খবর

  ২০২৪ জিতলে দেশে আমূল বদলের বার্তা BJP:

1701738572 modi 5
#image_title


  অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিগত বেশ কয়েক বছর ধরেই দেশে সরব হতে শোনা গিয়েছে একাধিক বিজেপি নেতাকে। এরই মধ্যে উত্তরাখণ্ডে চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। আগামীতে গোটা দেশে কার্যকর করার আগে উত্তরাখণ্ডে ‘পরীক্ষামূলক’ ভাবে ইউসিসি কার্যকর করা হয়েছে বলে চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। এই আবহে নিজেদের ইস্তেহারে বিজেপি স্পষ্ট করে দিল, ২০২৪ সালের ভোটে জিতলে দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করবে মোদী ৩.০ সরকার। 

image editor output image1373878873 17130878537585472952104095343268
  ২০২৪ জিতলে দেশে আমূল বদলের বার্তা BJP: 16

 এদিকে গতবছরই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে ‘এক দেশ, এক ভোট’ কার্যকর করার জন্যে একটি কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় সরকার। সেই কমিটি কয়েকদিন আগে রাষ্ট্রপতি দ্রৌপতী মুর্মুর কাছে নিজেদের প্রস্তাব পেশ করেছে। আর এবার বিজেপি নিজেদের সংকল্প পত্রে দাবি করল, সরকারে এলে তারা ভারতে ‘এক দেশ, এক ভোট’ কার্যকর করবে। 

এদিকে আজকে ইস্তেহার প্রকাশের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘জীবনযাপনের মানোন্নয়ন, কর্মসংস্থান তৈরিই বিজেপির লক্ষ্য।’ এই আবহে মোদী প্রতিশ্রুতি দেন, তারা কেন্দ্রে ক্ষমতায় এলে আগামী ৫ বছরও বিনামূল্যে রেশন পরিষেবা জারি থাকবে। ৭০ বছরের উর্ধ্বে সকল বয়স্ক ব্যক্তিকে আয়ুষ্মান ভারতের অধীনে আনা হবে। জনঔষধি সেন্টারে ওষুধের দামে ৮০ শতাংশ হারে ছাড় দেওয়া হবে। 

image editor output image357544182 17130878713677061625531736143216
  ২০২৪ জিতলে দেশে আমূল বদলের বার্তা BJP: 17

 এদিকে আজ সংকল্প পত্র প্রকাশের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরে আরও ৩ কোটি পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে। এদিকে সস্তায় বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ারও প্রতিশ্রুতি দেন মোদী। এদিকে ২০২৪ সালে ভোটে জিতলে বিজেপি সরকার সৌর বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে ভারতের কয়েক কোটি পরিবারের বিদ্যুতের বিল ‘শূন্য’ করে দেবে।  

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Advertisement

Log In

Forgot password?

Forgot password?

Enter your account data and we will send you a link to reset your password.

Your password reset link appears to be invalid or expired.

Log in

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.