নিউজ

UPSC Result Updates:  UPSC তে  ৭ জন পাশ হলেন মমতার  কেচিং পড়ে

সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারে পড়াশোনা করা ৭ জন পড়ুয়া ২০২৩ সালের সিভিল সার্ভিস পরীক্ষয়া পাশ করেছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, পাশ করা পড়ুয়ারা হলেন – অঙ্কিত আগরওয়াল, ব্রততি দত্ত, গৌতম ঠাকুরি, অনুষ্কা সরকার, ঋমিতা সাহা, পারমিতা মালাকার এবং মহম্মদ বুরহান জমান।  

অঙ্কিত আগরওয়ালের সর্বভারতীয় ব়্যাঙ্ক ২৯৭, ব্রততি দত্তর সর্বভারতীয় ব়্যাঙ্ক ৩৬৪, গৌতম ঠাকুরির সর্বভারতীয় ব়্যাঙ্ক ৩৯১, অনুষ্কা সরকারের সর্বভারতীয় ব়্যাঙ্ক ৪২৬, ঋমিতা সাহার সর্বভারতীয় ব়্যাঙ্ক ৫৬৬, পারমিতা মালাকারের সর্বভারতীয় ব়্যাঙ্ক ৮১২ এবং মহম্মদ বুরহান জমানের সর্বভারতীয় ব়্যাঙ্ক হল ৮২২।  

গতকালই ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশিত হয়। ২০২৩ সালের সেপ্টেম্বরের লিখিত পরীক্ষা এবং ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যে পার্সোনালিটি টেস্ট হয়েছিল। এবার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস), সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘এ’ এবং সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘বি’ পদে নিয়োগের জন্য ১,০১৬ জনের নাম সুপারিশ করা হয়েছে।  

 এবার প্রথম হয়েছেন আদিত্য শ্রীবাস্তব। দ্বিতীয় স্থান অধিকার করেছেন অনিমেষ প্রধান। তৃতীয় হয়েছেন দোনুরু অনন্যা রেড্ডি। চতুর্থ হয়েছে পিকে সিদ্ধার্থ রামকুমার। পঞ্চম স্থান অধিকার করেছেন রুহানি। ষষ্ঠ স্থান অর্জন করেছেন সৃষ্টি দাবাস। সপ্তম হয়েছেন আনমোল রাঠৌর। অষ্টম হয়েছেন আশিস কুমার। নবম হয়েছেন নৌশিন। দশম স্থান অধিকার করেছেন ঐশ্বর্যরাম প্রজাপতি। 

আইএএস-এ ১৮০টি শূন্যপদ পূরণ হবে। আইএফএস-এ ৩৭, অইপিএস-এ ২০০, সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘এ’-তে ৬১৩, সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘বি’-তে ১১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। বিশেষভাবে সক্ষমদের জন্য ৩৭টি শূন্যপদ পূরণ হবে এরই মধ্যে থেকে।  

Shares:

Related Posts

নিউজ

রামনবমীর শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ তুলেন বিজেপি:

লোকসভা ভোটের মুখে রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে হিংসা ছড়াল পূর্ব মেদিনীপুরের এগরায়। জানা গিয়েছে, গতকাল রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন এলাকার মতোই এগরাতেও শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই শোভাযাত্রা যখন এগরার কলেজ
IPL

RR vs GT DREAM 11 PREVIEW:   রাজস্থানের বিরুদ্ধে টাইটান্সের ভরসা গিল. …..

Edit by......newpost.in Edit by......newpost.in Edit by……newpost.in ধারাবাহিকতা কাকে বলে! যেটা এ মরসুমে রাজস্থান রয়্যালস করে দেখিয়েছে। সঙ্গে যোগ করা ভালো, এখনও অবধি। এ বারের আইপিএলে একমাত্র অপরাজিত দল রাজস্থান রয়্যালস।
দেশ ও বিদেশ

Anti Tank Guided Missile in Sikkim:

সিকিমের পাহাড়ে বিশেষ মিসাইলের মহড়ায় ভারতীয় সৈন্য দল, থরথর করে কাঁপবে শত্রুপক্ষ। সিকিমের পাহাড়ে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের পরীক্ষা দিল ভারতীয় সেনা। প্রায় ১৭,০০০ ফুট উচ্চতায় এই পরীক্ষায় সফলতা পায় 
নিউজ

  ২০২৪ জিতলে দেশে আমূল বদলের বার্তা BJP:

  অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিগত বেশ কয়েক বছর ধরেই দেশে সরব হতে শোনা গিয়েছে একাধিক বিজেপি নেতাকে। এরই মধ্যে উত্তরাখণ্ডে চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। আগামীতে গোটা দেশে কার্যকর করার