IPLখেলা

PBKS vs MI DREAM11 TOP TEAM:

আশুতোষ শর্মার দুরন্ত লড়াই সত্ত্বেও ১৮৩ রানে অল আউট হয়ে গেল পাঞ্জাব কিংস। ৯ রানে রুদ্ধশ্বাস ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স।

মোড় ঘোরানো উইকেট
পাঞ্জাবকে জয়ের দোরগোড়ায় এনে দিয়েছেন। কিন্তু ম্যাচ শেষ করতে পারলেন না। ৬১ রানে ফিরতে হল আশুতোষকে। এখনও পাঞ্জাবের জয়ের জন্য ২৫ রানের প্রয়োজন। তবে হাতে রয়েছে মাত্র দুই উইকেট।

অনবদ্য আশুতোষ
মাত্র ২৩ বলে নিজের আইপিএল কেরিয়ারের প্রথম অর্ধশতরান পূরণ করলেন আশুতোষ শর্মা। তাঁর ব্যাটেই এখনও পাঞ্জাব জয়ের স্বপ্ন দেখছে। ১৬ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১৬৫/৭। চার ওভারে পাঞ্জাবের জিততে আরও ২৮ রানের প্রয়োজন।

শশাঙ্কের লড়াকু ইনিংসের সমাপ্তি
শশাঙ্ক সিংহ ফের একবার পাঞ্জাবের হয়ে লোয়ার অর্ডারে লড়াই করছিলেন। তাঁর লড়াকু ইনিংস সমাপ্ত করলেন যশপ্রীত বুমরা। পাঞ্জাবের শেষ আশা আশুতোষ শর্মা। তিনি ৪৩ রানে অপরাজিত রয়েছেন। ১৪ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১২৮/৭।

আধা দল সাজঘরে
শ্রেয়স গোপালের বলে সহজ ক্যাচ দিয়ে ১৩ রানে সাজঘরে ফিরলেন হরপ্রীত ভাটিয়া। আধা পাঞ্জাব দল সাজঘরে ফিরে.

দুঃস্বপ্নের শুরু
পাঞ্জাবের শুরুটা ভয়ানক থেকে দুঃস্বপ্নের রূপান্তরিত হচ্ছে। এবার লিভিংস্টোনও ফিরলেন সাজঘরে। কোয়েৎজের গতিতে পরাজিত হলেন তিনি। পুল মারতে গিয়ে সম্পূর্ণ ব্যর্থ লিভিংস্টোনের ক্যাচ বাঁ-দিকে ঝাঁপিয়ে দুরন্তভাবে ধরলেন কোয়েৎজে। তিন ওভার শেষে পাঞ্জাবের স্কোর চার উইকেটের বিনিময়ে ২১ রান।

বিধ্বংসী বলেট ইনসুইংয়ে রাইলি রুসোর উইকেট উড়িয়ে দিলেন বুমরা। পাঞ্জাবের হয়ে নিজের অভিষেক ম্যাচে মাত্র এক রানে ফিরলেন প্রোটিয়া ব্যাটার। একই ওভারে ছয় রানে সাজঘরে ফিরলেন কারানও। লেগ সাইডের বলে হালকা খোঁচা দিয়ে সাজঘরে ফিরলেন পাঞ্জাবের অধিনায়ক। আম্পায়ার যদিও শুরুতে তাঁকে আউট দেননি। তবে রিভিউয়ের সুবাদে সাফল্য পেল মুম্বই। দুই ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১৪/৩।

Shares:

Related Posts

নিউজ

১ লা বৈশাখে আবহাওয়া কেমন থাকবে? 

রবিবার পয়লা বৈশাখ। আজ বাঙালি কেনাকাটিতেই ব্যস্ত থাকবে। গত দুদিন সেরম বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে (South Bengal)। বেড়েছে তাপমাত্রাও। আবহাওয়া দপ্তরের (Weather Department) পূর্বাভাস অনুযায়ী, এবার বদলাবে আবহাওয়া। আরও বাড়বে গরম।
নিউজ

Modi vs Mamata in ramnavami 2024 in West Bengal:

রামনবমী বন্ধ করার জন্য অনেক  ষড়যন্ত্র করেছিল TMC এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী,মমতার একটি আর্জির পরই বালুরঘাটে দাবি করলেন মোদী.........। পশ্চিমবঙ্গে যাতে রামনবমী পালন না করা যায়, সেজন্য ষড়যন্ত্র করেছিল TMC
দেশ ও বিদেশ

Anti Tank Guided Missile in Sikkim:

সিকিমের পাহাড়ে বিশেষ মিসাইলের মহড়ায় ভারতীয় সৈন্য দল, থরথর করে কাঁপবে শত্রুপক্ষ। সিকিমের পাহাড়ে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের পরীক্ষা দিল ভারতীয় সেনা। প্রায় ১৭,০০০ ফুট উচ্চতায় এই পরীক্ষায় সফলতা পায়