গত ৯ ই আগস্ট রাতে কলকাতার আরজি কর (RG Kar Incident) মেডিকেল কলেজে ঘটে গিয়েছে এক নারকীয় ঘটনা। এক তরুণী চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে বলে অভিযোগ। যার প্রতিবাদে তোলপাড় চলছে গোটা রাজ্য জুড়ে। প্রতিবাদে সামিল হয়েছেন তারকাদের একাংশ। এদের মধ্যে থেকে কেউ কেউ আবার প্রতিবাদ করতে গিয়ে কটাক্ষের মুখেও পড়েছেন। যেমন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।
আরজি কর ঘটনার পরিপ্রেক্ষিতে দফায় দফায় চলছে প্রতিবাদ কর্মসূচি। গত ১৪ই আগস্ট রাতে মেয়েদের রাত দখলের কর্মসূচি ছিল। গোটা পশ্চিমবঙ্গের মহিলারা রাস্তায় বেরিয়ে এসেছিলেন রাতে। আর যারা পারেননি তাদের জন্য বাড়িতেই শাঁখ বাজানোর ডাক দেওয়া হয়েছিল। ঋতুপর্ণা সেনগুপ্ত ওই রাতে বাড়িতে শাঁখ বাজান। সেই ভিডিও তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তারপরই তার দিকে উড়ে এলো হাজার হাজার কটাক্ষ।
Rituparna Sengupta
ভিডিওতে দেখা গিয়েছে ঋতুপর্ণা একটি শাঁখ নিয়ে বাজানোর ভঙ্গিমায় মুখের কাছে নিয়েছেন। সেখান থেকে শাঁখের শব্দ শোনা যাচ্ছে। পরপর দুবার এইভাবে শাঁখ বাজিয়ে গম্ভীর মুখে ক্যামেরার দিকে তাকিয়ে তিনি বলেন, “তিলোত্তমার বিচার চাই”। তবে নেটিজেনদের দাবি অভিনেত্রী আসলে শাঁখ বাজানোর অভিনয় করেছেন। তিনি যেটা হাতে নিয়েছিলেন সেটা জল শঙ্খ। যা কোনদিনই বাজে না। ভিডিও এডিটিং করে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছিলেন ঋতুপর্ণা।
কিন্তু নেটিজেনরা ধরে ফেলেছেন খুব সহজেই। যখন এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হতে শুরু করেন সকলে, তখন ঋতুপর্ণা শেষ পর্যন্ত ভিডিওটাকেই ডিলিট করে দেন চাপে পড়ে। কিন্তু রাত দখল কর্মসূচী সংক্রান্ত একটি পোষ্ট রয়েছে তার সোশ্যাল মিডিয়াতে। যেখানে লেখা, “মেয়েরা রাতের দখল নাও আর শঙ্খ ধ্বনিতে শহর ভরিয়ে দাও।”
শাঁখ বাজানোর ভিডিও মুছে ফেলার পর ঋতুপর্ণাকে উদ্দেশ্য করে কেউ মন্তব্য করছেন, “শাঁখ বাজানোর ভিডিয়োটি আপনি মুছে দিয়েছেন নিজের ফেসবুক থেকে? ভিডিয়োটি খুব সুন্দর এডিট করেছিলেন। জল শঙ্খ কখনও বাজানো যায় আমি জানতেই পারতাম না আপনার ভিডিয়োটি না দেখলে। বলছি লজ্জা হয় না আপনাদের ? লোকজন কে কী এখনও মূর্খ মনে করেন? নাকি নিজেদের উচ্চশিক্ষিত? জোকার।” আরেক জনের মন্তব্য, ”আপনি একটা পচা অভিনেত্রী। ভাল করে শঙ্খ বাজাতে পারলেন না। মেথড অ্যাক্টিংটা ঠিক করে ধরতে পারলেন না। শঙ্খ বাজানোর সময় মুখটা ফোলাবেন তার পর সাউন্ড বসাবেন।
GIPHY App Key not set. Please check settings