IPL

T20 World Cup 2024, India Team Squad:

টি-২০ বিশ্বকাপে সেরা দল পাঠাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এবারের ভারতীয় দল কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা।

২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় বসছে এবারের টি-২০ বিশ্বকাপের আসর। ভারতীয় দল ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া।

image editor output image 587791126 17129379626807436815351796783426
T20 World Cup 2024, India Team Squad: 15

গত বছর একদিনের বিশ্বকাপের ফাইনালে হারের পর টি-২০ বিশ্বকাপ জিততে মরিয়া ভারতীয় দল। তাই টি-২০ বিশ্বকাপে সেরা দল পাঠাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এবারের ভারতীয় দল কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা।

টি-২০ বিশ্বকাপের দলে আগে চার সদস্যের নির্বাচক কমিটি সক্রিয় ভাবে ২০২৪ আইপিএলের ম্যাচগুলিতে চোখ রাখছে। ফলে আইপিএলের পারফরম্যান্স যে টি-২০ বিশ্বকাপের দলে সুযোগের চাবিকাঠি হতে পারে তা বলাই যায়।

টি-২০ বিশ্বকাপের দলে যাকে নিয়ে সবথেকে বেশি জল্পনা তিনি হলেন বিরাট কোহলি। কারণ কোহলির টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া উচিত কিনা তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। অনেকেই প্রশ্ন তুলছেন কোহলির স্ট্রাইকরেট নিয়ে। তবে অনেকেই মনে করেন মিডল অর্ডারে কোহলি ছাড়া টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল ভাবাই যায় না।

icc 20240113 0006 1 819x10242499110005473615895 1
T20 World Cup 2024, India Team Squad: 16

আরএ কয়েকটি ক্ষেত্রে টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে আরও কয়েকটি মহাচমক দিতে পারে বোর্ড। হার্দিক পান্ডিয়ার বদলে দলে সুযোগ পেতে পারেন শিবম দুবে। অথবা দুজনই একসঙ্গে উঠতে পারেন আমেরিকার বিমানে।

এছাড়াও দলে সুযোগ নাও পেতে পারেন ইশান কিশান, অক্ষর প্যাটেলরা। এমনকী সাম্প্রতিক খারাপ ফর্মের কারণে নজরে রয়েছে শুভমান গিলের মত মহাতারকাও। সুযোগ পেতে পারেন আইপিএলে নজরকাড়া মায়াঙ্ক যাদব। ১৫ জনের স্কোয়াড বাছতে গিয়ে বিসিসিআই নির্বাচকদের কালঘাম ছুটবে তা বলার অপেক্ষা রাখে না।

পিটিআইয়ের একটি প্রতিবেদন অনুসারে, এপ্রিলের শেষ সপ্তাহতেই ঘোষণা করা হতে পারে টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল। আইসিসির নিয়ম অনুযায়ী পয়লা মে-র মধ্যে প্রতিটি দেশকে তাদের ১৫ জলের দল জমা দিতে হবে। আর ২৫ মে-র মধ্যে দলে বদল করা যাবে।

এক ঝলকে দেখে নিন আসন্ন টি-২০ বিশ্বকাপের ভারতের সম্ভাব্য স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই / মায়াঙ্ক যাদব

icc 20240113 0006 1 819x10243302331695036404515 1
T20 World Cup 2024, India Team Squad: 17

# newpost. In

Advertisement

Log In

Forgot password?

Forgot password?

Enter your account data and we will send you a link to reset your password.

Your password reset link appears to be invalid or expired.

Log in

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.