রোহিতের সেঞ্চুরি
৬১ বলে আইপিএলের দ্বিতীয় শতরান হাঁকালেন রোহিত শর্মা। তবে দুর্ভাগ্যবশত তিনি মুম্বইকে জেতাতে পারবেন না।
গত ওভারে ১৯ রান উঠেছিল। মনে হচ্ছিল ম্যাচের শেষ ওভার পর্যন্ত লড়াই চলবে। কিন্তু পরের ওভারেই ফের ধাক্কা। ফের সেই পাথিরানা। অনেকে তাঁর বোলিং অ্যাকশনের জন্য তাঁর মধ্যে মালিঙ্গার ছায়া দেখতে পান। সেই মালিঙ্গার উপস্থিতিতেই তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত ছন্দে পাথিরানা। মালিঙ্গার মতোই ঠিকানা লেখা ইয়র্কারে ভাঙলেন রোমারিও শেফার্ডের উইকেট। ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলল মুম্বই।

১৭ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১৫৯/৬। শেষ দুই ওভারে মুম্বইয়ের জয়ের জন্য প্রয়োজন ৪৭ রান। পল্টনদের শেষ ভরসা রোহিত।চাপে মুম্বই
ব্যাট হাতে প্রভাব ফেলতে ব্যর্থ অধিনায়ক হার্দিক। মাত্র দুই রানে পাণ্ড্যকে ফেরালেন মুম্বইয়ের ঘরের ছেলে তুষার। ওভারে মাত্র তিন রান দিয়ে নিলে এক উইকেট। ১৬ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১৩৫/৪। মুম্বইয়ের যে চাপ বাড়ছে, তা বলাই বাহুল্য।
পাথিরানার তৃতীয় সাফল্য
একদিকে যেখানে মুম্বই ব্যাটারদের ছেকাতে হিমশিম খাচ্ছেন সিএসকের বাকি বোলাররা, সেখানে মাথিশা পাথিরানা দুরন্ত ছন্দে বোলিং করছেন। তিলক বর্মাকে ৩১ রানে ফিরিয়ে ম্যাচে নিজের তৃতীয় সাফল্যে পেলেন তিনি। ১৩০ রানে তৃতীয় উইকেচ হারাল পল্টনরা। মুম্বইকে জয়ের হ্যাটট্রিক করতে হলে ৩৭ বলে আরও ৭৭ রান করতে হবে।


ক্যাচ মিস
রবীন্দ্র জাডেজার বলে ১১তম ওভারে স্যুইপ মারতে গিয়ে সঠিক সংযোগ ঘটাতে পারেননি রোহিত শর্মা। ফাইন লেগ থেকে অনেকটা ছুটে এসে বলের নাগালও পেয়ে যান তুষার দেশপাণ্ডে। তবে তিনি নিজেকে সামলাতে পারেননি। বল তাঁর হাতে লেগে বাউন্ডারি পার চলে যায়। শতরানের গণ্ডিও পার করে ফেলে মুম্বই। ১১ ওভার শেষে প্লটনদের স্কোর ১০৮/২। রোহিত ৬৬ রানে ব্যাট করছেন।
GIPHY App Key not set. Please check settings