নিউজপশ্চিমবঙ্গ

১ লা বৈশাখে আবহাওয়া কেমন থাকবে? 

রবিবার পয়লা বৈশাখ। আজ বাঙালি কেনাকাটিতেই ব্যস্ত থাকবে। গত দুদিন সেরম বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে (South Bengal)। বেড়েছে তাপমাত্রাও। আবহাওয়া দপ্তরের (Weather Department) পূর্বাভাস অনুযায়ী, এবার বদলাবে আবহাওয়া। আরও বাড়বে গরম। পয়লা বৈশাখ থেকেই আবহাওয়া পরিবর্তন হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আজ শনিবার কেমন থাকবে আবহাওয়া? দেখুন লেটেস্ট আপডেট।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পয়লা বৈশাখ (Poila Baisakh 2024) থেকেই গোটা দক্ষিণবঙ্গে ফের গরম অনুভূত হবে। এপ্রিলেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। শনিবার থেকেই ফের তাপমাত্রা উর্ধমুখী হবে। আগামী কয়েক দিনে গোটা রাজ্যেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়ার কিছু অংশে। তবে হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তিলোত্তমায় বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।

আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস, এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তালিকায় থাকতে পারে পশ্চিমের জেলা গুলি। অস্বস্তিকর আবহাওয়া নাজেহাল হতে হবে মানুষকে। পশ্চিমের জেলাগুলিতে একলাফে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।


আজ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। আগামী সাত দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। পয়লা বৈশাখেও ভিজতে পারে কয়েকটি জেলা। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর.

Shares:

Related Posts

IPL

PBKS vs RR Dream 11 top team:

চোট পেয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলছেন না শিখর ধবন। পাঞ্জাব কিংসের নেতৃত্বে স্যাম কারান। টস জিতে ফিল্ডিং করছে রাজস্থান রয়্যালস। আইপিএল (IPL 2024) এখনও মাঝপর্বও পেরোয়নি। মুল্লাপুরের বাইশ গজ নিয়ে
নিউজ

BJP একাই ৩৫০ আসন জিততে পারে:

এবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পারফরম্যান্সকে ছাপিয়ে যাবে বিজেপি। এমনকী বিজেপির আসন সংখ্যা ৩৫০-তে পৌঁছে যেতে পারে বলে অনুমান করেছেন অর্থনীতিবিদ সুরজিৎ ভাল্লা। আর কংগ্রেস কতগুলি আসনে জিততে পারে? তাও
IPL

GT vs DC IPL Match Preview:  টাইটানিকের মতোই ডুবল টাইটান্স

দিল্লি ক্যাপিটালস এ মরসুমে মাত্র দু-ম্যাচ জিতেছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টস হেরে কিছুটা হলেও চাপে ছিল দিল্লি ক্যাপিটালস। টস হারটা শাপে বর হয়ে দাঁড়াল! অন্তত ম্যাচের একটা বড় অংশের পর
নিউজ

  ২০২৪ জিতলে দেশে আমূল বদলের বার্তা BJP:

  অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিগত বেশ কয়েক বছর ধরেই দেশে সরব হতে শোনা গিয়েছে একাধিক বিজেপি নেতাকে। এরই মধ্যে উত্তরাখণ্ডে চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। আগামীতে গোটা দেশে কার্যকর করার
Show Comments (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *