IPLখেলা

IPL 2024 Video: ‘আওয়ারা, ছাপরি’ হার্দিক! আমদাবাদে তুমুল কটূক্তির মুখে MI অধিনায়ক

আশাবাদী নমন ধীর। তিনি আশাবাদী যে মুম্বই ইন্ডিয়ান্স এ বারের আইপিএলের ফাইনাল খেলতে পারবে। চলতি আইপিএলে নিজেদের প্রথম তিনটি ম্যাচে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। তার পরেও আশা ছাড়ছেন না রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যদের২০১৪, ২০১৫ও ২০১৮ সালে খারাপ শুরু করার পরেও ফিরেছিল মুম্বই। সেই উদাহরণ দিয়েছেন নমন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “দলের পরিবেশ এখনও খুব ভাল। সবার সঙ্গে সবার সম্পর্ক খুব ভাল। এমন নয় যে আমরা সব ম্যাচ হেরে গিয়েছি। এখনও অনেক ম্যাচ বাকি। আশা করছি এ বারও আমরা ফাইনালআইপিএলের দু’সপ্তাহ, কমলা টুপির তালিকায় শীর্ষে কে? কলকাতার কেউ রয়েছেন প্রথম দশে?পাঁচ ম্যাচে চার হার, কোথায় সমস্যা হচ্ছে বেঙ্গালুরুর, জানালেন কোহলিদের প্রধান কোচসূর্যকুমার যাদব প্রথম তিন ম্যাচে না খেলায় নমনকে সুযোগ দিয়েছিল মুম্বই। ভাল খেলেছেন তিনি। দলের বাকিদের ধন্যবাদ দিয়েছেন নমন। তিনি বলেন, “আমি এই দলে খেলতে পেরে খুব খুশি। আমাকে রোহিত ভাই, হার্দিক ভাই অনেক সাহায্য করে। ওরা বলেছে, নিজের উপর বিশ্বাস রাখতে। নিজের স্বাভাবিক খেলাটা খেলতে। সেটাই করেছি। আশা করছি পরের ম্যাচেও করতে পারব।”চতুর্থ ম্যাচে দিল্লির বিরুদ্ধে প্রথম একাদশে বদল করেছে মুম্বই। সূর্য দলে ফেরায় বাদ পড়তে হয়েছে নমনকে।

Shares:

Related Posts

IPL

PBKS vs SRH, Match Live Updates , NEW POST: টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত পঞ্জাবের

Punjab Kings vs Sunrisers Hyderabad Preview:পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। দু-দলেরই সমস্যা ধারাবাহিকতা। পঞ্জাব দুটি ম্যাচ জিতেছে। সানরাইজার্সও। এ বারের আইপিএলে ইতিহাসও গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে সর্বাধিক স্কোরের রেকর্ড ছিল
IPL

আইপিএলের ‘এল ক্ল্যাসিকো’, ওয়াংখেড়েতে আজকের মহারণ মুম্বই ও আরসিবির

আইপিএলে ওয়াংখেড়েতে মহারণ! আইপিএলের 'এল ক্ল্যাসিকো'! মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ২৯ রানে জয়লাভ করে চলতি আইপিএলে নিজেদের খাতা খুলেছে হার্দিক
IPL

RCB তার ঘরে হায়দ্রাবাদ কে হারাতে পারবে ?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে বেঙ্গালুরু হয়েছে টিম। বদলেছে লোগো। টিমে যোগ দিয়েছেন নতুন মাস্টারমাইন্ড। সব কিছু বদলেও যেন কিছুই বদলায়নি। এ বারের আইপিএলে আধডজন ম্যাচ খেলে পাঁচটিতেই হার। টুর্নামেন্টের শুরুটাই
IPL

GT vs RCB Dream11 SCORE:

রেকর্ড রান তুলেও স্বল্প ব্যবধানে ম্যাচ জিতছে সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার ঘরের মাঠে ২০০ তুলেও উড়ে গেল গুজরাত টাইটান্স। ৪ ওভার বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
Show Comments (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *