News

বিজেপি দলনেতা জানান  অনুমতি নিয়েই নাকি অভিষেকের সঙ্গে বৈঠক করেছিলেন হিরণ।:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই দাবির পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন হিরণ। তাঁর দাবি, দলকে জানিয়েই অভিষেকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি।

দলের অনুমতি নিয়েই নাকি অভিষেকের সঙ্গে বৈঠক করেছিলেন হিরণ
দলের অনুমতি নিয়েই নাকি অভিষেকের সঙ্গে বৈঠক করেছিলেন হিরণ
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় নাকি তাঁর সঙ্গে দেখা করেছিলেন। এই আবহে দলবদলের জল্পনা প্রসঙ্গে খোঁচা মেরে বিজেপি নেতা হিরণকে বিঁধেছিলেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই দাবির পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন হিরণ

1613627303 hiran 12022668409863330506
বিজেপি দলনেতা জানান  অনুমতি নিয়েই নাকি অভিষেকের সঙ্গে বৈঠক করেছিলেন হিরণ।: 1

। তাঁর দাবি, দলকে জানিয়েই অভিষেকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। পাশাপাশি ঘাটালের বিজেপি প্রার্থীর আরও দাবি, অভিষেকই বারবার ফোন করে তাঁকে ডেকেছিলেন। তাই ক্যামক স্ট্রিটে তাঁর দফতরে গিয়েছিলেন হিরণ। নিজের বক্তব্যের পক্ষে নাকি তাঁর কাছে প্রমাণ আছে বলেও দাবি করেন হিরণ।  এবার ভোট প্রচারে মমতার মুখে ‘ডিএ বাণী’, রাজ্য সরকারি কর্মীদের দিলেন ‘খুশির খবর.

1703267978 hiran1977033905470597965
বিজেপি দলনেতা জানান  অনুমতি নিয়েই নাকি অভিষেকের সঙ্গে বৈঠক করেছিলেন হিরণ।: 2

অভিষেকের দাবির পরিপ্রেক্ষিতে সংবাদমাধ্যমকে হিরণ বলেন, ‘আমি দলকে জানিয়েই অভিষেকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। অভিষেক এখন দাবি করছেন, তিনি নাকি দরজা বন্ধ করে দিয়েছেন। কিন্তু তিনি তো নিজেই বার বার ফোন করে আমাকে ডেকেছিলেন। গিয়েছি, তাঁর সঙ্গে বৈঠক করেছি, কথা বলেছি, শুনেছি। বার বার আমাকে ফোন করে আমাকে ডাকা হচ্ছিল। যেদিন তিনি এই সংক্রান্ত সিসিটিভি ফুটেজ দেবেন, আমিও সমস্ত প্রমাণ পেশ করব।

তিনি যে আমাকে কতবার ডেকেছেন, কতবার ফোন করেছেন, কী কী বলেছেন, এর সবকিছুর রেকর্ড আমি তুলে ধরব সবার সামনে। সমস্ত রেকর্ড আছে আমার কাছে। অভিষেক যে আমাকে ডেকেছেন, তা আমি শুভেন্দু অধিকারীকেও জানিয়েছিলাম। অভিষেকের কী বক্তব্য়, তা শুনে আসার জন্যে শুভেন্দু অধিকারীও অনুমতি দেন আমাতে। আমাদের দলের কিছু কৌশল রয়েছে। আমরা প্রচারের জন্য ভুলভাল কথা বলি না।’

Add Comment

Click here to post a comment

About Author

Subhankar Giri

Log In

Forgot password?

Forgot password?

Enter your account data and we will send you a link to reset your password.

Your password reset link appears to be invalid or expired.

Log in

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.