IPL

RR vs GT SCORE IPL 2024 : মরসুমের সবচেয়ে বড় জয়, রয়্যালসের ডেরায় দাপট গিলের

EDIT BY: newpost.in

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 17তম সংস্করণে আজ মুখোমুখি রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য নজর রাখুন এই পেজে।

GT vs RR

জয়পুর : আইপিএলের সৌজন্যে একের পর এক থ্রিলার দেখেছেন ক্রিকেট প্রেমীরা। কিছু লো-স্কোরিং ম্যাচ জমে উঠছে। এমনই একটা ম্যাচ হয়েছিল জয়পুরেও। আজ সেখানেই মিনি ক্লাসিকো। কিন্তু হল পুরোপুরি একপেশে জয় টাইটান্সের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেগা শো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সবদিক থেকেই জমজমাট। আইপিএলের ১৬তম সংস্করণে আজ ছিল এ বারের টুর্নামেন্টে ৪৮ তম ম্যাচ। জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। গুজরাটের বোলিং আক্রমণ নজরকাড়া। আরও একবার তা প্রমাণ করল গুজরাট। প্রতিপক্ষ রাজস্থানকে মাত্র ১১৮ রানেই অলআউট করে টাইটান্স। রান তাড়ায় ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিল জুটি মজবুত ভিত গড়ে। হার্দিকের ক্যামিও ইনিংস, ঋদ্ধির সঙ্গ, ৩৭ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয়। এ বারের মরসুমে এটিই সবচেয়ে বড় জয়ের ব্যবধান। গত মরসুমে রাজস্থান রয়্যালসকে তিন বারই হারিয়েছিল টাইটান্স। এ বারের আইপিএলে আমেদাবাদে রুদ্ধশ্বাস ম্যাচে টাইটান্সকে হারিয়ে স্কোর লাইন 4-1 করেছিল রাজস্থান। ফিরতি ম্যাচে ফের জিতল টাইটান্স। আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন 

EDIT BY: newpost.in

cricketviral

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন।

আফগান স্পিন জুটিতে ব্যাটিং বিপর্যয় রয়্যালসের।

নিজেদের ভুলও রয়েছে।

শেষ অবধি মাত্র ১১৮ রানেই অলআউট রাজস্থান রয়্যালস।

দুই আফগান স্পিনার রশিদ খান এবং নুর আহমেদ জুটিতে নিল ৫ উইকেট।

বোর্ডে ১১৯ রানের লক্ষ্য। ঋদ্ধিমান সাহা-শুভমন গিল ওপেনিং জুটিতেই যোগ করে ৭১ রান।

ঋদ্ধিমানের অ্যাঙ্কর ইনিংস এবং হার্দিকের দুর্দান্ত ফিনিশ।

৩৭ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয় গুজরাট টাইটান্সের।

চার ওভার সম্পূর্ণ রশিদ খানের। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট।

রাজস্থান রয়্যালস : যশস্বী জয়সোয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন, দেবদত্ত পাডিকাল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুড়েল, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, সন্দীপ শর্মা, ট্র্রেন্ট বোল্ট, অ্যাডাম জাম্পা

সাবস্টিটিউট- মুরুগান অশ্বিন, রিয়ান পরাগ, কে আসিফ, জো রুট, কুলদীপ যাদব

গুজরাট টাইটান্স: ঋদ্ধিমান সাহা, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া, অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, মোহিত শর্মা, রশিদ খান, মহম্মদ সামি, নুর আহমেদ, জশ লিটল

সাবস্টিটিউট : শুভমন গিল, সাই সুদর্শন, শ্রীকার ভরত, শিবম মাভি, সাই কিশ

জস বনাম জশ!

EDIT BY: newpost.in

EDIT BY: newpost.in

রাজস্থান রয়্যালসে রয়েছেন জস বাটলার। তেমনই গুজরাট টাইটান্সে জশ লিটল। বাটলার ছন্দ হারিয়েছেন। টাইটান্সের বাঁ হাতি পেসার দুুর্দান্ত ছন্দে। এমনই নানা দ্বৈরথ দেখা যাবে জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে। রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন.

Gt win the match and rr lose the game

EDIT BY: newpost.in

EDIT BY: newpost.in

Shares:

Related Posts

IPL

Spinner god Yuji chahal

আজকেই নামছেন ১৫০তম ম্যাচে, আইপিএলে প্রথম বোলার হিসাবে নজিরের সামনে যুজবেন্দ্র চাহালের। বুধবার তিনি আইপিএলের ১৫০তম ম্যাচ খেলতে নামবেন। সেই ম্যাচে নজিরের সামনে যুজবেন্দ্র চহাল। এমন নজির আর কোনও বোলারের
IPL

MI vs CSK DREAM 11 PREVIEW:

রবিবাসরীয় সন্ধ্যায় আরব সাগরের তীরে আইপিএলের দুই সফলতম দলের দ্বৈরথ। রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ৫ বার করে আইপিএল খেতাব জিতেছে।যদিও দুজনের
IPL

RR vs GT DREAM 11 PREVIEW:   রাজস্থানের বিরুদ্ধে টাইটান্সের ভরসা গিল. …..

Edit by......newpost.in Edit by......newpost.in Edit by……newpost.in ধারাবাহিকতা কাকে বলে! যেটা এ মরসুমে রাজস্থান রয়্যালস করে দেখিয়েছে। সঙ্গে যোগ করা ভালো, এখনও অবধি। এ বারের আইপিএলে একমাত্র অপরাজিত দল রাজস্থান রয়্যালস।
IPL

T20 World Cup 2024, India Team Squad:

টি-২০ বিশ্বকাপে সেরা দল পাঠাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এবারের ভারতীয় দল কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা। ২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও
Show Comments (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *