News দেশ ও বিদেশ পশ্চিমবঙ্গ

আজই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট, প্রেসিডেন্সি জেলে পৌঁছল CBI-এর দল

আজই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের সম্ভাবনা! তবে সিবিআই সূত্রে খবর আজই হবে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট। কারণ আদালতের নির্দেশ ছিল আজ রবিবার এবং সোমবারের মধ্যেই এই পলিগ্রাফ টেস্ট করাতে হবে সঞ্জয়ের। আর তার ভিত্তিতে আজ সকাল ১১ টা ৩০ নাগাদ প্রেসিডেন্সি জেলে পৌছলো সিবিআই আধিকারিকদের দল। সঙ্গে রয়েছে একাধিক কেন্দ্রীয় বাহিনী জানা গেছে সেই মতো প্রশ্ন মালাও তৈরি করে নিয়ে এসেছে সিবিআই আধিকারিকরা।

তিলোত্তমাকে ধর্ষণ-খুনের অভিযোগ জেরায় অস্বীকার করেছে সঞ্জয় রায়। তাই খবর সূত্রের। সেমিনার রুমে সে একেবারেই ঢোকেনি, সিবিআই জেরায় নাকি এমনটাই দাবি ধৃতের। ‘সেমিনার রুমে শুধু উঁকি মেরে দেখেছি’, সিবিআই জেরায় পদে পদে বিভ্রান্তিকর বয়ান সঞ্জয়ের! আর সেই কারণেই শিয়ালদহ আদালতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ও ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করেন সিবিআইয়ের আধিকারিকরা। তারপরেই শিয়ালদহ আদালতের তরফে এই পলিগ্রাফ টেস্টের অনুমতি দেওয়া হয়। পাশাপাশি আরও ৪ চিকিৎসকের পলিগ্রাফ টেস্টের অনুমতি দেয় আদালত। শনিবারই সন্দীপ ঘোষ সহ এই ৪ চিকিৎসকের পলিগ্রাফ টেস্ট সম্পন্ন হয়েছে। বাকি ছিল এই সঞ্জয়। আজ প্রেসিডেন্সি জেলেই হবে তাঁর পলিগ্রাফ টেস্ট।

কিন্তু কীভাবে করা হবে এই পলিগ্রাফ টেস্ট। জানা গেছে, এই টেস্ট করার সময় ওই ব্যক্তিকে অর্ধ চেতন করে দেওয়া হয়। আর তাঁর জন্য শরীরে নির্দিষ্ট পরিমাণ ওষুধ প্রয়োগ করা হয়। সেই জন্য শারীরিক অবস্থা স্বাভাবিক রাখতে চলে নজরদারি। এরপর নির্দিষ্ট প্রশ্ন করে উত্তর খোঁজার চেষ্টা করা হয়। কারণ ওই সময় সংশ্লিষ্ট ব্যক্তি বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটাতে পারে না। আর তাই যে উত্তরের মাধ্যমে ঘটনা সম্পর্কে বিশদে জানা যায় সেই উত্তর পেতে নির্দিষ্ট প্রশ্ন করা হয়। মিথ্যা বললেই হৃদস্পন্দন ও রক্তচাপের পরিবর্তন হয়। মিথ্যা বললে অনেকে ঘামতে থাকে। পলিগ্রাফ টেস্টের রিপোর্ট আদালতে গ্রাহ্য নয়। শুধুমাত্র এই টেস্ট থেকে তদন্তের সুত্র মিলতে পারে।

Add Comment

Click here to post a comment

About Author

Sumana Mallick Jana

Meet Our Team Member – সুমনা মল্লিক জানা

সুমনা মল্লিক জানা হলেন Newpost.in-এর একজন নতুন, প্রতিশ্রুতিবদ্ধ এবং উদ্যমী সদস্যা, যিনি কনটেন্ট রিসার্চ ও এডিটিং বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি বাংলা ভাষায় তথ্যভিত্তিক, শিক্ষা ও বিনোদনমূলক কনটেন্ট তৈরি এবং উন্নত করার লক্ষ্যে কাজ করে চলেছেন।

একজন সংগঠিত ও দায়িত্বশীল লেখিকা হিসেবে সুমনা মল্লিক জানা সার্বিক কনটেন্টের গুণগত মান বজায় রাখা এবং পাঠকের উপযোগী করে তোলার জন্য সমানভাবে নিবেদিত। তিনি মূলত বাংলা সিরিয়ালের রিভিউ, সমাজ সচেতনতা ভিত্তিক ব্লগ এবং মহিলাদের কর্মসংস্থান সংক্রান্ত বিষয়ে বিশেষ আগ্রহ রাখেন।

🎯 দায়িত্ব ও অবদান:

কনটেন্ট প্রুফরিডিং ও এডিটিং

ট্রেন্ডিং টপিক রিসার্চ এবং লেখার পরিকল্পনা

মহিলা ও শিশু সংক্রান্ত সচেতনতামূলক কনটেন্ট তৈরিতে অংশগ্রহণ

বাংলা সাহিত্য এবং সিরিয়াল বিশ্লেষণ সম্পর্কিত বিভাগে অবদান রাখা

📚 দক্ষতা:

বিশ্লেষণধর্মী লেখা

বাংলা ভাষার প্রতি গভীর ভালোবাসা

SEO-সহজ লেখনী শৈলী

পাঠকের দৃষ্টিভঙ্গি বোঝার কৌশল

🏡 ব্যক্তিগত পরিচিতি:

নাম: সুমনা মল্লিক জানা

পদবি: কনটেন্ট এডিটর ও রিসার্চ সহকারী

অঞ্চল: চাউলখোলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ

যোগদান: ২০২5 সালে

পছন্দের বিষয়: সাহিত্য, সমাজনীতি, বাংলা টেলিভিশন

Log In

Forgot password?

Forgot password?

Enter your account data and we will send you a link to reset your password.

Your password reset link appears to be invalid or expired.

Log in

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.