালা করে ধারাপাত বাংলায় । বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার জন্যই এই অকাল বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে । ভূপৃষ্ঠ থেকে সামান্য উপরে অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেখা ৷ যা জলীয় বাষ্পকে উপরে উঠতে সাহায্য করেছে । এই নিম্নচাপ অক্ষরেখাটি ঝাড়খণ্ড থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত । আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পরিস্থিতি চলবে দক্ষিণবঙ্গে । চলতি সপ্তাহের শেষ দিকে উত্তরবঙ্গজুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এমনকি শিলাবৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে ।

এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা গণেশ চন্দ্র দাস বলেছেন, “এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিস্থিতি চলবে । কারণ হল একটি ঘূর্ণাবর্তর উপস্থিতি । যা অবস্থান করছে উত্তর উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত এবং তা আমাদের দক্ষিণবঙ্গের উপরেও রয়েছে । এর ফলে বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে । দক্ষিণবঙ্গে আজ বুধবার 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সব জেলাতেই । বৃহস্পতিবার পর্যন্ত দমকা বাতাস বইবে দক্ষিনবঙ্গে । তবে শুক্রবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে । এরপর উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হবে ।”

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে আজও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । শনিবার কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এই বৃষ্টিপাতের ফলে চাষাবাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুতের সময় বাইরে না থাকার সতর্কতা জারি করা হয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুইই স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে ।

আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 এবং 23 ডিগ্রির আশেপাশে থাকবে ।

Shares:

Related Posts

নিউজ

Ramnavami in West Bengal:

রামনবমীতে রক্তাক্ত হয়ে উঠলো বাংলা, বাংলায় ধারালো অস্ত্রের কোপে ও বোমা বর্ষণে জখম হলেন বহু পুলিশ সহ ১৮ জন জনগণ। এবারও রামনবমী ঘিরে বীভৎস সংঘর্ষ ঘটলো পশ্চিমবঙ্গে এমনটাই দাবি করা
দেশ ও বিদেশ

Anti Tank Guided Missile in Sikkim:

সিকিমের পাহাড়ে বিশেষ মিসাইলের মহড়ায় ভারতীয় সৈন্য দল, থরথর করে কাঁপবে শত্রুপক্ষ। সিকিমের পাহাড়ে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের পরীক্ষা দিল ভারতীয় সেনা। প্রায় ১৭,০০০ ফুট উচ্চতায় এই পরীক্ষায় সফলতা পায় 
নিউজ

অতিবৃষ্টিতে বন্যা  UAE-তে, মরুদেশে জলে ডুবল বিমানবন্দর

বিগত বেশ কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রলয় দেখা দিয়েছে। অতিবৃষ্টির জেরে ভেসে যাচ্ছে একের পর এক শহর। বন্যার তোড়ে রাস্তা ডুবে গিয়েছে। বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাইতে বিমান চলাচল
Show Comments (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *