IPL Sports ভাইরাল

PBKS vs SRH, Match Live Updates , NEW POST: টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত পঞ্জাবের

Punjab Kings vs Sunrisers Hyderabad Preview:পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। দু-দলেরই সমস্যা ধারাবাহিকতা। পঞ্জাব দুটি ম্যাচ জিতেছে। সানরাইজার্সও। এ বারের আইপিএলে ইতিহাসও গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে সর্বাধিক স্কোরের রেকর্ড ছিল আরসিবির দখলে। ২০১৩ সালে গড়া সেই রেকর্ড ভেঙে দিয়েছে সানরাইজার্স। যদিও তার পরের ম্যাচেই আমেদাবাদে হার।


IMG 20240409 194050
#image_title

শশাঙ্ক রিডেম্পশন! ভুল করে কেনা এক প্লেয়ারই পঞ্জাবকে জয়ের স্বাদ দিয়েছেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেই ম্যাচ এ বারের আইপিএলের অন্যতম সেরা। ওয়ান ম্যাচ ওয়ান্ডার নন তো! এ বার থেকে প্রতি ম্যাচেই যেন এটা প্রমাণ করার চাপ থাকবে শশাঙ্ক সিংয়ের উপর। চ্যালেঞ্জে যদি ভেঙে না পড়েন, নতুন তারা পাবে ভারতীয় ক্রিকেট। এ বারের আইপিএল জয় দিয়েই শুরু হয়েছিল পঞ্জাব কিংসের। জোড়া হারে চাপ বাড়ছিল। গত ম্যাচে শশাঙ্কের অভাবনীয় ইনিংসে জয়। ঘরের মাঠে আজ পঞ্জাবের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। দু-দলেরই সমস্যা ধারাবাহিকতা। পঞ্জাব দুটি ম্যাচ জিতেছে। সানরাইজার্সও। এ বারের আইপিএলে ইতিহাসও গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে সর্বাধিক স্কোরের রেকর্ড ছিল আরসিবির দখলে। ২০১৩ সালে গড়া সেই রেকর্ড ভেঙে দিয়েছে সানরাইজার্স। যদিও তার পরের ম্যাচেই আমেদাবাদে হার। গত ম্যাচে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর সানরাইজার্স।

এ বারের আইপিএলে অন্যতম শক্তিশালী ব্যাটিং আক্রমণ সানরাইজার্সের। মন্থর পিচে তাঁদের ব্যাটিংয়ে যে সমস্যা রয়েছে, তা অবশ্য প্রকাশ্যে। তবে মুল্লানপুরের নতুন স্টেডিয়ামে ব্যাটিং সহায়ক পিচই দেখা গিয়েছে। এই মাঠে রানের বন্যা হবে বলাই যায়। অভিষেক শর্মা, ট্রাভিস হেড, হেনরিখ ক্লাসেনরা যে ফর্মে রয়েছেন তাতে বড় পরীক্ষার সামনে পড়তে হবে পঞ্জাবের স্লগ ওভার বোলিংকে। আর এখানেই বাজিমাত করতে পারে সানরাইজার্স। তাদের স্লগ ওভার বোলিং দুর্দান্ত। আসল রাজত্ব ব্যাটাররাই করবেন, আপাতত এটাই বলা যায়।

newpost.in

Add Comment

Click here to post a comment

About Author

Subhankar Giri

Log In

Forgot password?

Forgot password?

Enter your account data and we will send you a link to reset your password.

Your password reset link appears to be invalid or expired.

Log in

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.