নিউজ

UPSC Result Updates:  UPSC তে  ৭ জন পাশ হলেন মমতার  কেচিং পড়ে

সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারে পড়াশোনা করা ৭ জন পড়ুয়া ২০২৩ সালের সিভিল সার্ভিস পরীক্ষয়া পাশ করেছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, পাশ করা পড়ুয়ারা হলেন – অঙ্কিত আগরওয়াল, ব্রততি দত্ত, গৌতম ঠাকুরি, অনুষ্কা সরকার, ঋমিতা সাহা, পারমিতা মালাকার এবং মহম্মদ বুরহান জমান।  

অঙ্কিত আগরওয়ালের সর্বভারতীয় ব়্যাঙ্ক ২৯৭, ব্রততি দত্তর সর্বভারতীয় ব়্যাঙ্ক ৩৬৪, গৌতম ঠাকুরির সর্বভারতীয় ব়্যাঙ্ক ৩৯১, অনুষ্কা সরকারের সর্বভারতীয় ব়্যাঙ্ক ৪২৬, ঋমিতা সাহার সর্বভারতীয় ব়্যাঙ্ক ৫৬৬, পারমিতা মালাকারের সর্বভারতীয় ব়্যাঙ্ক ৮১২ এবং মহম্মদ বুরহান জমানের সর্বভারতীয় ব়্যাঙ্ক হল ৮২২।  

গতকালই ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশিত হয়। ২০২৩ সালের সেপ্টেম্বরের লিখিত পরীক্ষা এবং ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যে পার্সোনালিটি টেস্ট হয়েছিল। এবার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস), সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘এ’ এবং সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘বি’ পদে নিয়োগের জন্য ১,০১৬ জনের নাম সুপারিশ করা হয়েছে।  

 এবার প্রথম হয়েছেন আদিত্য শ্রীবাস্তব। দ্বিতীয় স্থান অধিকার করেছেন অনিমেষ প্রধান। তৃতীয় হয়েছেন দোনুরু অনন্যা রেড্ডি। চতুর্থ হয়েছে পিকে সিদ্ধার্থ রামকুমার। পঞ্চম স্থান অধিকার করেছেন রুহানি। ষষ্ঠ স্থান অর্জন করেছেন সৃষ্টি দাবাস। সপ্তম হয়েছেন আনমোল রাঠৌর। অষ্টম হয়েছেন আশিস কুমার। নবম হয়েছেন নৌশিন। দশম স্থান অধিকার করেছেন ঐশ্বর্যরাম প্রজাপতি। 

আইএএস-এ ১৮০টি শূন্যপদ পূরণ হবে। আইএফএস-এ ৩৭, অইপিএস-এ ২০০, সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘এ’-তে ৬১৩, সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘বি’-তে ১১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। বিশেষভাবে সক্ষমদের জন্য ৩৭টি শূন্যপদ পূরণ হবে এরই মধ্যে থেকে।  

Shares:

Related Posts

Occasion

ঝড়ের বেগে ছোটা বুলেট ট্রেন থমকে যাবে ঝড়ে রেলপথে বসবে অত্যাধুনিক যন্ত্র:

সদ্য প্রকাশিত বিজেপির নির্বাচনী ইস্তেহারে দেশ জুড়ে মোট চারটি বুলেট ট্রেন চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মধ্যে পশ্চিম ভারতে মুম্বই থেকে আমেদাবাদ পর্যন্ত রুটের বুলেট ট্রেনের কাজ অনেকটাই এগিয়েছে। এই
নিউজ

BJP একাই ৩৫০ আসন জিততে পারে:

এবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পারফরম্যান্সকে ছাপিয়ে যাবে বিজেপি। এমনকী বিজেপির আসন সংখ্যা ৩৫০-তে পৌঁছে যেতে পারে বলে অনুমান করেছেন অর্থনীতিবিদ সুরজিৎ ভাল্লা। আর কংগ্রেস কতগুলি আসনে জিততে পারে? তাও
নিউজ

রামনবমীর শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ তুলেন বিজেপি:

লোকসভা ভোটের মুখে রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে হিংসা ছড়াল পূর্ব মেদিনীপুরের এগরায়। জানা গিয়েছে, গতকাল রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন এলাকার মতোই এগরাতেও শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই শোভাযাত্রা যখন এগরার কলেজ
IPL

PBKS vs MI DREAM11 TOP TEAM:

আশুতোষ শর্মার দুরন্ত লড়াই সত্ত্বেও ১৮৩ রানে অল আউট হয়ে গেল পাঞ্জাব কিংস। ৯ রানে রুদ্ধশ্বাস ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স। মোড় ঘোরানো উইকেটপাঞ্জাবকে জয়ের দোরগোড়ায় এনে দিয়েছেন। কিন্তু ম্যাচ শেষ