IPLখেলা

IPL 2024 List Bangla :: IPL 2024 :: প্রথম ১৫ দিনে ২১টি ম্যাচের সূচি ঘোষণা করল BCCI, শুরুতেই CSK বনাম RCB, আই পি এল সূচি

লোকসভা ভোটের জন্য অতীতে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ দেশের বাইরে অনুষ্ঠিত হয়েছে। আবার ভোটের মাঝেই এদেশে আইপিএল অনুষ্ঠিত হওয়ার নজিরও রয়েছে। এবছর সাধারণ নির্বাচনের জন্য এদেশে নির্বিঘ্নে আইপিএল আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছিল। যদিও বিসিসিআই আগাগোড়া ভারতের মাটিতেই টুর্নামেন্ট আয়োজনে বদ্ধপরিকর ছিল। শেষমেশ নিজেদের অবস্থানে অনড় থাকে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার আইপিএল ২০২৪-এর জন্য সূচি ঘোষণা করে বিসিসিআই। যদিও পুরো টুর্নামেন্টের জন্য নয়, বরং প্রথম ১৫ দিনের জন্য ক্রীড়াসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় বিসিসিআইয়ের তরফে। ডাবল হেডার-সহ প্রথম ১৫ দিনে খেলা হবে মোট ২১টি ম্যাচ।

কবে শুরু হবে আইপিএল ২০২৪:-

আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৪-এর উদ্বোধনী ম্যাচ।

উদ্বোধনী ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে:-

চেন্নাইয়ের এমএ চিদম্বরাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৪-এর উদ্বোধনী ম্যাচ। অর্থাৎ, শুরুতেই হোম ম্যাচে মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনিরা।

উদ্বোধনী ম্যাচে কোন কোন দল অংশ নেবে:-

উদ্বোধমী ম্যাচে সম্মুখসমরে নামবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

প্রথম ১৫ দিনের আইপিএল সূচি:-

১. চেন্নাই বনাম আরসিবি- ২২ মার্চ (চেন্নাই, ৭টা ৩০)।
২. পঞ্জাব বনাম দিল্লি- ২৩ মার্চ (মোহালি, ৩টে ৩০)।
৩. কলকাতা বনাম হায়দরাবা- ২৩ মার্চ (কলকাতা, ৭টা ৩০)।
৪. রাজস্থান বনাম লখনউ- ২৪ মার্চ (জয়পুর, ৩টে ৩০)।
৫. গুজরাট বনাম মুম্বই- ২৪ মার্চ (আমদাবাদ, ৭টা ৩০)।
৬. আরসিবি বনাম পঞ্জাব- ২৫ মার্চ (বেঙ্গালুরু, ৭টা ৩০)।
৭. চেন্নাই বনাম গুজরাট- ২৬ মার্চ (চেন্নাই, ৭টা ৩০।
৮. হায়দরাবাদ বনাম মুম্বই- ২৭ মার্চ (হায়দরাবাদ, ৭টা ৩০)।
৯. রাজস্থান বনাম দিল্লি- ২৮ মার্চ (জয়পুর, ৭টা ৩০)।
১০. আরসিবি বনাম কলকাতা- ২৯ মার্চ (বেঙ্গালুরু, ৭টা ৩০)।
১১. লখনউ বনাম পঞ্জাব- ৩০ মার্চ (লখনউ, ৭টা ৩০)।

১২. গুজরাট বনাম হায়দরাবাদ- ৩১ মার্চ (আমদাবাদ, ৩টে ৩০)।
১৩. দিল্লি বনাম চেন্নাই- ৩১ মার্চ (ভাইজ্যাগ, ৭টা ৩০)।
১৪. মুম্বই বনাম রাজস্থান- ১ এপ্রিল (মুম্বই, ৭টা ৩০)।
১৫. আরসিবি বনাম লখনউ- ২ এপ্রিল (বেঙ্গালুরু, ৭টা ৩০)।
১৬. দিল্লি বনাম কলকাতা- ৩ এপ্রিল (ভাইজ্যাগ, ৭টা ৩০)।
১৭. গুজরাট বনাম পঞ্জাব- ৪ এপ্রিল (আমদাবাদ, ৭টা ৩০)।
১৮. হায়দরাবাদ বনাম চেন্নাই- ৫ এপ্রিল (হায়দরাবাদ, ৭টা ৩০)।
১৯. রাজস্থান বনাম আরসিবি- ৬ এপ্রিল (জয়পুর, ৭টা ৩০)।
২০. মুম্বই বনাম দিল্লি- ৭ এপ্রিল (মুম্বই, ৩টে ৩০)।
২১. লখনউ বনাম গুজরাট- ৭ এপ্রিল (লখনউ, ৭টা ৩০)।

Shares:

Related Posts

IPL

RCB তার ঘরে হায়দ্রাবাদ কে হারাতে পারবে ?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে বেঙ্গালুরু হয়েছে টিম। বদলেছে লোগো। টিমে যোগ দিয়েছেন নতুন মাস্টারমাইন্ড। সব কিছু বদলেও যেন কিছুই বদলায়নি। এ বারের আইপিএলে আধডজন ম্যাচ খেলে পাঁচটিতেই হার। টুর্নামেন্টের শুরুটাই
খেলা

T20 World Cup 2024:-

টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে বাদ একাধিক মহাতারকা? স্কোয়াডে অনেক চমক! জেনে নিন বিস্তারিত ভাবে। ICC T20 World Cup 2024, Team India Squad: টি-২০ বিশ্বকাপে সেরা দল পাঠাতে চাইছে ভারতীয় ক্রিকেট
মহম্মদ শামি
খেলা

ভারতের টি২০ দল ঘোষিত, ৪৩১ দিন পর ভারতের জার্সিতে নামবেন শামি

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারত। দলে ফিরেছেন মহম্মদ শামি। ৪৩১ দিন পরে ইডেন গার্ডেন্সে প্রত্যাবর্তন হবে বাংলার পেসারের। নজর ছিল মহম্মদ শামির দিকে। ভারতীয় দলে তিনি ফিরতে
IPL

LSG vs DC  Team Preview ,  Match Number 26:

পর পর দুটো ম্যাচে হারের ধাক্কা থেকে বেরিয়ে আসতে পারবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম? চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়ের ধারা আর ধরে রাখতে পারেনি দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্সের কাছে ১০৬