‘নিঃস্বার্থ সম্পর্ক কোনও ম্যাজিকের থেকে কম নয়…’ মেয়ের জন্মদিনে স্যোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট জিতের। টলিউড সুপারস্টার মেয়ে এবার ১২ বছর পূর্ণ করল। ছোট্ট নবন্যার জন্মের সঙ্গে সঙ্গে কীভাবে বদলে গিয়েছিল নায়কের জীবন, তা ভাগ করে নেন অভিনেতা।
নবন্যার জন্মদিন উপলক্ষ্যে ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন জিৎ। সেখানে নবন্যার নানা দুষ্টু -মিষ্টি মুহূর্তের ভিডিয়োর কোলাজ শেয়ার করে নেন অভিনেতা। ভিডিয়োটি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন। ‘কোনও না কোনও সময় সকলেই তাঁর বাবা -মায়ের একটা কথা শুনেছেন যে, নিজেরা যখন বাবা -মা হবে তখন বুঝতে পারবে। ১২-১২-১২ (২০১২ সালের ১২ ডিসেম্বর) আমি বুঝতে পেড়েছিলাম যখন আপনি আমাদের জীবনে তুমি এসেছিলে। তখন আমি বুঝতে পেরেছিলাম যে তাঁরা কেন এমন কথা বলতেন। তাঁদের কথার আসল অর্থ তখন বুঝেছিলাম। আর এই বুঝতে থাকা এখনও অব্যাহত রয়েছে। নিঃস্বার্থ সম্পর্ক কোনও ম্যাজিকের থেকে কম নয়। কোনও শব্দ দিয়ে এটা বোঝানো সম্ভব নয়, যতক্ষণ না কেউ এটা অনুভূতি করছেন ততক্ষণ তিনি এটা বুঝতে পারবেন না। আমাদের জীবনে তোমাকে পেয়ে নিজেদের ধন্য মনে হয়! শুভ সোনালি জন্মদিন নবন্যা।’

ভগবানের আশীর্বাদ হিসেবে তাঁদের জীবনে নবন্যা আসার জন্য নায়ক ঈশ্বর ও তাঁর মা -বাবার কে ধন্যবাদ জানান। তাছাড়াও অভিনেতা লেখেন, ‘আমি সত্যিই তোমাদের সঙ্গে থেকে জেন জি ও জেন আলফার সম্পর্কে বিভিন্ন কিছু শিখতে পারছি, এটা আমি উপভোগও করি। মাঝে মাঝে মানিয়ে নিতে কষ্ট হয় কিন্তু তাও চেষ্টা চালিয়ে যাবো কথা দিচ্ছি!’
প্রসঙ্গত, অক্টোবরে ১ বছর পূর্ণ হয় জিতের ছেলে রোনাভের। বেশ ধুমধাম করেই তাঁর জন্মদিন পালন করলেন অভিনেতা। সেই পার্টিতে আমন্ত্রিতের তালিকায় ছিলেন টলিপাড়ার পরিচিত মুখেরা। টু টায়ারের কেক কেটে ছোট্ট রোনাভের জন্মদিন পালন করা হয়। জিতের স্ত্রী মোহনা পরেছিলেন সোনালি রঙের শাড়ি। জিৎ-কন্যা নভন্যা হাজির ছিল পার্টিতে। রোনভ বাবার কোলে চড়েই প্রথম জন্মদিনের কেক কাটে।
মেয়ে নভন্যা হওয়ার ১১ বছর পর ফের বাবা-মা হন জিৎ-মোহনা। ২০২৩ সালের ১৬ অক্টোবর জন্ম হয়েছিল রোনাভের। সেই সুখবর শেয়ার করে অভিনেতা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্রসন্তানেক স্বাগত জানালাম এই সুন্দর পৃথিবীতে। আমাদের জন্য প্রার্থনা করবেন।’
GIPHY App Key not set. Please check settings