IPLখেলা

আইপিএলের ‘এল ক্ল্যাসিকো’, ওয়াংখেড়েতে আজকের মহারণ মুম্বই ও আরসিবির

আইপিএলে ওয়াংখেড়েতে মহারণ! আইপিএলের ‘এল ক্ল্যাসিকো’! মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ২৯ রানে জয়লাভ করে চলতি আইপিএলে নিজেদের খাতা খুলেছে হার্দিক পান্ডিয়ার দল। সেই ম্যাচে বহুদিন বাদে মুম্বইকে চেনা ছন্দে দেখা গিয়েছিল আইপিএলে। আরসিবি’র বিরুদ্ধেও সেই ছন্দ অব্যাহত রাখতে পারবে কি না নীতা আম্বানির দল, তা নিয়ে জোর চর্চা ওয়াকিবহামহলে।

অন্যদিকে, এখনও পর্যন্ত চলতি আইপিএলে তেমন ছাপ ফেলতে পারেনি আরসিবি। টানা তিন ম্যাচে হেরেছে ফাফ দু’প্লেসির দল। যার মধ্যে দুটি ম্যাচ ছিল তাদের নিজেদের ঘরের মাঠেই। ব্যাটারদের দুর্দান্ত ফর্ম থাকলেও আরসিবি টিম ম্যানেজমেন্টকে আসলে চিন্তায় রেখেছে তাদের বোলিং বিভাগের ব্যর্থতা। অতীতের ভুল শুধরে মুম্বইয়ের বিরুদ্ধে ঝাঁপাতে তৈরি বিরাট কোহলির দল। কিন্তু বিরাট কোহলি জানিয়েছেন তার  ভয়ের  কারণ হল বুমরাহ।,

Boom boom

অন্যদিকে, এখনও পর্যন্ত চলতি আইপিএলে তেমন ছাপ ফেলতে পারেনি আরসিবি। টানা তিন ম্যাচে হেরেছে ফাফ দু’প্লেসির দল। যার মধ্যে দুটি ম্যাচ ছিল তাদের নিজেদের ঘরের মাঠেই। ব্যাটারদের দুর্দান্ত ফর্ম থাকলেও আরসিবি টিম ম্যানেজমেন্টকে আসলে চিন্তায় রেখেছে তাদের বোলিং বিভাগের ব্যর্থতা। অতীতের ভুল শুধরে মুম্বইয়ের বিরুদ্ধে ঝাঁপাতে তৈরি বিরাট কোহলির দল।

ওয়াংখেড়ের পাটা পিচে বড় রান হবে আশা ক্রিকেট বিশেষজ্ঞদের। যদিও, পিচে শিশির-এফেক্টের কারণে পরে ব্যাট করতে নামা দল বেশি সুবিধা পায় এখানে। দুই দলেরই ব্যাটিং শক্তি যেহেতু দুর্দান্ত, তাই বড় স্কোরিং ম্যাচ দেখা নিয়ে একপ্রকার নিশ্চিত অনুরাগীরাও।

RoKo

আজকের দুই প্রধান খেলোয়াড়ের দিকে নজর থাকবে।,

#@newpost.in

 

 

Shares:

Related Posts

IPL

GT vs RCB Dream11 SCORE:

রেকর্ড রান তুলেও স্বল্প ব্যবধানে ম্যাচ জিতছে সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার ঘরের মাঠে ২০০ তুলেও উড়ে গেল গুজরাত টাইটান্স। ৪ ওভার বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
IPL

MI vs CSK DREAM 11 PREVIEW:

রবিবাসরীয় সন্ধ্যায় আরব সাগরের তীরে আইপিএলের দুই সফলতম দলের দ্বৈরথ। রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ৫ বার করে আইপিএল খেতাব জিতেছে।যদিও দুজনের
IPL

MI vs PBKS DREAM11 PREDICTION

অতীতেও আইপিএলে খুবই মন্থর শুরু হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গিয়ার শিফ্ট করে ঘুরেও দাঁড়িয়েছে। সে সময় ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে পাঁচ বার আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। এ মরসুমে রোহিতকে
IPL

অরেঞ্জ ক্যাপের দৌড়ে  এগোচ্ছেন KKR-এর সল্ট:

আইপিএল ২০২৪-এর অরেঞ্জ ক্যাপের দৌড়ে তরতরিয়ে এগোচ্ছেন কেকেআরের ফিল সল্ট। সোমবার ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলার সুবাদে টুর্নামেন্টের সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় পাঁচ
Show Comments (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *