ছোট পর্দায় নতুন ধারাবাহিকের আনাগোনা লেগেই রয়েছে। দিন কয়েক হল শুরু হয়েছে বেশ কিছু নতুন ধারাবাহিক। এবার উকিল ম্যাডাম গীতার জার্নি নিয়ে হাজির হচ্ছে স্টার জলসা। পঞ্চমীতেই স্টার জলসার মহা ধামাকা। শারদীয়ায় নতুন ধারাবাহিক আসার খবরেই দিল খুশ ছোট পর্দার দর্শকের। বড় পর্দায় জলি এলএল.বি-র স্বাদই কি ছোট পর্দার গীতা এলএল.বি-তে পাওয়া যাবে কিনা সেটাই দেখার।
মহালয়া থেকেই শরতের আকাশে বাতাসে পুজোর গন্ধ। চারিদিকে সাজ সাজ রব। নতুন জামা কাপড় পরে ভিড় ঠেলে প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখার হিড়িক। আলোর রোশনাইতে সেজে উঠেছে চারিদিক। পুজোর আনন্দে মাতোয়ারা সকলে। এর মঝে যদি ছোট পর্দার ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তাঁরা শোনেন,আরও একটি নতুন…। তাহলে নিশ্চই খুশি হবেন। হ্যাঁ, একদমই তাই। আর পুজোর মরসুমে পঞ্চমীতেই ঝটকাটা দিল স্টার জসলা। সামনে এল নতুন ধারাবাহিক গীতা এলএল.বি-র প্রোমো। সিরিয়ালের নামটা শুনেই প্রথমে মাথায় এসেছে সেই অক্ষয় কুমারের জল এলএল.বি-র কথা। তাহলে কি বড় পর্দায় জলি এলএল.বি-র পর এবার ছোট পর্দায় গীতা এলএল.বি?
প্রোমোটা দেখে কিন্তু, প্রাথমিক অনুমান কৌতুকরসে পরিপূর্ণ একটি ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসার পর্দায়। পারিবারিক ড্রামা, প্রেম-ভালোবাসার গতে বাঁধা ছক ভেঙে এবার একটু দর্শককে নির্ভেজাল কমেডির স্বাদ দিতেই আসছে গীতা এলএল.বি। এই ধারাবাহিকের হাত ধরে ফিরছেন ছোট পর্দার পরিচিত মুখ হিয়া মুখোপাধ্যায়। সান বাংলার নয়নতারা সিরিয়ালে অভিনয় করে দর্শকের ঘরের পরিচিত মুখ হয়ে উঠেছেন। এবার কমেডি ঘরানার ধারাবাহিকে উকিল ম্যাডাম গীতার ভূমিকায় ছোট পর্দার দর্শকের মনোরঞ্জন করতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।
প্রোমোতে কিন্তু, জানিয়েও দেওয়া হয়েছে খুন জখম রাহাজানি চুরি বাটপারি শ্লীলতাহানি যে কোনও কেস সামলাতে আসছে গীতা LL.B। মধ্যবিত্ত বাড়ির মেয়ে গীতা। প্রোমো দেখে বোঝা যাচ্ছে বাড়ির সব দায়িত্বই তার ঘাড়ে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পুরোটাই করে সে। উকিলের ড্রেস পরে বেরতে যাবে ঠিক সেই সময়ই কেউ বলছে ইশাবগুল এনে দিস তো কারও দাবি লাইটের বিল জমা দিতে হবে। সকলের কথা শুনে একেবারে জেরবার। এর মাঝেই ঠাকুরের কাছে একটাই প্রার্থনা আজ যেন একটা কেস পেয়ে যাই।
আর কেস পেয়ে যাই বলতেই গোটা কেসটাই তো জন্ডিস হয়ে গেল! স্কুটির চাকার হাওয়া গায়েব। ঠিক তখনই গীতার কাছে এল অরহরণের একটা কেস। শুনে তো একেবারে লাফিয়ে ওঠে। কিন্তু, যখন জানতে পারল অপহরণ কোনও মানুষ নয়, ছাগল তখন রেগে কাঁই গীতা। সঙ্গে সংলাপ, কোর্টে আমার মুখ চলে আর বাইরে হাত। প্রোমোতে গীতার এই মজার কাণ্ড দেখে হেসে খুন দর্শক। তবে কবে থেকে স্টার জলসার পর্দায় এই নতুন ধারাবাহিক গীতা এলএল.বি আসছে সেটা অবশ্য এখনও জানা যায়নি। তবে ঘরে বসে টিভির পর্দায় প্রতিদিন কমেডির স্বাদ পাওয়া যাবে এটা নিশ্চিত।
GIPHY App Key not set. Please check settings