নিউজপশ্চিমবঙ্গ

ভোর রাতে ট্রাকের ধাক্কায় মৃত্যু  ৯ জনের:

ভোররাত ৩ টে নাগাদ ভ্যান ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটে গেল রাজস্থানের ঝালোয়ারে। পুলিশ জানিয়েছে ভ্যান আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। গোটা ঘটনায় আতঙ্কের রেশ এলাকায়।

রবিবার ভোররাত ৩ টে নাগাদ ভোপাল-ঝালোয়ার হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে যায়। পুলিশ জানিয়েছে, ১০ জনকে নিয়ে ওই ভ্যান যাচ্ছিল রাস্তা দিয়ে। ভোররাতে ওই ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে যায় ট্রাকের। জানা গিয়েছে বিয়েবাড়ি থেকে ফিরছিল ভ্যানটি। ভ্যানে যাঁরা ছিলেন তাঁরা সকলেই বিয়েবাড়ি থেকে আসছিলেন।

আকলেরা পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার সন্দীপ বিষ্ণোই জানিয়েছেন, মধ্যপ্রদেশে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল ভ্যানটি। ভ্যানে চড়েছিলেন ১০ জন। আর ভোররাতে সেই ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় ট্রাকের। মুহূর্তে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অনেকে। পুলিশ জানিয়েছে, ট্রাক ভুল দিক দিয়ে আসছিল। তার কারণেই এই দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা ট্রাকটি ভোররাতে ওই ভ্যানকে ধাক্কা মারে বলে জানিয়েছে পুলিশ।

এনএইচ ৫২ তে এই দুর্ঘটনার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পরই স্থানীয়রা সেখানে দৌড়ে যান। আহত অবস্থায় অনেককেই হাসপাতালে নিয়ে যান তাঁরা। তবে হাসপাতালে নিয়ে যেতেই ৯ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে ১ জন গুরুতর আহত ছিলেন। তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

Shares:

Related Posts

IPL

PBKS vs MI DREAM11 TOP TEAM:

আশুতোষ শর্মার দুরন্ত লড়াই সত্ত্বেও ১৮৩ রানে অল আউট হয়ে গেল পাঞ্জাব কিংস। ৯ রানে রুদ্ধশ্বাস ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স। মোড় ঘোরানো উইকেটপাঞ্জাবকে জয়ের দোরগোড়ায় এনে দিয়েছেন। কিন্তু ম্যাচ শেষ
নিউজ

রামনবমীর শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ তুলেন বিজেপি:

লোকসভা ভোটের মুখে রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে হিংসা ছড়াল পূর্ব মেদিনীপুরের এগরায়। জানা গিয়েছে, গতকাল রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন এলাকার মতোই এগরাতেও শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই শোভাযাত্রা যখন এগরার কলেজ
নিউজ

বজ্রবিদ্যুৎ-সহ অকাল বর্ষণ, বইবে ঝোড়ো হাওয়াও; বঙ্গে দুর্ভোগ কতদিন?

চৈত্রের শুরুতে পালা করে ধারাপাত বাংলায় । বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার জন্যই এই অকাল বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে । ভূপৃষ্ঠ থেকে সামান্য উপরে অবস্থান করছে নিম্নচাপ
New post

এবার থেকে ৫৬ বছর পরে Free চিকিৎসা হবে:

নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমা সংস্থাগুলি বয়সের কারণ দেখিয়ে আর স্বাস্থ্যবিমা করা আটকাতে পারবে না। চাইলে সংস্থাগুলি প্রবীণ নাগরিক, পড়ুয়া, গর্ভবতীদের আলাদা আলাদা পলিসি তৈরি.চিকিৎসা পদ্ধতির উন্নতির সঙ্গে
Show Comments (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *