দেশ ও বিদেশপশ্চিমবঙ্গ

নিশীথ-উদয়ন সংঘর্ষ! রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল

TMC and BJP clash amid rallies: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক উপস্থিতিতে দুই দলের সমর্থকদের হাতাহাতির ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

দুই মন্ত্রীর সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার ৷ কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিক ও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের সংঘর্ষে মঙ্গলবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা । পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাথা ফাঠে দিনহাটার এসডিপিও ধীমান মিত্রের । এরপরই রাজ্যের কাছে ঘটনার বিস্তারিত রিপোর্ট চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য পুলিশের ডিজির কাছেও রিপোর্ট তলব করেছেন তিনি। রাজভবন সূত্রে দাবি, “কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ-এর মধ্যে বিবাদ ও সংঘর্ষের রিপোর্টের সত্যতা সম্পর্কে রাজ্য পুলিশ প্রধানের কাছে রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।”

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের সময়েই নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছিল অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের কথা ৷ এই নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যথেষ্ট তৎপর এবং বদ্ধপরিকর । যে কারণে ভোট ঘোষণার আগে থেকে বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করেছে। জারি হয়ে গিয়েছে আর্দশ আচরণবিধি ৷ সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের দলের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটল মঙ্গলবার ৷

পঞ্চায়েতে মত লোকসভা নির্বাচন শুরুর আগে অভিযোগ গ্রহণ করতে বিশেষ সেল খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । ইতিমধ্যে সেই সেলে বেশ কিছু অভিযোগও এসেছে বলে দাবি রাজভবন সূত্রের ৷ যার কারণে রাজ্য প্রশাসনের কাছে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল । সূত্রের দাবি, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধা সৃষ্টি করার দায়ে বেশ কয়েকজন অপরাধীর একটি তালিকা তৈরি করেছেন লগসভা পোর্টাল থেকে ৷ সেই তালিকাও পাঠিয়েছেন নবান্নে।”

লোকসভা নির্বাচনের সময় সরাসরি জন সংযোগ করতে রাজ্যপাল ‘লগ সভা’ পোর্টাল চালু করেছেন । আমজনতার নির্বাচন সংক্রান্ত কোনও সমস্যা থাকলে ই-মেল মারফৎ logsabha.rajbhavankolkata@gmail.com-এ রাজ্যপালের কাছে নিজেদের সমস্যার কথা জানাতে পারেন। সেই প্রাপ্ত অভিযোগ এবং পরামর্শর ভিত্তিতে দ্রুত কাজ করা হবে বলেই রাজভবন সূত্রে খবর। উল্লেখ্য, লোকসভা ভোটের দিনগুলিতে সকাল থেকে রাস্তায় থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। টোটো নিয়ে এলাকায় ঘুরবেন। ভোটারদের মধ্যে কোনওরকম ভয়ের সঞ্চার না-হয় সেদিকেই লক্ষ্য রাখবেন তিনি ৷

Shares:

Related Posts

নিউজ

Rochona Banerjee viral video:

এটা নিয়েও জল্পনা এবং মিম দুটোই তৈরি হবে আবার..., প্রচারে রচনার এই কাজ দেখে মন্তব্য TMC বিধায়কের......…। হুগলি লোকসভা আসনে এবার বিজেপির লকেট চট্টোপাধ্যয়ের বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসাবে ঘোষণা
দেশ ও বিদেশ

Anti Tank Guided Missile in Sikkim:

সিকিমের পাহাড়ে বিশেষ মিসাইলের মহড়ায় ভারতীয় সৈন্য দল, থরথর করে কাঁপবে শত্রুপক্ষ। সিকিমের পাহাড়ে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের পরীক্ষা দিল ভারতীয় সেনা। প্রায় ১৭,০০০ ফুট উচ্চতায় এই পরীক্ষায় সফলতা পায় 
More Info

বাবা হলেন পপতারকা জাস্টিন বিবার২০১৮ সালে হেইলির সঙ্গে বিবাহবন্ধনে জড়ান জাস্টিন.

বাবা হলেন জনপ্রিয় পপতারকা জাস্টিন বিবার। স্ত্রী হেইলির কোল জুড়ে এল ফুটফুটে পুত্রসন্তান। সোশাল মিডিয়ায় সদ্যোজাতর ছবি দিয়ে জাস্টিন বিবার অনুরাগীদের জানালেন এই সুখবর। জাস্টিন লিখেছেন, 'স্বাগত জ্যাক ব্লুজ বিবার।'
IPL

টি-২০ বিশ্বকাপে সুযোগ পেতে দলকে ডুবিয়ে নিজের জন্য খেলেছেন পন্ত ?

টি-২০ ক্রিকেটে ঘাড়ের উপর ২৬৬ রানের বোঝা নিয়ে ব্যাট করতে নামলে যে কোনও দলের চাপে পড়ে যাওয়াই স্বাভাবিক। এমন বিরাট টার্গেট তাড়া করতে হলে শুরু থেকে ব্যাট চালানো ছাড়া উপায়