Home » All Layouts » UPSC Result Updates:  UPSC তে  ৭ জন পাশ হলেন মমতার  কেচিং পড়ে
খবর

UPSC Result Updates:  UPSC তে  ৭ জন পাশ হলেন মমতার  কেচিং পড়ে

#image_title

সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারে পড়াশোনা করা ৭ জন পড়ুয়া ২০২৩ সালের সিভিল সার্ভিস পরীক্ষয়া পাশ করেছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, পাশ করা পড়ুয়ারা হলেন – অঙ্কিত আগরওয়াল, ব্রততি দত্ত, গৌতম ঠাকুরি, অনুষ্কা সরকার, ঋমিতা সাহা, পারমিতা মালাকার এবং মহম্মদ বুরহান জমান।  

অঙ্কিত আগরওয়ালের সর্বভারতীয় ব়্যাঙ্ক ২৯৭, ব্রততি দত্তর সর্বভারতীয় ব়্যাঙ্ক ৩৬৪, গৌতম ঠাকুরির সর্বভারতীয় ব়্যাঙ্ক ৩৯১, অনুষ্কা সরকারের সর্বভারতীয় ব়্যাঙ্ক ৪২৬, ঋমিতা সাহার সর্বভারতীয় ব়্যাঙ্ক ৫৬৬, পারমিতা মালাকারের সর্বভারতীয় ব়্যাঙ্ক ৮১২ এবং মহম্মদ বুরহান জমানের সর্বভারতীয় ব়্যাঙ্ক হল ৮২২।  

গতকালই ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশিত হয়। ২০২৩ সালের সেপ্টেম্বরের লিখিত পরীক্ষা এবং ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যে পার্সোনালিটি টেস্ট হয়েছিল। এবার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস), সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘এ’ এবং সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘বি’ পদে নিয়োগের জন্য ১,০১৬ জনের নাম সুপারিশ করা হয়েছে।  

 এবার প্রথম হয়েছেন আদিত্য শ্রীবাস্তব। দ্বিতীয় স্থান অধিকার করেছেন অনিমেষ প্রধান। তৃতীয় হয়েছেন দোনুরু অনন্যা রেড্ডি। চতুর্থ হয়েছে পিকে সিদ্ধার্থ রামকুমার। পঞ্চম স্থান অধিকার করেছেন রুহানি। ষষ্ঠ স্থান অর্জন করেছেন সৃষ্টি দাবাস। সপ্তম হয়েছেন আনমোল রাঠৌর। অষ্টম হয়েছেন আশিস কুমার। নবম হয়েছেন নৌশিন। দশম স্থান অধিকার করেছেন ঐশ্বর্যরাম প্রজাপতি। 

আইএএস-এ ১৮০টি শূন্যপদ পূরণ হবে। আইএফএস-এ ৩৭, অইপিএস-এ ২০০, সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘এ’-তে ৬১৩, সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘বি’-তে ১১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। বিশেষভাবে সক্ষমদের জন্য ৩৭টি শূন্যপদ পূরণ হবে এরই মধ্যে থেকে।  

Tags

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Log In

Forgot password?

Forgot password?

Enter your account data and we will send you a link to reset your password.

Your password reset link appears to be invalid or expired.

Log in

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.