নিউজপশ্চিমবঙ্গ

BJP ফ্লেক্সি পুড়িয়ে দেওয়ার অভিযোগ TMC ওপর:

নির্বাচনী প্রচার একেবারে শেষ লগ্নে। জোর কদমে চলছে প্রস্তুতি। আগামীকাল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। প্রথম দফার নির্বাচন হবে ৩ কেন্দ্রে। তার আগে ২ জায়গায় বিজেপির নির্বাচনী কার্যালয়ে পোস্টার ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। বিষ্ণুপুর এবং বলাগড়ে বিজেপির পোস্টার পোড়ানোর অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল.

লোকসভা উপলক্ষে বিষ্ণুপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডে অস্থায়ী নির্বাচনী কার্যালয় করেছিল বিজেপি। অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দলের ছবি ও পতাকা ছিঁড়ে ফেলে দেয়। অন্যদিকে, এদিনই বলাগড়ের জিরাট বাসস্ট্যান্ড সংলগ্ন হাসপাতাল মোরে বিজেপির কার্যালয়ের সামনে ফ্লেক্স ছিঁড়ে আগুন পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির পার্টি অফিসের সামনে চালা ঘেরা ছিল ফ্লেক্স, হোর্ডিং। তাতে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সভাপতি জেপি নাড্ডা, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের ছবি ছিল। সে সব ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।বিজেপির স্থানীয় নেতৃত্ব জানিয়েছে, গতকাল বলাগড় জুড়ে রামনবমীর উৎসব পালিত হয়। এরপর গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করে। ঘটনা জানাজানি হতেই আজ সকালে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে যান। এই ঘটনায় বলাগড় থানায় অভিযোগ জানায় বিজেপি।

এবিষয়ে বিজেপির যুব মোর্চার সম্পাদক চিরঞ্জিত রায় বলেন, ‘লকেট চট্টোপাধ্যায়ের ৫ বছরের কাজের খতিয়ান তুলে ধরে ফ্লেক্স ছিল। সেগুলি আগুনে পুড়িয়ে দিয়েছে শাসক দলের লোকজন। তবে এভাবে বিজেপিকে আটকানো যাবে না।’ জিরাট মণ্ডলের বিজেপি সম্পাদক অনিমেষ দেবনাথের অভিযোগ, গতকাল রামনবমীর শোভাযাত্রায় প্রচুর মানুষ হয়েছে। তা দেখে ভয় পেয়ে গিয়েছে তৃণমূল। তাই এসব করছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

অন্যদিকে, নদিয়ার  নবদ্বীপে তৃণমূলের ফেস্টুন, ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর প্রচারের ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। নবদ্বীপ শহরের ৫ নং ওয়ার্ডের প্রতাপনগর বাজার এলাকায় এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর ঝন্টু লাল দাস সহ নবদ্বীপ থানার পুলিশ।তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই সব কাজ করেছে।

Shares:

Related Posts

নিউজ

  ২০২৪ জিতলে দেশে আমূল বদলের বার্তা BJP:

  অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিগত বেশ কয়েক বছর ধরেই দেশে সরব হতে শোনা গিয়েছে একাধিক বিজেপি নেতাকে। এরই মধ্যে উত্তরাখণ্ডে চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। আগামীতে গোটা দেশে কার্যকর করার
নিউজ

 West   Medinipur Weather Update :  বঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা নামল ঝটিতি

Edit by_ New post.in আজও টিপটিম থেকে ঝমঝম, বঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাসপূর্বাভাস থাকা সত্ত্বেও সোমবার বৃষ্টির মুখ দেখতে পায়নি কলকাতা। কালবৈশাখীও নয় ! আজ, মঙ্গলবার ও বুধবার  রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস
নিউজ

ইরান থেকে প্রায় ২০০টি ড্রোন ছোড়া হয়েছিল ইজ়রায়েলি ভূখণ্ড লক্ষ্য করে:

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে, কী ভাবে একের পর এক ইরানি ড্রোনকে ধ্বংস করে দিচ্ছে ইজ়রায়েল, আমেরিকার গুলি। দেখে মনে হচ্ছে রাতের আকাশে যেন আতশবাজির খেলা শুরু হয়েছে।
দেশ ও বিদেশ

Anti Tank Guided Missile in Sikkim:

সিকিমের পাহাড়ে বিশেষ মিসাইলের মহড়ায় ভারতীয় সৈন্য দল, থরথর করে কাঁপবে শত্রুপক্ষ। সিকিমের পাহাড়ে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের পরীক্ষা দিল ভারতীয় সেনা। প্রায় ১৭,০০০ ফুট উচ্চতায় এই পরীক্ষায় সফলতা পায় 
Show Comments (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *