একটা সময় জোর জল্পনা রটেছিল যে শাহিদ আফ্রিদিকে নাকি মন দিয়েছেন সোনালি বেন্দ্রে। তাঁদের প্রেমের গুঞ্জন রীতিমত মুখর হয়ে উঠেছিল। কিন্তু ব্যাপারটা কি সত্যিই ঘটেছিল? অবশেষে মুখ খুললেন পাক তারকা ক্রিকেটার। কী জানালেন এই জল্পনা নিয়ে?
একটা সময় জোর জল্পনা রটেছিল যে শাহিদ আফ্রিদিকে নাকি মন দিয়েছেন সোনালি বেন্দ্রে। তাঁদের প্রেমের গুঞ্জন রীতিমত মুখর হয়ে উঠেছিল। কিন্তু ব্যাপারটা কি সত্যিই ঘটেছিল? অবশেষে মুখ খুললেন পাক তারকা ক্রিকেটার। কী জানালেন এই জল্পনা নিয়ে?

কী ঘটেছে?
৯০ এর দশকে জোর গুঞ্জন রটেছিল সোনালি বেন্দ্রের সঙ্গে নাকি প্রেম করছেন শাহিদ আফ্রিদি। যদিও এসব জল্পনা কল্পনা নিয়ে কখনই মুখ খোলেননি তাঁরা কেউই। তবে এত বছর পর অবশেষে নীরবতা ভাঙলেন পাক তারকা ক্রিকেটার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই গুঞ্জনের নেপথ্যে থাকা সত্য উদঘাটন করলেন তিনি।
আরও পড়ুন: রামায়ণের জন্য ‘শুদ্ধ’ হতে খেয়েছেন নিরামিষ, গুজব রটতেই চটে লাল ‘সীতা’! পল্লবী বললেন, ‘আর যদি কাউকে খবরের নামে…’
আর্টস কাউন্সিল করাচিকে দেওয়া একটি সাক্ষাৎকারে শাহিদকে জিজ্ঞেস করা হয়, ‘আপনার বিয়েটা অনেক জলদি হয়ে গিয়েছিল। কিন্তু যখন আমরা বড় হচ্ছি তখন আমরা শুনেছিলাম যে সোনালি বেন্দ্রে নাকি আপনার উপর দারুণ ফিদা ছিলেন। তো এটা খালি বন্ধুত্ব ছিল নাকি ওঁর সত্যিই আপনাকে নিয়ে কোনও আগ্রহ ছিল? সত্যিটা কী?’
এই প্রশ্নের জবাবে শাহিদ আফ্রিদি বলেন, ‘এখন তো তুমি আমায় দাদু বানিয়ে দিয়েছ। আর দাদুর থেকে এসব শুনতে চাইছ! ডিলিট করো ভাই।’ তাঁর এই উত্তর শুনে যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন সেই ব্যক্তি বলেন, ‘ঠিক আছে ডিলিট করে দিচ্ছি। যাঁদের বোঝার তাঁরা এই ইশারা থেকেই বুঝে যাবেন।’ শাহিদ আফ্রিদি আবারও বলেন, ‘এখন তো আমরা বড় হয়ে গিয়েছি।’
আরও পড়ুন: ‘মাধুরীর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?’ দর্শকের প্রশ্নে স্মৃতির সাগরে ভাসলেন নানা! মুগ্ধতা প্রকাশ করে কী বললেন KBC -তে?
আরও পড়ুন: স্কুল চলাকালীন আচমকাই শুরু প্রথম ঋতুস্রাব! অনন্যা বললেন, ‘ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছি আমার বুঝি…’
প্রসঙ্গত ২০০২ সালে সোনালি বেন্দ্রে গোল্ডি বেহলকে বিয়ে করেন। তাঁর সঙ্গেই গত ২২ বছর ধরে সুখে সংসার করছেন। গোল্ডি অভিনেত্রীর অসুস্থতার সময় তাঁকে আগলেও রেখেছিলেন বলে জানিয়েছেন সোনালি। অভিনেত্রীকে শেষবার ব্রেকিং নিউজে দেখা গিয়েছে।
Add Comment