IPLখেলা

GT vs DC IPL Match Preview:  টাইটানিকের মতোই ডুবল টাইটান্স

দিল্লি ক্যাপিটালস এ মরসুমে মাত্র দু-ম্যাচ জিতেছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টস হেরে কিছুটা হলেও চাপে ছিল দিল্লি ক্যাপিটালস। টস হারটা শাপে বর হয়ে দাঁড়াল! অন্তত ম্যাচের একটা বড় অংশের পর এ কথা বলাই যায়। ইশান্ত শর্মা, মুকেশ কুমারের সৌজন্যে গুজরাট শিবিরে শুরুতেই বড় ধাক্কা লাগে। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলের মতো ভয়ঙ্কর স্পিনারও রয়েছে। দাদার আস্তিনে লুকোনো ছিল নতুন অস্ত্র।

গুজরাট টাইটান্স ইনিংসের নবম ওভারে হঠাৎই ত্রিস্তান স্টাবসের হাতে বল তুলে দেন ঋষভ পন্থ। মূল স্পিনাররা থাকতে হঠাৎ পার্টটাইম স্পিনার কেন! এ মরসুমে তো বোলিংই করেননি। অফস্পিনার স্তাবস ওভার দ্য উইকেট বোলিং করছিলেন। পরপর বাউন্ডারি খাওয়ায় রাউন্ড দ্য উইকেট বোলিংয়ে যান। এতেই চমক। নবম ওভারের তৃতীয় ডেলিভারিতে তাঁর বোলিংয়ে অভিনব মনোহরকে স্টাম্প করেন ঋষভ

ব্যাটিংয়ে পরিস্থিতি খারাপ হওয়ায় ব্যাটিংয়েই ইমপ্যাক্ট প্লেয়ার নামাতে বাধ্য হলেন গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমন গিল। ইমপ্যাক্টে নামেন শাহরুখ খান। তাঁকে প্রথম বলেই ফেরান স্টাবস। এটিও ঋষভের স্টাম্প। ভাগ্যও সঙ্গ দিয়েছিল। মাত্র এক ওভার বোলিং করানো হয় স্টাবসকে দিয়ে। ২ উইকেট নেন।

উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলেছিল ভারত। ২০০৭ সালের সেই বিশ্বকাপ দিয়েই নেতৃত্বের অভিষেক মাহির। উদ্বোধনী সংস্করণেই টি-টোয়েন্টিতে বিশ্বসেরা হয়েছিল ভারত। ফাইনালে হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াডে ছিলেন রোহিত শর্মাও। জাতীয় দলে তখন নতুন মুখ। স্বাভাবিক ভাবেই সব ম্যাচে
টাইম মেশিনে যদি সত্যি ছেলেবেলায় ফেরা যেত! সকলেই এমনটা ভেবে থাকেন। ২০ বছরের নিজেকে দেখে যেন টাইম মেশিনে অতীতেই ফিরে গেলেন রোহিত শর্মা। ২০১১ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি রোহিত শর্মা। গত বছর ফের ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ খেলেছে ভারত। রোহিত নেতৃত্ব দিয়েছেন। টানা দশ ম্যাচ জিতে ফাইনালেও উঠেছিল ভারত। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। রোহিত কি তবে বিশ্বকাপ জেতেননি?

উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলেছিল ভারত। ২০০৭ সালের সেই বিশ্বকাপ দিয়েই নেতৃত্বের অভিষেক মাহির। উদ্বোধনী সংস্করণেই টি-টোয়েন্টিতে বিশ্বসেরা হয়েছিল ভারত। ফাইনালে হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াডে ছিলেন রোহিত শর্মাও। জাতীয় দলে তখন নতুন মুখ। স্বাভাবিক ভাবেই সব ম্যাচে সুযোগ পাননি। তবে বিশ্বকাপে খেলেছিলেন রোহিত।

মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতের সতীর্থ রোমারিও শেপার্ড ড্রেসিংরুমে সেই ছবির সঙ্গে হিটম্যানকে মেলানোর চেষ্টা করছিলেন। ২০ বছরের রোহিতের সেই ছবি দেখিয়ে রোমারিও বলেন, ‘কিশোর রোহিত।’ পাল্টা রোহিত বলেন, ‘আরে না, ছোট্ট ছেলে।’

রোহিত দাড়িতে হাত বোলাতে বোলাতে বলেন, ‘তখন আমার দাড়িও ছিল না। সত্যি বলতে, ওই বয়সে আমার দাড়ি সেভাবে উঠতই না। এখন তবু রয়েছে।’ রোমারিওর সঙ্গে মজার কথাতে কিছুক্ষণের জন্য যেন ২০ বছরের রোহিতের সঙ্গে ‘দেখা’ করে নিলেন হিটম্যান।

Shares:

Related Posts

নিউজ

শুভেন্দু অধিকারী বনাম মুখ্যমন্ত্রী

স্কুলে-স্কুলে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া খাতা, 'নির্বাচনী বিধিভঙ্গ,' ছবি পোস্ট করে নিশানা শুভেন্দুর অধিকারী। ছাত্রছাত্রীদের বিনামূল্যে খাতা দিচ্ছে স্কুল শিক্ষা দফতর। কিন্তু সেই খাতার সামনের মলাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি' কেন
IPL

MI vs PBKS DREAM11 PREDICTION

অতীতেও আইপিএলে খুবই মন্থর শুরু হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গিয়ার শিফ্ট করে ঘুরেও দাঁড়িয়েছে। সে সময় ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে পাঁচ বার আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। এ মরসুমে রোহিতকে
Occasion

ঝড়ের বেগে ছোটা বুলেট ট্রেন থমকে যাবে ঝড়ে রেলপথে বসবে অত্যাধুনিক যন্ত্র:

সদ্য প্রকাশিত বিজেপির নির্বাচনী ইস্তেহারে দেশ জুড়ে মোট চারটি বুলেট ট্রেন চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মধ্যে পশ্চিম ভারতে মুম্বই থেকে আমেদাবাদ পর্যন্ত রুটের বুলেট ট্রেনের কাজ অনেকটাই এগিয়েছে। এই
নিউজ

 West   Medinipur Weather Update :  বঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা নামল ঝটিতি

Edit by_ New post.in আজও টিপটিম থেকে ঝমঝম, বঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাসপূর্বাভাস থাকা সত্ত্বেও সোমবার বৃষ্টির মুখ দেখতে পায়নি কলকাতা। কালবৈশাখীও নয় ! আজ, মঙ্গলবার ও বুধবার  রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস
Show Comments (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *