Home » All Layouts » অরেঞ্জ ক্যাপের দৌড়ে  এগোচ্ছেন KKR-এর সল্ট:
IPL খবর খেলা পশ্চিমবঙ্গ

অরেঞ্জ ক্যাপের দৌড়ে  এগোচ্ছেন KKR-এর সল্ট:

#image_title

আইপিএল ২০২৪-এর অরেঞ্জ ক্যাপের দৌড়ে তরতরিয়ে এগোচ্ছেন কেকেআরের ফিল সল্ট। সোমবার ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলার সুবাদে টুর্নামেন্টের সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় পাঁচ নম্বরে উঠে আসেন কেকেআরের ব্রিটিশ তারকা। ৯টি ইনিংসে তিনি সাকুল্যে ৩৯২ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ৪টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৮৯ রানের। সল্ট এখনও পর্যন্ত ৪৪টি চার ও ২২টি ছক্কা মেরেছেন। ছবি- এএনআই।

 ইডেনে কেকেআরের বিরুদ্ধে ২৭ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলার পথে আইপিএল ২০২৪-এর অরেঞ্জ ক্যাপের দৌড়ে চার নম্বরে উঠে আসেন দিল্লি দলনায়ক ঋষভ পন্ত। ১১টি ইনিংসে ব্যাট করতে নেমে তিনি সাকুল্যে ৩৯৮ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ৩টি। পন্তের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৮৮ রানের। ঋষভ এখনও পর্যন্ত চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ৩১টি চার ও ২৪টি ছক্কা মেরেছেন। ছবি- এএনআই।

 আইপিএল ২০২৪-এর অরেঞ্জ ক্যাপ যথরীতি নিজের দখলে রেখেছেন বিরাট কোহলি। আরসিবি তারকা ১০টি ইনিংসে ব্যাট করতে নেমে সংগ্রহ করেছেন ৫০০ রান। তিনি ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি করেছেন এখনও পর্যন্ত। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১১৩ রানের। তিনি ৪৬টি চার ও ২০টি ছক্কা মেরেছেন। চলতি আইপিএলে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় বিরাট রয়েছেন সবার উপরে। ছবি- এএফপি।

রুতুরাজ গায়কোয়াড় চলতি আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। অর্থাৎ, চেন্নাই দলনায়ক চলতি আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। ৯টি ইনিংসে ব্যাট করতে নেমে রুতুরাজ সাকুল্যে ৪৪৭ রান সংগ্রহ করেছেন এখনও পর্যন্ত। তিনি ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১০৮ রানের। তিনি ৪৮টি চার ও ১৩টি ছক্কা মেরেছেন। ছবি- এএফপি। 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Log In

Forgot password?

Forgot password?

Enter your account data and we will send you a link to reset your password.

Your password reset link appears to be invalid or expired.

Log in

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.