IPLখেলা

PBKS vs SRH, Match Live Updates , NEW POST: টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত পঞ্জাবের

Punjab Kings vs Sunrisers Hyderabad Preview:পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। দু-দলেরই সমস্যা ধারাবাহিকতা। পঞ্জাব দুটি ম্যাচ জিতেছে। সানরাইজার্সও। এ বারের আইপিএলে ইতিহাসও গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে সর্বাধিক স্কোরের রেকর্ড ছিল আরসিবির দখলে। ২০১৩ সালে গড়া সেই রেকর্ড ভেঙে দিয়েছে সানরাইজার্স। যদিও তার পরের ম্যাচেই আমেদাবাদে হার।


IMG 20240409 194050

শশাঙ্ক রিডেম্পশন! ভুল করে কেনা এক প্লেয়ারই পঞ্জাবকে জয়ের স্বাদ দিয়েছেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেই ম্যাচ এ বারের আইপিএলের অন্যতম সেরা। ওয়ান ম্যাচ ওয়ান্ডার নন তো! এ বার থেকে প্রতি ম্যাচেই যেন এটা প্রমাণ করার চাপ থাকবে শশাঙ্ক সিংয়ের উপর। চ্যালেঞ্জে যদি ভেঙে না পড়েন, নতুন তারা পাবে ভারতীয় ক্রিকেট। এ বারের আইপিএল জয় দিয়েই শুরু হয়েছিল পঞ্জাব কিংসের। জোড়া হারে চাপ বাড়ছিল। গত ম্যাচে শশাঙ্কের অভাবনীয় ইনিংসে জয়। ঘরের মাঠে আজ পঞ্জাবের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। দু-দলেরই সমস্যা ধারাবাহিকতা। পঞ্জাব দুটি ম্যাচ জিতেছে। সানরাইজার্সও। এ বারের আইপিএলে ইতিহাসও গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে সর্বাধিক স্কোরের রেকর্ড ছিল আরসিবির দখলে। ২০১৩ সালে গড়া সেই রেকর্ড ভেঙে দিয়েছে সানরাইজার্স। যদিও তার পরের ম্যাচেই আমেদাবাদে হার। গত ম্যাচে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর সানরাইজার্স।

এ বারের আইপিএলে অন্যতম শক্তিশালী ব্যাটিং আক্রমণ সানরাইজার্সের। মন্থর পিচে তাঁদের ব্যাটিংয়ে যে সমস্যা রয়েছে, তা অবশ্য প্রকাশ্যে। তবে মুল্লানপুরের নতুন স্টেডিয়ামে ব্যাটিং সহায়ক পিচই দেখা গিয়েছে। এই মাঠে রানের বন্যা হবে বলাই যায়। অভিষেক শর্মা, ট্রাভিস হেড, হেনরিখ ক্লাসেনরা যে ফর্মে রয়েছেন তাতে বড় পরীক্ষার সামনে পড়তে হবে পঞ্জাবের স্লগ ওভার বোলিংকে। আর এখানেই বাজিমাত করতে পারে সানরাইজার্স। তাদের স্লগ ওভার বোলিং দুর্দান্ত। আসল রাজত্ব ব্যাটাররাই করবেন, আপাতত এটাই বলা যায়।

newpost.in
Shares:

Related Posts

IPL

অরেঞ্জ ক্যাপের দৌড়ে  এগোচ্ছেন KKR-এর সল্ট:

আইপিএল ২০২৪-এর অরেঞ্জ ক্যাপের দৌড়ে তরতরিয়ে এগোচ্ছেন কেকেআরের ফিল সল্ট। সোমবার ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলার সুবাদে টুর্নামেন্টের সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় পাঁচ
খেলা

যশস্বী, শুভমন নয়! রোহিতের সঙ্গে ওপেন করবেন এই নির্বাসিত প্লেয়ার, ভুল শোধরাবে BCCI

2024 সালের T20 বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিনই বাকি রয়েছে। রোহিত শর্মার অধিনায়কত্বে খেলবে ভারতীয় দল। তবে টিম ইন্ডিয়ার হয়ে কোন কোন খেলোয়াড় মাঠে নামবেন তা এখনও পর্যন্ত
IPL

আইপিএলের ‘এল ক্ল্যাসিকো’, ওয়াংখেড়েতে আজকের মহারণ মুম্বই ও আরসিবির

আইপিএলে ওয়াংখেড়েতে মহারণ! আইপিএলের 'এল ক্ল্যাসিকো'! মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ২৯ রানে জয়লাভ করে চলতি আইপিএলে নিজেদের খাতা খুলেছে হার্দিক
IPL

PBKS vs RR Dream 11 top team:

চোট পেয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলছেন না শিখর ধবন। পাঞ্জাব কিংসের নেতৃত্বে স্যাম কারান। টস জিতে ফিল্ডিং করছে রাজস্থান রয়্যালস। আইপিএল (IPL 2024) এখনও মাঝপর্বও পেরোয়নি। মুল্লাপুরের বাইশ গজ নিয়ে
Show Comments (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *