News পশ্চিমবঙ্গ

Modi vs Mamata in ramnavami 2024 in West Bengal:

রামনবমী বন্ধ করার জন্য অনেক  ষড়যন্ত্র করেছিল TMC এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী,মমতার একটি আর্জির পরই বালুরঘাটে দাবি করলেন মোদী………।
Contents hide
IMG 20240416 170920
#Modi and Mamata controversy over ramnavami
পশ্চিমবঙ্গে যাতে রামনবমী পালন না করা যায়, সেজন্য ষড়যন্ত্র করেছিল TMC সরকার। কিন্তু তাতে কোনো কিছু করতে পারেনি তৃণমূল কংগ্রেস,বরং আদালত রামনবমী পালনের অনুমতি দিয়েছে। এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে তিনি বললেন, ‘আগামিকাল পুরোপুরি শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে রামনবমীর শোভাযাত্রা বের করা হবে।’ আর মোদীর সেই হুংকারের কিছুক্ষণ আগেই জলপাইগুড়ির জনসভা থেকে হাতজোড় করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি জানান যে রামনবমীতে যেন রাজ্যে কোনও অশান্তি বা ঝামেলা না পাকানো হয়। জনগণের কাছে শান্তি বজায় রাখার আর্জি জানান মমতা।
IMG 20240416 170637
#Modi Sarkar 

মোদী কী বলেছেন?

বালুরঘাটে বাংলার বিজেপির সভাপতি তথা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে এসে অযোধ্যার রামমন্দিরের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিন্দুত্ববাদের তাস খেলে মোদী বলেন, ‘আজ মহাষ্টমী। আর আগামিকাল পুরো দেশ রামনবমী পালন করতে চলেছে। আর এবার রামনবমী হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্পুর্ণ কারণ এটা প্রথম রামনবমী, যখন অযোধ্যার রামমন্দিরে রামলালা বিরাজমান আছেন।’

IMG 20240416 170650
#Ramlala

সেইসঙ্গে মমতা সরকারকে আক্রমণ করে তিনি বলেন, ‘আমি জানি যে প্রতিবারের মতো এবারও এখানে রামনবমী উৎসবকে আটকানোর চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস। যাবতীয় অনেক ষড়যন্ত্র করেছিল তারা। কিন্তু সবসময় সত্যেরই জয় হয় তারা বোধহয় এই কথাটা ভুলে গেছে। তাই আদালত থেকে অনুমতি এসে গিয়েছে। আর আগামিকাল পুরো শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে রামনবমীর শোভাযাত্রা বের করা হবে।’

আর মোদী যেদিন তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন, তার আগেরদিনই হাওড়ায় শর্তসাপেক্ষে দু’দিন রামনবমীর মিছিল করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর মিছিলের রুট নিয়ে যে মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলার শুনানিতে সোমবার বিচারপতি জয় সেনগুপ্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মিছিলে কোনওভাবেই অস্ত্র ব্যবহার করা যাবে না।সেইসঙ্গে বিচারপতি মন্তব্য করেন যে ২০০ জনের মিছিল যদি রাজ্য পুলিশ সামলাতে না পারে, তাহলে বলার মতো কোনও ভাষা নেই।

মমতা কী আর্জি জানিয়েছেন?

জলপাইগুড়ির সভা থেকে মমতা বলেন, ‘আমি বলে যাই, অনেক জায়গায় বিজেপির দাঙ্গা করার পরিকল্পনা আছে। কেউ দয়া করে পা দেবেন না। সবধর্মই আমাদের ধর্ম। সব উৎসবই আমাদের উৎসব। বিজেপি এটা নিয়ে বাড়াবাড়ি করে। কারণ অনেকদিন আগেই ১৯ এপ্রিল নির্বাচন হবে বলে জানিয়ে দিয়েছে তাই তারা ১৭ তারিখ হিংসার পরিকল্পনা করেছে।’ সেইসঙ্গে সংখ্যালঘু এবং সংখ্যাগুরুদের কাছে আর্জি জানান, কেউ যেন প্ররোচনায় পা দেন। ভোটে জিততে বিজেপি ইচ্ছা করে হিংসা ছড়াতে চাইছে বলে অভিযোগ করেন মমতা।

Add Comment

Click here to post a comment

About Author

Manik Giri

Log In

Forgot password?

Forgot password?

Enter your account data and we will send you a link to reset your password.

Your password reset link appears to be invalid or expired.

Log in

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.