ভাইরাল

আজকের দিনের সবথেকে সেরা পাঁচটি চুটকি

দিনের সবথেকে সেরা ৫ টি জোকস! নিজে পড়ুন নিজেও হাসুন এবং অপরকে ও হাসান। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে হয়ে যান চুটকি-চ্যাম্প।

funny

Viral Jokes: দিনের ক্লান্তি কাটিয়ে ফেলুন মনখুলে হেসে।

সারা দিনের কাজের মাঝে একটু হাসি অনার্জির পরিমাণ অনেকটা বাড়িয়ে দিতে পারে। আর হাসলে তো শুধু মন ভালো হয় না, চিকিৎসকরা বলেন, হাসলে ভালো থাকে শরীরও। কিন্তু হাসের সন্ধান পাবেন কোথায়? সেই কাজেই আপনাকে সাহায্য করছি আমরা। রইল দিনের সেরা পাঁচ জোকস। পড়ে নিলে ভালো থাকবে মন।

প্রথম:-এক অফিসের সব কর্মী সঠিক সময়ে পৌঁছে যান অফিসে।অফিসের বসকে তাঁর এক বন্ধু বললেন, ‘তোমার কর্মচারীদের কী এমন ভয় দেখিয়েছো যে সবাই এমন নিয়ম মেনে অফিস আসে?’বস হাসতে হাসতে বললেন, ‘ভয় কিছুই নয়। শুধু আমার অফিসে একটা চেয়ার কম। তাই যিনি শেষে আসেন, তাঁকে সারা দিন দাঁড়িয়ে থাকতে হয়।

দ্বিতীয়:-প্রথম বন্ধু: আমার বাবা দৌড়ে বিরাট চ্যাম্পিয়ন। একাই টেনিস খেলে। একবার এদিক থেকে বল মারে। বল ওদিক পৌঁছোনোর আগে নিজেই উলটো দিকে পৌঁছে যায়।দ্বিতীয় বন্ধু: আমার বাবা আরও বড় দৌড়বীর। বন্দুক থেকে গুলি ছোড়ার পরে, গুলি লক্ষ্যে পৌঁছোনোর আগেই পৌঁছে যায়।তৃতীয় বন্ধু: আর আমার বাবা সরকারি চাকরি করতেন। তিনি সবচেয়ে বড় দৌড়বীর। অফিস ছুটি হত ৫টায়, তিনি তিনটার সময়ই বাড়ি চলে আসতেন।

তৃতীয়:-ক্লাস ওয়ানের ঘরে এসে অদ্ভুত প্রশ্ন করলেন শিক্ষক। শিক্ষক: বল তো, সবচেয়ে হাসিখুশি প্রাণী কোনটি?পলাশ: হাতি স্যার!শিক্ষক: কেন?পলাশ:  দেখেন না স্যার, খুশিতে সব সময় তার দাত বের করে রাখে।

চতুর্থ:-শিক্ষক: বান্টি, বলো তো হাসার ইংরেজি প্রতিশব্দটি কী?বান্টি: লাফ।শিক্ষক: তাহলে হাসাহাসির ইংরেজি কি হবে?বান্টি: লাফালাফি স্যার!
পঞ্চম:-ইতিহাস ক্লাশে স্যার অরুণাভকে জিজ্ঞাসা করালেন, ‘বলো তো, আকবর জন্মেছিলেন কবে?’অরুণাভ: স্যার, এটা তো বইয়ে নেই! স্যার: কে বলেছে বইয়ে নেই! এই যে আকবরের নামের পাশে লেখা আছে- ১৫৪২- ১৬০৫! অরুণাভ: ও! ওটা জন্ম-মৃত্যুর তারিখ! আমি তো ভেবেছিলাম ওটা আকবরের ফোন নাম্বার। তাই তো বলি, এত্তোবার ট্রাই করলাম, রং নাম্বার বলে কেন!

Shares:

Related Posts

Serial

NEW POST : অনুরাগের ছোঁয়া, হাড্ডাহাড্ডি লড়াই ফুলকি-পর্ণার

এসে গেল আরও একটি বৃহস্পতিবার। আর দিনটিতেই বাংলা সিরিয়ালের ভাগ্য নির্ধারণ হয়। কোন ধারাবাহিক প্রথম পাঁচ থেকে ছিটকে গেল বা কোন সিরিয়ালের ভাগ্যের চাকা ঘুরল তারই বিচার হয় লক্ষ্মীবারে। নম্বরের
New post

West Bengal Weather Update : আজও বঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা নামল ঝটিতি

আজও টিপটিম থেকে ঝমঝম, বঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাসপূর্বাভাস থাকা সত্ত্বেও সোমবার বৃষ্টির মুখ দেখতে পায়নি কলকাতা। কালবৈশাখীও নয় ! আজ, মঙ্গলবার ও বুধবার  রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের
নিউজ

১ লা বৈশাখে আবহাওয়া কেমন থাকবে? 

রবিবার পয়লা বৈশাখ। আজ বাঙালি কেনাকাটিতেই ব্যস্ত থাকবে। গত দুদিন সেরম বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে (South Bengal)। বেড়েছে তাপমাত্রাও। আবহাওয়া দপ্তরের (Weather Department) পূর্বাভাস অনুযায়ী, এবার বদলাবে আবহাওয়া। আরও বাড়বে গরম।
বিনোদন

TV in Local Train: বাংলার লোকাল ট্রেনে টিভি, মন ভালো করা বিনোদন! চলছে কার্টুন, আর কী কী থাকছে?

একঘেয়ে সফর আর নয়। লোকাল ট্রেনে চলছে টিভি। চলছে কার্টুন। শৈশবে ফিরছেন অফিসযাত্রীরা। 1/5ব্যান্ডেল থেকে হাওড়া লোকাল ট্রেন। রোজকার কর্মস্থলে যাওয়া। কিংবা কলকাতায় অফিস সেরে ক্লান্ত শরীরে ব্যান্ডেলগামী লোকাল ট্রেনে
Show Comments (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *