বেড়ে গেল ট্রেন টিকিটের দাম! নতুন ভাড়া কত হলো?
অবশেষে ট্রেন টিকিটের দাম বৃদ্ধি করলো ভারতীয় রেল। বিগত বেশ কিছুদিন ধরে চলা জল্পনার পর অবশেষে যাত্রীবাহী ট্রেন টিকিটের দাম বাড়লো। ৩০শে জুন রেলের তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে এই নতুন সিদ্ধান্তের খবর। এবার থেকে ট্রেনে চড়তে হলে অতিরিক্ত কত ভাড়া দেবেন? কবে থেকে লাগু হবে এই নতুন ভাড়া? জেনে নিন।
এক নজরে সব খবর
বাড়লো ট্রেন টিকিটের দাম
রেলমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে রেলওয়ে পরিষেবার বৃদ্ধি করার জন্য এবং ভাড়া গণনা সহজ করে তোলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্ডিয়ান রেলওয়ে কনফারেন্স এসোসিয়েশন এবার থেকে যাত্রীদের এই নতুন ভাড়ার তালিকা মেনেই চলবে। তবে টিকিটের দাম খুব সামান্য পরিমাণেই বাড়ানো হয়েছে। এতে যাত্রীদের পকেটে খুব বেশি টান পড়বে না।

ট্রেনের ভাড়া কত বাড়লো?
লোকাল ট্রেনের ভাড়া আপাতত বাড়ছে না। মান্থলি সেশন টিকিটের দামও অপরিবর্তিত থাকবে। বাড়ছে শুধু দূরপাল্লার ট্রেনের নন এসি সেকেন্ড ক্লাস, নন এসি মেল বা এক্সপ্রেস ট্রেনের ভাড়া। দূরপাল্লার ট্রেনের নন এসি সেকেন্ড ক্লাস আনরিজার্ভড টিকিটের দাম প্রতি কিলোমিটারে আধ পয়সা বেড়েছে। সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে ৫০০ কিলোমিটার পর্যন্ত ভাড়া বাড়ছে না। যাত্রাপথ ৫০০ কিলোমিটারের বেশি হলে কিলোমিটার পিছু আধ পয়সা করে টিকিটের দাম বাড়বে।
আরও পড়ুন : বন্ধ হয়ে যাবে LPG কানেকশন! জুন মাসের মধ্যেই করুন এই কাজ

আরও পড়ুন : গ্যাসের দাম থেকে ATM, ১লা জুলাই থেকে বদলাবে একাধিক নিয়ম
কবে থেকে ট্রেন টিকিটের দাম বাড়বে?
নন এসি মেল বা এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে ভাড়া কিলোমিটার পিছু এক পয়সা করে বাড়বে। করোনা মহামারীর পর এই প্রথম যাত্রীবাহী ট্রেন টিকিটের দাম বাড়ছে। ২০২৫ সালের ১লা জুলাই থেকে এই নতুন ভাড়া কার্যকর হতে চলেছে। ওই দিন থেকে নতুন টিকিট কাটার সময় নতুন ভাড়া কার্যকর হবে। Tags Indian Railways, Ticket Price
GIPHY App Key not set. Please check settings