তোমাকে এতটা ভালবাসি যে……..
তুমি চাইলে হয়তো পৃথিবীটাকে এনে দিতে পারব না।
তবে ভালবাসা দিয়ে পৃথিবীটাকে ভুলিয়ে দিতে পারব!!
তোমার দুঃখ গুলোকে হয়তো মুছে দিতে পারব না,
তবে দুঃখের কারন গুলোকে ভুলিয়ে দিতে পারব!!
পৃথিবীর সব সুখ হয়তো এনে দিতে পারব না,
কিন্তু তোমাকে সুখী করতে পারব!!
তোমার চোখের অশ্রুকে হয়তো আটকে রাখতে পারব না,
তবে আদর করে সেই অশ্রু মুছিয়ে দিতে পারব…!!