
টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে বাদ একাধিক মহাতারকা? স্কোয়াডে অনেক চমক! জেনে নিন বিস্তারিত ভাবে।
ICC T20 World Cup 2024, Team India Squad: টি-২০ বিশ্বকাপে সেরা দল পাঠাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এবারের ভারতীয় দল কেমন হবে তা নিয়ে রয়েছে অনেক রহস্য।
২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় বসছে এবারের টি-২০ বিশ্বকাপের আসর। ভারতীয় ক্রিকেট দল ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করতে চলেছে

টি-২০ বিশ্বকাপের দলে যাকে নিয়ে সবথেকে বেশি জল্পনা তিনি হলেন বিরাট কোহলি। কারণ কোহলির টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া উচিত কিনা তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। অনেকেই প্রশ্ন তুলছেন কোহলির স্ট্রাইকরেট নিয়ে। তবে অনেকেই মনে করেন মিডল অর্ডারে কোহলি ছাড়া টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল কোনমতেই ভাবা যায় না।

আরও কয়েকটি ক্ষেত্রে টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে আরও কয়েকটি মহাচমক দিতে পারে বোর্ড। হার্দিক পান্ডিয়ার বদলে দলে সুযোগ পেতে পারেন শিবম দুবে। অথবা দুজনই একসঙ্গে এই যাত্রায় যেতে পারেন।
এছাড়াও দলে সুযোগ নাও পেতে পারেন ইশান কিশান, অক্ষর প্যাটেলরা। এমনকী সাম্প্রতিক খারাপ ফর্মের কারণে নজরে রয়েছে শুভমান গিলের মত ক্রিকেটার। সুযোগ পেতে পারেন আইপিএলের বর্তমান স্পিড গান মায়াঙ্ক যাদব। ১৫ জনের স্কোয়াড বাছতে গিয়ে বিসিসিআই নির্বাচকদের কালঘাম ছুটবে তা বলার অপেক্ষা রাখে না।
পিটিআইয়ের একটি প্রতিবেদন অনুসারে, এপ্রিলের শেষ সপ্তাহতেই ঘোষণা করা হতে পারে টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল। আইসিসির নিয়ম অনুযায়ী পয়লা মে-র মধ্যে প্রতিটি দেশকে তাদের ১৫ জলের দল জমা দিতে হবে। আর ২৫ মে-র মধ্যে দলে বদল করা যাবে।
এক নজরে দেখে নিন আসন্ন টি-২০ বিশ্বকাপের ভারতের সম্ভাব্য স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই / মায়াঙ্ক যাদব

GIPHY App Key not set. Please check settings