![]() |
This photo upload by fb |
নায়িকার গোপনাঙ্গ নিয়ে অদ্ভুত তামাশা, এরা কারা!
যে কোনও নায়িকাকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হতে হয়। এজন্য তাঁরা প্রস্তুতও থাকেন। কিন্তু তাই বলে জনসমক্ষে এমন কথা?
আয়েষা টাকিয়া
হাইলাইটস
আজ থেকে প্রায় ৭ বছর আগের।
সম্প্রতি তা জনসমক্ষে এল কীভাবে?
পরিচালক অশোক পণ্ডিত ভিডিয়োটি খুঁজে তাতে
শাবানা আজমি, রিচা চাড্ডা এবং স্বরা ভাস্করকে ট্যাগ করেছেন।
এই সময় বিনোদন ডেস্ক: যে কোনও নায়িকাকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হতে হয়। এজন্য তাঁরা প্রস্তুতও থাকেন। কিন্তু তাই বলে জনসমক্ষে এমন কথা? সম্প্রতি স্ট্যান্ড আপ কমেডিয়ান বরুণ গ্রোভার একটি অনুষ্ঠানে সরাসরি তাক করলেন আয়েষা টাকিয়ার গোপনাঙ্গের দিকে। আর সেই ভিডিয়োই এবার ভাইরাল হল ফেসবুকে। তীর্যক যৌন মন্তব্যের জন্য বরুণের দিকে ধেয়ে আসছে প্রতিবাদের তীর।
তবে ভিডিয়োটি কিন্তু আজকের নয়। আজ থেকে প্রায় ৭ বছর আগের। সম্প্রতি তা জনসমক্ষে এল কীভাবে? পরিচালক অশোক পণ্ডিত ভিডিয়োটি খুঁজে তাতে শাবানা আজমি, রিচা চাড্ডা এবং স্বরা ভাস্করকে ট্যাগ করেছেন। সেইসঙ্গে তিনি বলেছেন বরুণ এভাবে আয়েষার একপ্রকার শ্লীলতাহীনি করলেন।
তবে ঘটনায় এখনও আয়েষার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Add Comment