হোটেলের ঘর দেখানোর নাম করে পর্যটককে গণধর্ষণের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের দিঘায়। অভিযোগ, বাধা দিতে গেলে সঙ্গীকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়। বিষয়টি প্রকাশ্যে আসতে তীব্র শোরগোল তৈরি হয়েছে এলাকায়।
তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর, ঘটনায় জড়িত আরও দু’জন পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। শনিবার রাতে দিঘার রতনপুরেরব কাছে ঘটনাটি ঘটেছে।
প্রসঙ্গত, রবিবার সকালে দিঘার বাইপাসের ধারের একটি খাল থেকে উদ্ধার হয়েছিল একটি কাটা মাথা। তারপরই এই গণধর্ষণের ঘটনা সামনে আসায় সামগ্রিকভাবে পর্যটন শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রের খবর, ধৃত দু’জনের বিরুদ্ধে ধর্ষণ, মারধর এবং চুরি, ছিনতাইয়ের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। সোমবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বান্ধবীকে নিয়ে দিঘায় পৌঁছন এক ব্যক্তি। দিঘার বিচে ঘোরাফেরা করার সময় দু’জন ব্যক্তি নিজেদের স্থানীয় বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে আলাপ জমান। কম পয়সায় ভাল হোটেল খুঁজে দেবেন বলে জানান।
পুলিশকে ওই নির্যাতিতা পর্যটক জানিয়েছেন, দিঘার রতনপুরের কাছে তাঁদের নিয়ে যাওয়া হয়। এলাকাটি ফাঁকা। পাশেই জঙ্গল। সেখানেই পুরুষ বন্ধুর হাত, পা বেঁধে ফেলে রেখে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই দুই অপরিচিত ব্যক্তির সঙ্গে আরও দু’জন ছিল বলে পুলিশকে জানান নির্যাতিতা। এলাকার সিসিটিভি খতিয়ে দেখে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
GIPHY App Key not set. Please check settings